টুকরো খবর
মনোজকে নিয়ে তল্লাশি
পুলিশের গাড়িতেমনোজ নাগেল। —নিজস্ব চিত্র।
সারদা গোষ্ঠীর আসানসোল, দুর্গাপুর, উখড়া, রানিগঞ্জ-সহ বেশকিছু শাখা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা মনোজ নাগেলকে রানিগঞ্জে নিয়ে এসে তল্লাশি চালাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এ দিন গোয়েন্দারা ৬০ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জ পুরনো বাসস্ট্যান্ডের কাছে সারদার কার্যালয়টি সিল করে দেন। সেখান থেকে বেশকিছু নথিপত্র-সহ তিনটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ গোয়েন্দাবিভাগের প্রধান রবীন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ জন কর্মী নাগেলকে নিয়ে সারদার রানিগঞ্জ কার্যালয়ে ঢোকেন। সেখানে তাঁকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর ওই কার্যালয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় মনোজ বার বার বলতে থাকেন, “আমি নির্দোষ। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমি সংস্থার এক সাধারণ কর্মী মাত্র।” গোয়েন্দা বিভাগের প্রধান রবীন গঙ্গোপাধ্যায় জানান, এ দিন বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে। এতে তদন্ত এগোবে।

পুরনো খবর:

অ্যাক্সেসের দুই কর্মী ধৃত
অ্যাক্সেস মাল্টি ডেভলপার্স লিমিটেড-এর দুই মহিলা কর্মীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মৌমিতা চট্টরাজ এবং অনিতা মুখোপাধ্যায় নামে ওই দুই কর্মীকে আদালতে তোলা হয়। বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে তিন দিনের পুলিশি হেফাজত দেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দারাও তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন। পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল দুর্গাপুর আদালতে ওই সংস্থার ডিরেক্টর কাত্যায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নিয়ে জমি না দেওয়ার অভিযোগ দায়ের করেন অন্ডালের ময়রা গ্রামের অজিত কুমার দাস। বিচারক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে ৮ কর্মীকেও। তবে পালিয়ে যান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কাত্যায়ন ভট্টাচার্য ও আরও দুই ডিরেক্টর সরস্বতী বসু এবং সত্যব্রত বসু। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই সংস্থা রিয়েল এস্টেট, প্রমোটারি ছাড়াও মানি মার্কেটিং, জুয়েলারি ও টিভি চ্যানেলের ব্যবসা করত। বিভিন্ন ব্যাঙ্কে ছড়িয়ে থাকা সংস্থার ৪৯টি অ্যাকাউন্টও সিল করে দেয় পুলিশ। কিছুদিন আগে পুলিশ খবর পায়, সংস্থার বিভিন্ন কার্যালয়ে দুর্গাপুরের সদর দফতর থেকে ই-মেলে প্রয়োজনীয় নির্দেশ যাচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই সব ই-মেল পাঠাচ্ছে মৌমিতা ও অনিতা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। উত্তরে অসঙ্গতি মেলায় পরে তাঁদের গ্রেফতার করা হয়। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, জেরায় পলাতক কর্তাদের ব্যাপারে খোঁজখবর করা হবে।

পুরনো খবর:
তালা ভেঙে চুরি
তালা ভেঙে চুরি হল কুলটির সীতারামপুরে। গৃহকর্তা গুল মহম্মদ গুল পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার তিনি সপরিবার বাইরে ছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোনে খবর পান, দরজার তালা ভাঙা। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভিতরে আলমারিও ভাঙা। জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। প্রায় লক্ষাধিক টাকার অলঙ্কার-সহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্ত তৃণমূল
পুরসভার অধিবেশন চলাকালীন সিপিএম কাউন্সিলর ওয়াসিমূল হককে মারধরে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের মেয়র পারিষদ অনিমেশ দাসের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায় জানান, তাঁরা এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

উখড়ায় মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে বেশ কিছু জিনিসপত্র নিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার অন্ডালের উখড়ায় গোপীনাথ জিউ মন্দিরের ঘটনা। মন্দিরের পুরোহিত ব্যোমকেশ মুখোপাধ্যায় জানান, শুক্রবার সকালে মন্দির খুলতে এসে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভিতরের দানবাক্সটি বাইরে পড়ে রয়েছে। অনেক সামগ্রীই নেই। উখড়া পুলিশ আউটপোস্টে মন্দির ট্রাস্ট কমিটির পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

জয়েন্টের কেন্দ্র
আইআইটি জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভ্যান্সড) পরীক্ষায় দুর্গাপুরের একমাত্র কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছে দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। রবিবার এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাতশো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.