বিধি না মানায় কারখানার বিদ্যুৎ বিছিন্ন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দূষণ বিধি ভাঙায় পর্যদের নির্দেশে সাঁতুড়ির দু’টি স্পঞ্জ আয়রন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল। ওই দু’টি কারখানায় শ্রমিকেরা বকেয়া মজুরির দাবিতে রঘুনাথপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ওই দু’টি কারখানার দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখে। অভিযোগের সত্যতা থাকায় পর্ষদ কারখানা দু’টির বিদ্যুৎ সংযোগ বন্ধ করার নির্দেশ দেয়। রঘুনাথপুরের মহকুমা শাসক প্রণব বিশ্বাস বলেন, “দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে দু’টি কারখানার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার বিষয়টি রঘুনাথপুরের সহকারী শ্রম মহাধক্ষ্যকে খতিয়ে দেখতে বলা হয়েছে।” তৃণমূলের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর মহকুমার সম্পাদক মৃত্যুঞ্জয় পরামানিক বলেন, “ওই দুই কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১০০০ মানুষ জড়িয়ে রয়েছেন। বকেয়া মজুরি না পাওয়ায় শ্রমিকরা সংসার চালাতে পারছেন না।” কারখানা কর্তৃপক্ষের দাবি, কাঁচামালের অভাবে এমনিতেই বেশ কিছুদিন ধরে কারখানা বন্ধ।
|
গণবদলি ঘিরে জল্পনা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পরিবহণ দফতরে বেনিয়মের অভিযোগ আগে থেকেই ছিল। এ বার পুরুলিয়ার আঞ্চলিক পরিবহণ আধিকারিক ও কর্মী-সহ পাঁচ জনকে অন্য দফতরে এক সঙ্গে বদলি করে দেওয়ায় প্রশাসনের মধ্যে জল্পনা শুরু হয়েছে। এক্সটেনশনে থাকা এক কর্মীকে বহিষ্কারও করা হয়েছে। জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “জেলার আঞ্চলিক পরিবহণ দফতরে আর্থিক লেনদেন ও নানা ধরনের বেনিয়মের অভিযোগ আসছিল। তা নিয়ে তদন্তের কাজও এগিয়েছে। ওই পাঁচজনকে রুটিন বদলি করা হয়েছে।” তবে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, বিভিন্ন মহল থেকে অভিযোগ পেয়ে জেলাশাসক নিজেই তদন্ত শুরু করেন। কিছু কর্মী তাঁর কাছে অভিযোগের সত্যতাও স্বীকার করেছেন। তার ভিত্তিতেই এই বদলি। নতুন আরটিও-র দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পরিশদের সচিব সব্যসাচী ঘোষকে। সূত্রের খবর, পরিষেবা নিতে আসা মানুষজনকে কর্মীদের একাংশ দালালদের মাধ্যমে কাজ করাতে বলেন। পরে কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে দালালদের নেওয়া বাড়তি টাকা সেই কর্মীদের কাছে আসে। বদলি হওয়া কর্মীরা অবশ্য অভিযোগ মানতে চাননি।
|
বান্দোয়ানে
স্কুল ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
এসএফআইয়ের ধর্মঘটের জেরে শুক্রবার বান্দোয়ানের অধিকাংশ স্কুল ও কলেজ বন্ধ রইল। বান্দোয়ানের গঙ্গামান্না হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র মনবোধ সিং সর্দার বুধবার ভোরে মারা যায়। তার পরিবারের অভিযোগ, স্কুলের এক শিক্ষিকার মারে মনবোধ অসুস্থ হয়ে হাসপাতালে মারা গিয়েছে। বৃহস্পতিবার থানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ওই দিনই বিকেলে এসএফআইয়ের নেতৃত্বে হওয়া মিছিল থেকে শুক্রবার স্কুল ও কলেজ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এসএফআইয়ের বান্দোয়ান জোনাল কমিটির সম্পাদক জয়দেব মাহাতো বলেন, “আমাদের দাবি মেনে এ দিন প্রায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল।” এ দিন বান্দোয়ান থানার পুলিশ মৃত ছাত্রের বাড়িতে গিয়ে এবং ওই শিক্ষিকা-সহ স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। এসপি সি সুধাকর বলেন, “ছাত্রটির পরিজন ও স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
|
ব্যাঙ্ক ডাকাতিতে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
ইঁদপুরের আড়ালডিহি গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির অভিযোগে বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করে আনল পুলিশ। ধৃতেরা হলেন আমডাঙা থানার গোসবাঁধ গ্রামের সইফুদ্দিন মোল্লা ওরফে সাহেব এবং সন্দেশখালি থানার নলকাড়া গ্রামের শেখ আলম। গত ২৬ এপ্রিল দুপুরে ওই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালিয়েছিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করা গিয়েছে। দলের বাকিদের ধরার জন্য ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
|
পুরনো খবর: ব্যাঙ্কে ডাকাতি
|
শিলাবৃষ্টিতে কাশীপুর ব্লকের রাঙামাটি, রঞ্জনডি ও আগরডি চিত্রা পঞ্চায়েত এলাকায় ঘরবাড়ি ভাঙার খবর এসেছে। কাশীপুরের বিডিও তপন ঘোষাল জানান, ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের সাহায্য করা হবে। |