|
|
|
|
তিন সপ্তাহের জন্য
স্থগিত কঙ্কাল মামলা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তিন সপ্তাহের জন্য মেদিনীপুর আদালতে স্থগিত রাখা হল দাসের বাঁধ কঙ্কাল মামলা। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৪ জুন। ওই দিন চার্জগঠন হতে পারে। শুক্রবারই মামলার চার্জগঠন হওয়ার কথা ছিল। তবে অভিযুক্তপক্ষের আইনজীবীরা তা না-করার আর্জি জানান। তাঁদের বক্তব্য, এই মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুশান্ত ঘোষ। সেই মামলার শুনানিও শেষ হয়েছে। শুধু রায় বেরোয়নি। রায় বেরোনোর পরই মেদিনীপুর আদালতে মামলা এগোক। সরকারপক্ষের আইনজীবীরা পাল্টা জানান, হাইকোর্টের রায়ের আগে মেদিনীপুরে মামলা এগোনো যাবে নাএমন কোনও নির্দেশ বা স্থগিতাদেশ নেই। ফলে, চার্জগঠন হতেই পারে। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক অভিজিত্ সোম মামলাটি ৩ সপ্তাহের জন্য স্থগিত করেন।
রাজ্যে পালাবদলের পর প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের আদি বাড়ি বেনাচাপড়ার অদূরে দাসেরবাঁধ থেকে মাটি খুঁড়ে হাড়গোড় মেলে। তার প্রেক্ষিতে এই মামলা। অভিযোগ, ২০০২ সালের ২২ সেপ্টেম্বর ৭ তৃণমূল কর্মীকে খুন করেছিল সিপিএমের সশস্ত্র বাহিনী। হাড়গোড় তাঁদেরই। দাসেরবাঁধ থেকে হাড়গোড় উদ্ধারের পর ২০১১ সালের ৫ জুন গড়বেতার বিধায়ক-সহ মোট ৪০ জনের নামে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। শুরুতে তদন্ত শুরু করে পুলিশই। পরে তদন্তে নেমে ওই বছরের ২৩ সেপ্টেম্বর মেদিনীপুর আদালতে চার্জশিট পেশ করে সিআইডি। চার্জশিটে সব মিলিয়ে ৫৮ জনের নাম রয়েছে। |
|
আদালত থেকে বেরিয়ে সুশান্ত ঘোষ। ছবি: সৌমেশ্বর মণ্ডল |
শুক্রবার মেদিনীপুর আদালতে মামলার দিন নির্দিষ্ট ছিল। ১২ নাগাদ মামলাটি ওঠে। নির্দিষ্ট সময়ই আদালতে চলে আসেন গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ সহ জামিনে-মুক্ত ১৮ জন। জেলবন্দি ২ জনকেও আদালতে নিয়ে আসা হয়। এদিকে, মামলা থেকে অব্যাহতি চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুশান্তবাবু। গত ২৩ এপ্রিল তার শুনানি শেষ হয়েছে। শুধু রায় বেরোয়নি। এদিন শুনানির শুরুতে সওয়াল করেন অভিযুক্তপক্ষের আইনজীবী সৈয়দ শাহিদ ইমাম এবং রানা গঙ্গোপাধ্যায়। তাঁদের বক্তব্য, “এত তড়িঘড়ির কী আছে? হাইকোর্ট কী রায় দেয়, তা দেখার পরই মামলা এগোক।” এরপর সওয়াল করেন সরকারপক্ষের আইনজীবী শক্তি ভট্টাচার্য এবং রাজদীপ মজুমদার। এঁদের বক্তব্য, হাইকোর্টে শুনানি শেষ হয়েছে, রায় বেরোয়নি, এটা ঠিক। কিন্তু, তার জন্য মেদিনীপুর আদালতে মামলা এগোবে না কেন? উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক তিন সপ্তাহের জন্য মামলাটি স্থগিত করেন।
|
পুরনো খবর: অবশেষে শুনানি শুরু চার্জগঠনের |
|
|
|
|
|