পরীক্ষা চলাকালীন আলিপুরদুয়ার কলেজে ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। শুক্রবার তিনি কলেজের ঘর ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও ছাত্র সংগঠনগুলির সঙ্গে কথা বলেন। পরে পরীক্ষা নিয়ামক সুশান্ত দাস বলেন, “কলেজে ঘুরে দেখেছি। শিক্ষক ও ছাত্র সংগঠনগুলির সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” গত বুধবার আলিপুরদুয়ার কলেজে পরীক্ষা চলাকালীন টুকলি ধরায় ছাত্র পরিষদের এক নেতা তাঁর অনুগামীদের নিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওই সময় শিক্ষকদের হেনস্থা করা হয়। অধ্যক্ষ সুব্রত পঞ্চানন বলেন, “পরীক্ষা চলাকালীন ভাঙচুর ও শিক্ষকদের উপরে হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়কে বিশদ জানানো হয়েছে।” এসএফআই, তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের নেতৃত্ব পরীক্ষা নিয়ামকের সঙ্গে দেখা করেন। তাঁরা কলেজ পরিবেশ ফিরিয়ে আনার আর্জি জানান। এসএফআই নেতা তথা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কিশোর মুন্সি বলেন, “কলেজের সীমানায় প্রাচীর না-থাকায় অবাধে বহিরাগতরা কলেজ চত্বরে প্রবেশ করছে।” ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সম্পাদক সঞ্জয় সরকার বলেন, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরকেও এগিয়ে আসতে হবে। শিক্ষকদের একাংশ নিয়মিত ক্লাস নেন না। ফলে ছাত্র ও শিক্ষকদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে।” তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সম্পাদক সঞ্জীব ঘোষ বলেন, “কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবারের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
|