টুকরো খবর
মেনে নিয়েছে কলা বিভাগ। কিন্তু স্নাতকোত্তরে ৪০% আসনে বাইরের ছাত্র ভর্তির সরকারি নিয়ম মানবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখা। শুক্রবার এক বৈঠকে প্রাথমিক ভাবে এই সিদ্ধান্ত হয়েছে। এ বার এগ্জিকিউটিভ কাউন্সিল বা ইসি-তে আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের খবর, স্নাতক স্তরের পড়ুয়াদের নেওয়ার পরে স্নাতকোত্তরে যত আসন ফাঁকা থাকবে, সেগুলির জন্য প্রবেশিকা পরীক্ষা হবে। তাতে বাইরের পড়ুয়ারাও বসতে পারবেন। শুক্রবারের সিদ্ধান্ত মেনে স্নাতকোত্তরে ভর্তি হলে ৪০% বা তার কিছু কমবেশি আসনে বাইরের ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন। আগেই সিদ্ধান্ত হয়েছে, কলা শাখায় স্নাতকোত্তরে ৪০% আসনে বাইরের ছাত্র ভর্তির জন্য প্রয়োজনে আসন বাড়ানো হবে।

ঝড়ে ফিরে গেল বিমান
সন্ধ্যার ঝড়ে ঘুরিয়ে দিতে হল বিমানের মুখ। শুক্রবার আগরতলা থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতার আকাশে কিছু ক্ষণ চক্কর কেটে চলে যায় ভুবনেশ্বর। ওই বিমানে সেনাবাহিনীর প্রায় ১৪৪ জন জওয়ান ও অফিসার ছিলেন। রাতে আবহাওয়া অনুকূল হওয়ার পরে বিমানটি কলকাতায় ফেরে। কলকাতার উপরে এসেও নামার জন্য অপেক্ষা করতে হয় চারটি বিমানকে। তার মধ্যে এয়ার ইন্ডিয়ার ওই বিমানও ছিল। আধ ঘণ্টা পরে ঝড় কমলে নামে দুবাই থেকে আসা এমিরেটস, চেন্নাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এবং বেঙ্গালুরু থেকে আসা ইনডিগোর বিমান। এই আধ ঘণ্টায় কলকাতা থেকে কয়েকটি বিমানের উড়তেও দেরি হয়।

জলপ্রকল্পের উদ্বোধন
পাইপ লাইনের মাধ্যমে গঙ্গার পরিশোধিত জল প্রকল্পের শিলান্যাস হল। শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পানিহারায় প্রকল্পটির শিলান্যাস করেন বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার ও দমদমের সাংসদ সৌগত রায়। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রথীন ঘোষ বলেন, “কেন্দ্রের জেএনএনইউআরএম এবং রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ওই প্রকল্পে ৪৪৭ কোটি টাকা খরচ হবে। কেএমডিএ-র তত্ত্বাবধানে ২ বছরের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে।” বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, “টিটাগড় থেকে পাইপলাইনের মাধ্যমে মধ্যমগ্রাম, বারাসত ও পানিহাটি পুরসভায় গঙ্গার জল সরবরাহ হবে।”

সুদীপ্তের মৃত্যুতে বয়ান পুলিশের
পুলিশ হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনার তদন্ত করছে রাজ্য মানবাধিকার কমিশন। শুক্রবার কমিশনে হাজির হয়ে নিজেদের বয়ান নথিভুক্ত করিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) রাজীব মিশ্র, যুগ্ম কমিশনার (এপি) সরোজ কুমার গজমের। কমিশন সূত্রের খবর, এসএফআই নেতা জোসেফ আজম হোসেনও এ দিন সাক্ষ্য দেন। যে-আইন অমান্য আন্দোলনে গ্রেফতার হয়ে সুদীপ্ত মারা যান, তাতে যোগ দিয়ে গুরুতর জখম হন জোসেফও। এত দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বন্দির অপমৃত্যু
আলিপুর সেন্ট্রাল জেলে এক বন্দির অস্বাভাবিক মৃত্যু হল। মৃতের নাম সুনীল রুইদাস (৪০)। জেলের এক কর্তা জানান, একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় সুনীলের। বছর দেড়েক বর্ধমান জেলে বন্দি ছিল সে। কিছু দিন আগে চিকিত্‌সার জন্য আলিপুরে নিয়ে আসা হয় তাকে। শুক্রবার জেল হাসপাতালের কাছে একটি গাছে সুনীলের ঝুলন্ত দেহ মেলে। প্রাথমিক তদন্তে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছে সুনীল। রাজ্যের আইজি (কারা) রণবীর কুমার জানিয়েছেন, নিয়ম মেনে সুনীলের দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়াত প্রতিভা
দীর্ঘ রোগভোগের পরে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এসইউসি নেত্রী প্রতিভা মুখোপাধ্যায়ের। যুক্তফ্রন্ট সরকারের আমলে রাজ্যের পূর্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি। সিউড়ি থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় ৭৭ বছরের প্রতিভাদেবীর। লেনিন সরণিতে এসইউসি-র সদর দফতরে শনিবার বেলা ১টা থেকে ৩টে পর্যন্ত তাঁর দেহ রাখা থাকবে। পরে হবে শেষ যাত্রা।

জখম বৃদ্ধ
মোটর সাইকেলের ধাক্কায় জখম হলেন এক বৃদ্ধ (৮৪)। শুক্রবার সকাল সওয়া এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে দেশপ্রাণ শাসমল রোডের উপরে টালিগঞ্জ রেল ব্রিজের কাছে। আহত ফণিভূষণ নাথের বাড়ি পাটুলিতে। পুলিশ জানায়, এ দিন রাস্তা পার হওয়ার সময়ে আচমকাই একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা মারে ফণিভূষণবাবুকে। পড়ে গিয়ে মাথায় চোট লাগে তাঁর। তাঁকে এমআর বাঙুরে ভর্তি করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.