পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ন’টি জেলার মনোনয়ন জমা দেওয়া শেষ হল। সোমবার থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার চারটি জেলার মনোনয়ন জমা নেওয়ার কাজ। তৃতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হল বুধবার।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত জেলা পরিষদের জন্য ২৬৮৫টি, পঞ্চায়েত সমিতির জন্য ১৬৯৭৮টি এবং গ্রাম পঞ্চায়েতের জন্য ৮৭০৯২টি মনোনয়ন জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য সবচেয়ে বেশি ১৪৫৮৯টি মনোনয়ন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এরপরেই রয়েছে বর্ধমান। সেখানে গ্রাম পঞ্চায়েতের জন্য ১১৩১৭টি আসনে মনোননয়ন জমা পড়েছে। সমস্ত দলের তরফে প্রথম দফার ন’টি জেলায় জেলা পরিষদের জন্য ২৫৯১টি মনোনয়ন জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য ৮১৫৪৫টি মনোনয়ন জমা পড়েছে। পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের জন্য জমা পড়েছে ১৬১৯৪টি মনোনয়ন।
পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিরোধীদের উপর যে হামলা চলছে, হাওড়া লোকসভা উপনির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে সেই পথ থেকে সরে দাঁড়ানোর জন্য শাসক দলের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর বক্তব্য, “হাওড়ায় সন্ত্রাসের মধ্যেও মানুষ ঝুঁকি নিয়েই প্রতিবাদ ব্যক্ত করতে এগিয়ে এসেছেন। আশা করি, মানুষের এই বার্তা থেকে সরকার শিক্ষা নেবে এবং আগামী দিনের কাজে তার প্রতিফলন দেখা যাবে। কিন্তু এখনও দেখছি, পঞ্চায়েতে এখনও একই মডেল চালানোর চেষ্টা হচ্ছে।” সূর্যবাবুর অভিযোগ, কোচবিহার-১ ব্লকে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় এ দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক অক্ষয় ঠাকুর। কোচবিহারেরই সিতাই, বীরভূমের মহম্মদবাজার, খয়রাশোলের মতো এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, বিরোধী বামেরাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, “নানা বাধা-বিপত্তি-সন্ত্রাসের মধ্যেই বাম প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন। বাম বিধায়ক বা প্রাক্তন মন্ত্রীরাও হামলা থেকে বাদ যাচ্ছেন না। আমরা বার বার বলছি, শেষের সে দিন হবে ভয়ঙ্কর। কারণ, নিরাপত্তার দাবি শুধু আমাদের জন্য নয়। তৃণমূলের হাত থেকে তৃণমূলেরই সব লোককে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। তৃণমূল যাতে সব আসনে মনোনয়ন জমা দিতে পারে, তার জন্যও কেন্দ্রীয় বাহিনী দরকার।”
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, মনোনয়ন জমা দেওয়ায় বাধা নিয়ে কোনও অভিযোগ পাওয়া যাচ্ছে না। যা জেনে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেন, “উনি কোন জগতে বাস করেন? পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিরোধীদের উপর হামলা সম্পর্কে প্রতিদিন পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে।”
মনোনয়নপত্র জমা দেওয়ায় তৃণমূলের বাধার অভিযোগ বিজেপি-র তরফেও অব্যাহত। বুধবার বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানিয়েছেন। এই প্রেক্ষিতে প্রথম পর্বের ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা দু’ দিন বাড়ানোর আর্জিও রাজ্যপালের কাছে পেশ করেছেন বিজেপি নেতৃত্ব। এর আগে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে চিঠি দিয়েও একই আর্জি জানিয়েছিলেন তাঁরা। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তাও এ দিন রাজ্যপালের কাছে ব্যাখ্যা করেছে বিজেপি। |