১ রসহীন অর্থাত্ শুষ্ক বদন।
৪ লঘু রঙ্গরসিকতা, বিদূষকের আচরণ।
৬ যে ব্যক্তি ধর্মের আড়ালে
মূলধন জোগায়, কুসীদজীবী।
৮ সুভদ্রার দাদা, রেবতীর স্বামী।
৯ কবির সৃষ্টি।
১০ পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক।
১১ বনবালা।
১৩ নারী, রমণী।
১৪ স্নানাগার।
১৫ সরলভাব।
১৭ অশালীন ও নির্লজ্জ আচরণ।
১৯ ধনশালী।
২১ সুন্দর কথাবার্তা।
২২ কানায় কানায় ভরা।
২৪ তরবারি, করপাল।
২৫ গভর্নমেন্ট।
২৭ ধনী, ‘এর ঘরের দুলাল’।
২৮ রুচি অনুযায়ী।
৩০ উক্ত নামে পরিচিত কিন্তু
এই নামের যথার্থতায় সন্দেহ।
৩২ হৃদয়সম্বন্ধীয়
৩৪ দলিল-দস্তাবেজ।
৩৬ আকাশের মতো নীল।
৩৭ এ অবশেষে ভক্ষক হয়ে পড়ায়।
৩৮ ব্রিটিশ সরকারের রোষাণলে বাংলা উপন্যাস। |
|
১ স্বচ্ছ, নির্মল।
২ স্নাতকদের উপাধি প্রদানের
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সভা।
৩ খননকারী।
৪ ধাপ্পা, প্রতারণা।
৫ এখন বইমেলার জন্য
নির্দিষ্ট স্থান।
৬ নূপুর।
৭ সম্মানরক্ষার্থে রাজপুতানিদের
আত্মহত্যার ব্রত।
১১ ‘দুর্গম গিরিদুস্তর পারাবার’।
১২ পদস্থ ও সম্ভ্রান্ত ব্যক্তি।
১৩ স্বাদের জন্য রান্নায় লাগে।
১৪ কৃতকর্মের ফলভোগ।
১৬ তালুকের মালিক, পদবি।
১৮ যত নষ্টের গোড়া।
২০ মেঘ, বারিদ।
২৩ যা দেওয়া
পাহারাদার-এর কাজ।
২৬ রুপোর মতে সাদা।
২৭ নতমস্তক।
২৯ বর্মার নাম।
৩১ সমন্বিত, মিশ্রিত।
৩২ সোনা, হট্-ধাতুজাত।
৩৩ কার্য, ময়ূরপুচ্ছ।
৩৫ পর্ব উপলক্ষে দেয় পুরস্কার। |