একটি আন্তর্জাতিক ফুটবল প্রশিক্ষণ শিবিরের জন্য দুর্গাপুর থেকে নির্বাচিত হল শ্যামপুরের কিশোর অমরেন্দু চক্রবর্তী। এই জুনেই একটি বহুজাতিক বিমা সংস্থা থাইল্যান্ডে এশিয়া জুনিয়র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। সেই শিবিরের জন্যই নির্বাচিত হয়েছে ওই কিশোর। স্বভাবতই খুশির হাওয়া এলাকায়। ওই বিমা সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিবিরের জন্য পূর্ব ভারতের বিভিন্ন স্কুল থেকে তেরোশো কিশোরকে নিয়ে বাছাই পর্ব চলে। বুধবার চূড়ান্ত পর্বের শেষে দুর্গাপুর থেকে নির্বাচিত হয় অমরেন্দু।
দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র অমরেন্দু ফুটবল খেলা শুরু করেছিল ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ে। বাবা বিল্বেশ্বরবাবু ও মা জ্যোৎস্নাদেবী পেশায় ব্যবসায়ী। দিদি স্মৃতি একটি বেসরকারি সংস্থার কর্মী। তাঁরাই খেলায় উৎসাহ দেন অমরেন্দুকে। সে জানায়, মাঝের মানা এলাকায় ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ মিত্র একটি প্রশিক্ষণ শিবির চালান। তাঁর কাছেই প্রশিক্ষণ নেয় সে।
দুর্গাপুর মহকুমা ফুটবল লিগে দ্বিতীয় ডিভিশনে ক্লাব আমলাজোড়া, সুপ্রিয় সঙ্ঘের হয়ে খেলা শুরু করে অমরেন্দু। এ বছর মহকুমা ফুটবল লিগে সুপার ডিভিশনে খেলার জন্য শ্যামপুর উদয় সঙ্ঘের সঙ্গে চুক্তিতে সই করেছে এই স্ট্রাইকার। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুব খুশি অমরেন্দু। সে জানায়, বিদেশের প্রশিক্ষণ শিবিরে গিয়ে ফুটবলের নানা খুঁটিনাটি জিনিস শিখে নেবে। ভবিষ্যতে মোহনবাগানের হয়ে খেলার ইচ্ছে তাঁর। অমরেন্দু বলে, “পরিবারের সবাই আমার পাশে আছেন। একদিন ঠিক লক্ষ্য পূরণ হবে।”
|
অরবিন্দ স্টেডিয়ামের সদর বাস্কেটবল লিগের সুপার ফোরের খেলায় জাতীয় সঙ্ঘ শিবাজি সঙ্ঘকে ৭০-৫৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৮টা দলকে নিয়ে লিগ শুরু হয়েছিল। তার মধ্যে তিনটি দল সুপার ফোরে খেলে। |