|
|
|
|
বিমানবন্দরে ফের ভাঙল কাচ, জখম এক জওয়ান |
নিজস্ব সংবাদদাতা |
এত দিনের আশঙ্কা অবশেষে সত্যি হল। শুক্রবার কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে কাচ ভেঙে আহত হলেন এক ব্যক্তি। তবে তিনি যাত্রী নন। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর জওয়ান। প্রাথমিক চিকিত্সার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ দিনই টার্মিনালের ভিতরে এক যাত্রী তাঁর ব্যাগ এক্স-রে করতে দেওয়ার সময়ে তাঁর পায়ে লেগে কাচের তৈরি প্রাচীর ভেঙে পড়ে। তবে, তিনি আহত হননি বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রের খবর, এ দিন নতুন টার্মিনালে ঢোকার দু’নম্বর গেটে সিআইএসএফ-এর ওই জওয়ান ডিউটি করছিলেন। দুপুর দেড়টা নাগাদ ডিউটির শেষে হেঁটে ব্যারাকে ফেরার পথে তিনি দেখেন, ১ নম্বর গেটের কাচের দরজা (যেটি পাশাপাশি খোলে) সামান্য ফাঁক হয়ে রয়েছে। ওই দরজাটি এখন বন্ধই রাখা হয়। ১ নম্বর গেটের ভিতরে এখনও টার্মিনালের শেষ মুহূর্তের কাজ চলছে। তাই ওই গেট দিয়ে যাত্রীদের ঢোকা নিষেধ। কাচের দরজায় ওই ফাঁক দেখে এগিয়ে যান জওয়ান। তাঁর মনে হয় ওই ফাঁক দিয়ে ছোট শিশু গলে টার্মিনালের ভিতরে ঢুকে যেতে পারে। তিনি দরজা টেনে বন্ধ করার চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাচের দরজা টেনে বন্ধ করতে গিয়ে একটি দরজার কাচ ঝুরঝুর করে ভেঙে পড়ে। ওই জওয়ানের হাতের আঙুল কেটে যায়। তাঁকে বিমানবন্দরের মেডিক্যাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার মধ্যেই নতুন কাচ লাগিয়ে ফেলা হয়। টার্মিনালের যেখান থেকে অন্তর্দেশীয় বিমান ছাড়ে, সেখানকার নিরাপত্তা বেষ্টনীর সামনে ভাঙে দ্বিতীয় কাচ। মাত্র দিন তিনেক আগেই গো-এয়ারের দিল্লির উড়ান ধরার আগে টার্মিনাল পেরিয়ে অপেক্ষা করছিলেন হুইলচেয়ারে বসা দুই যাত্রী। সে দিন তাঁদের পায়ের সামনে কাচ ভেঙে পড়লেও তাঁরা রক্ষা পান। বৃহস্পতিবার সকালেও বিমানবন্দরের কাচের দেওয়ালের একটি কাচ ভেঙে পড়ে।
|
পুরনো খবর: বিমানবন্দরের নয়া টার্মিনাল, দশ দিনেই খসে গেল ৬টি শার্সি |
|
|
|
|
|