টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের
বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন দু’জন। মৃতরা হলেন নবদ্বীপের বাসিন্দা শীলা দেবনাথ (২৭), কালীপদ বসাক (৫৬)। বুধবার রাতে কৃষ্ণনগরের কাছে চামটা এলাকার ঘটনা। আশঙ্কজনক অবস্থায় ৯ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরের শম্পা ঘোষের সঙ্গে বিয়ে হয় হরিণঘাটার সুরজিৎ ঘোষের। বুধবার ছিল বৌভাতের দিন। সেই অনুষ্ঠান থেকে গাড়ি করে ফিরছিলেন কনে পক্ষের যাত্রীরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
চামটায় দুর্ঘটনার পর কন্যা পক্ষের গাড়ি। — নিজস্ব চিত্র।
মৃত কালীপদ বসাক পেশায় রাঁধুনি। তিনি এলাকায় অন্য একটি বিয়েতে রান্নার কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য গাড়ি ধরতে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। কিন্তু কনে পক্ষের যাত্রীরা তাঁর চেনা হওয়ায় তিনি ওই গাড়িতেই উঠে পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় মারা গিয়েছেন নববধূপ মাসি শীলা দেবনাথও নববধূর বাবা মনোরঞ্জন ঘোষ বলেন, “হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আমার আত্মীয়। আনন্দের দিনে এরকম দুর্ঘটনা কিছুতেই মানতে পারছি না।” কৃষ্ণনগরের আইসি অশোকরঞ্জন মুন্সি বলেন, “গাড়িটি প্রবল গতিতে যাচ্ছিল।সেই কারণেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে গাড়িটি গাছে ধাক্কা মারে। তখনই দুর্ঘটনাটি ঘটে।”

‘শ্লীলতাহানি’, ধৃত শিক্ষক
শ্লীলতহানির অভিযোগে বহরমপুর জিটিআই স্কুলের শিক্ষক মণি চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর থেকে লিখিত অভিযোগ পেয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহশিক্ষক হিসেবে মণি চৌধুরীর কাছে নিয়মিত পড়তে যেতেন ওই ছাত্রী। গত ১ মে পড়ানোর নামে ওই শিক্ষক তাঁকে বাড়িতে ডেকে পাঠান। এর পরেই ওই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। বহরমপুর থানার আইসি মোহাইমেনুল হক জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে। ধৃত মণি চৌধুরী মুর্শিদাবাদ জেলা শিক্ষা সেলের সভাপতির পাশাপাশি জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকের পদও সামলাতেন। এখন শ্লীলতাহানির ঘটনায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব। যদিও জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসের গতে বাঁধা জবাব, “দোষীকে কখনও আড়াল করা হবে না। আইন আইনের পথেই চলবে।”

ঝুলন্ত দেহ উদ্ধার
শ্বশুরবাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ মিলল। বৃহস্পতিবার সকালে সাগরদিঘি থানার গোকুলতা গ্রামের এই ঘটনায় মৃতার নাম নাম খোয়াব খাতুন (২৭)। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বছর সাতেক আগে নবগ্রাম থানার নিমগ্রামের বাসিন্দা ওই মহিলার সঙ্গে গোকুলতায় সেনাবাহিনীর কর্মী আব্দুল মোল্লার বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, পরিবারে অশান্তির কারণে বৃহস্পতিবার ঘরে ঢুকে দরজায় খিল এঁটে দেন ওই মহিলা। কিছুক্ষণ পর তাঁর স্বামী দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে জানান চিকিৎসক। মৃতার বাবা মহম্মদ বাসিরউদ্দিন মিঞার অভিযোগ, বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় গঞ্জনা দেওয়া হত তাঁর মেয়েকে। স্বামী ছুটিতে আসায় মেয়ের উপর অত্যাচারও বেড়েছিল বলে জানান তিনি। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগও জানান।

ধৃত প্রতারক দম্পত্তি
সততার জন্য পুরস্কার পেয়েছিলেন যিনি, প্রতারণার দায়ে গ্রেফতার করা হল তাঁকেই। বৃহস্পতিবার শান্তিপুরে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এক লক্ষ টাকার পরিবর্তে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাঁকে ভুল করে দিয়েছিল পাঁচ লাখ। সেই টাকা ফেরত দেওয়ায় ২০০৫ সালে রাজ্যপালের কাছ থেকে ডাকবিভাগের এজেন্ট অমিত বঙ্গ সততার জন্য পুরষ্কার পান। সেই ‘সততা’কে মূলধন করেই স্ত্রী সুকৃতি বঙ্গকে নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলত অমিত। অভিযোগ, সেই টাকা জমা পড়ত না পোস্ট অফিসে। এ নিয়ে পোস্ট অফিসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২০১০ সালে ওই দম্পত্তিকে গ্রেফতার করে। মাস খানেক পর জামিনে ছাড়া পেয়ে স্ত্রীকে নিয়ে অমিত আবার শুরু করে প্রতারণা। পুনরায় তার নামে অভিযোগ দায়ের হয়। পালিয়ে বেড়াতে থাকে অভিযুক্ত ওই দম্পত্তি। এ দিন তারা বাড়ি ফিরলে পুলিশ তাদের গ্রেফতার করে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “ওই দম্পত্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল। তারা পলাতক ছিল। বাড়ি ফিরতেই তাদের গ্রেফতার করা হয়।”

অস্ত্র উদ্ধার
গামছা বাঁধা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি গুলি উদ্ধার হল শোভাপুরের কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তে যখন বিএসএফের টহলদারি চলছিল সেই সময় ভারতের দিক থেকে কেউ কাঁটাতারের ওপারে গামছায় বেঁধে কিছু ছুঁড়ে দেয়। বিএসএফ জওয়ানদের তা নজরে পনে। গামছা খুলে দেখা যায় গামছার ভিতরে রয়েছে অস্ত্রগুলি। অন্য দিকে, এ দিন সকালেই খান্ডোয়া সীমান্তের কাছে ৩৫ হাজার টাকার জাল নোট-সহ দুজনকে গ্রেফতার করে বিএসএফ। ক কংগ্রেস নেতার বাড়ি থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও চল্লিশটি তাজা বোমা উদ্ধার করল সুতি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সুতি-২ ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য পরিরোষ হোসেন নামে ওই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.