টুকরো খবর
পুরভোট চেয়ে বাম-আন্দোলন
শহরের উন্নয়ন স্তব্ধ হওয়ার অভিযোগ তুলে দ্রুত শিলিগুড়ি পুরসভার নির্বাচনের দাবি করে টানা আন্দোলনে নামলেন বামফ্রন্ট কাউন্সিলররা। শুক্রবার দিনভর পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্তের অফিস ঘরের সামনে বিক্ষোভ অবস্থান করেন তাঁরা। আজ, শনিবারও অবস্থান চলবে। জুন মাস জুড়ে নানা ওয়ার্ডে নাগরিক কনভেনশন হবে। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনেও বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেন বাম কাউন্সিলরা। বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, ‘‘শিলিগুড়ি শহর কোথাও উন্নয়ন নেই। কোনও পরিষেবা নেই। নির্বাচন ছাড়া কোনও পথ নেই।” নুরুলবাবুর অভিযোগ, শুধু উন্নয়ন বন্ধই নয়, মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়েছে এই বোর্ড। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “পুরসভায় কিছু সমস্যা রয়েছে। কিন্তু, বামেদের অভিযোগ ঠিক নয়। উন্নয়ন হচ্ছে।” তৃণমূলের মহাসচিব কৃষ্ণ পাল বলেন, “বোর্ডের প্রথমদিন থেকেই কংগ্রেসের সঙ্গে বামেদের সম্পর্ক রয়েছে। তাদের ১৭ জন কাউন্সিলর থাকা সত্ত্বেও অনাস্থা আনছে না। অথচ নির্বাচনের কথা বলে নিজেদের বিরোধী প্রমাণ করতে চাইছে। তৃণমূল প্রশাসক বসিয়ে পেছন দরজা দিয়ে কোনওদিন ক্ষমতা দখল করেনি। আগে থেকে এসব বলার কোনও মানে হয় না।”

‘লিডার্স মিট’-এ মান্নান, অমিতাভ

সাংবাদিক বৈঠকে আব্দুল মান্নান-সহ কংগ্রেস নেতারা।—নিজস্ব চিত্র।
শিলিগুড়ির উপকণ্ঠে মেডিক্যাল মোড়ে যুব কংগ্রেসের লিডার্স মিটে শুক্রবার যুব নেতাদের প্রশিক্ষণ দিলেন আবদুল মান্নান, অমিতাভ চক্রবর্তীর মতো প্রদেশ নেতারা। ছিলেন প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ অজিত অগ্রবাল-সহ জেলা নেতারাও। পরে শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্দুল মান্নান বলেন, “উচ্চ আদালতের রায় থেকে স্পষ্ট সরকার এত দিন গা-জোয়ারি করেছে। আমরা দাবি করছি যাতে দ্রুত ওই রায় মেনে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য সরকার।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, সারদা গোষ্ঠী-সহ বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থাগুলি নিয়ে যা ঘটছে তাতে পঞ্চায়েত নির্বাচনে যেতে ভয় পাচ্ছে শাসকদল। সে জন্য আইনি জটিলতা তৈরি করে তা পিছোনোর চেষ্টা করা হচ্ছে। সারদা কান্ডে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর নাম জড়িয়ে যাওয়া নিয়েও তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, “সিবিআই তদন্তে ভয় কীসের?”

ওয়াক আউট
চা শ্রমিকদের উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠকে একাধিক সংগঠনকে না ডাকার অভিযোগ তুলে ওয়াক আউট করলেন কো-অর্ডিনেশন কমিটি অফ টি প্ল্যান্টেশন ওয়ার্কাসের আহ্বায়ক চিত্ত দে। শুক্রবার শ্রম দফতরের উদ্যোগে শিলিগুড়ির সার্কিট হাউসে ওই বৈঠক হয়। সেখানে শ্রম দফতরের প্রধান সচিব অমল রায়চৌধুরী, দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন। চিত্তবাবু প্রধানসচিবকে একটি প্রতিবাদ পত্র দিয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। শ্রম দফতরের প্রধানসচিব জানান, কো-অর্ডিনেশন কমিটি ওই সংগঠনগুলি নিয়েই তৈরি। তাদের আমন্ত্রণ করা হয়েছে।

স্কুলে যোগ ব্যায়াম প্রতিযোগিতা
উত্তরবঙ্গ আদর্শ যোগা অ্যাকাডেমির উদ্যোগে স্কুল স্তরে ‘যোগ ব্যায়াম’ প্রতিযোগিতার আয়োজন হয়েছে। ১২ মে বাঘা যতীন বিদ্যাপীঠে প্রতিযোগিতা হবে। জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নিতে পারবেন। সহযোগিতায় দার্জিলিং জেলা যোগা অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের পক্ষে শিব হাজরা জানান, ৬ বছর পর্যন্ত ছেলেমেয়েরা প্রিনার্সারি, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সাবজুনিয়র, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত জুনিয়র ও অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র বিভাগে প্রতিযোগীরা যোগ দিতে পারবেন।

দুর্ঘটনায় মৃত শিক্ষক
ট্রাকের ধাক্কায় বাইক চালক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার শালুগাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম কোট মিটসন (৩৩)। তাঁর বাড়ি জ্যোতিনগরে। তিনি ভক্তিনগরে একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রাথমিক বিভাগে ইংরেজির শিক্ষক ছিলেন। দুই বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে শোক নেমে এসেছে। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

মদ পাচারে ধৃত দুই
দেশি ও বিদেশি মদ বেআইনি ভাবে পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কালিম্পঙের চিত্রেতে। একটি ট্রাক আটক করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম বাইচুং ভুটিয়া ও প্রকাশ বিশ্বকর্মা। বাইচুং গাড়ির চালক। ৫০ কার্টুন মদ বাজেয়াপ্ত করা হয়েছে। সিকিম থেকে ট্রাক বোঝাই করে ওই মদ শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়ার পথে তা আটক করা হয়।

সিবিআই চান রাহুল
শুক্রবার মালবাজার ব্লকের ক্রান্তিতে একটি সভায় যোগ দিয়ে সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “বাম আমলে তৈরি হওয়া সংস্থাগুলি তৃণমূলের নয়া সরকারের মদতে চলছিল। কংগ্রেসও এ জন্য সমানভাবে দায়ী। সিবিআই তদন্ত হলে সব পরিষ্কার হয়ে যাবে।”

ধর্ষণের চেষ্টা, ধৃত
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে ভক্তিনগরের বিদ্যাচক্র কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম দুলু বিশ্বাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.