অনুগামীদের সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দিলেন রাঙামাটি-চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বাধীন সরকার। তিনি এ দিন দুপুরে সদলে বহরমপুরে কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে হাজির হন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের sজলা মুখপাত্র অশোক দাস। বহরমপুর ব্লকের রাঙামাটি-চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলত্যাগী সভাপতি স্বাধীন সরকারের অভিযোগ, “শাস্তি দেওয়ার বদলে অবৈধ আর্থিক লেনদেন করে দুর্নীতিগ্রস্থ রেশন ডিলারকে বাঁচিয়েছেন জেলাপরিষদের তৃণমূলের পরিষদীয় দলনেতা বাণী ইস্রাইল। স্থানীয় রাজা শশাঙ্ক বিদাাপীঠের কয়েক হাজার ইট চুরির ঘটনাতেও বাণী ইস্রাইলের বিরুদ্ধে আর্থিক অভিযোগ ওঠেছে। তাঁর বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ রয়েছে। ওই সব অভিযোগ লিখিত ভাবে দু’বার মুকুল রায়ের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েও কোনও বিচার পাওয়ায়
দলত্যাগের সিদ্ধান্ত।”
|
ধর্ষণের অভিযোগে সুজিত মুখোপাধ্যায় নামে এক মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে শুক্রবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক অলি বিশ্বাস তাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। বহরমপুরের আইসি মোহাইমেনুল হক বলেন, “দাম্পত্য কলহ মেটানোর আশ্বাস দিয়ে ধুলিয়ানের এক মহিলাকে বহরমপুরে নিজের অফিসে ডেকে পাঠায় ওই ব্যক্তি। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে ওই মহিলার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
|
গাছ চাপা পড়ে এক মহিলার মৃত্যুতে শুক্রবার উত্তেজনা তৈরি হয় চাকদহের তাতলা মনসাতলায়। উত্তেজিত জনতা দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাস্তা অবরোধও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানায়, ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে চাকদহে গাছ কাটা চলছে। এ দিন চন্দ্রপুর এলাকার বাসিন্দা রিতা মানি (২৬) গাছ চাপা পড়ে মারা যান। চাকদহের বিডিও বিপ্লব সরকার বলেন, “পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৃতার পরিবারকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে।”
|
আর্থিক লোকসান কমাতে বিদ্যুৎ দফতর গ্রামে গিয়ে সরাসরি সংযোগ দিল গ্রাহকদের। শুক্রবার ইসলামপুরের গোপীনাথপুরে সংযোগ দেওয়া হয়। সংস্থার আঞ্চলিক অধিকর্তা বাসব মৈত্র বলেন, ‘‘এতে যেমন লোকসান কমবে তেমনি গ্রাহকরাও নিশ্চিন্তে পরিষেবা পাবে।”
|
|
স্বস্তির ধারা। নদিয়ার জাহাঙ্গিরপুরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
|
|
বাজারের পথে আমের ঝুড়ি। নবদ্বীপে তোলা নিজস্ব চিত্র। |
|