সারদা-কাণ্ডের জেরে বিভিন্ন লগ্নি সংস্থার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নানা ভাবে ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের আতঙ্ক যাচ্ছে না। টাকা ফেরত নিয়ে আতঙ্ক যে কতটা, তা এ বার টের পাওয়া গেল তেমনই এক সংস্থার কর্ণধারের আত্মহত্যার ঘটনায়। আত্মঘাতী হয়েছেন সারদার আরও এক আমানতকারীও। অব্যাহত বিক্ষোভ, ভাঙচুর। পরিস্থিতি মোকাবিলায় সিবিআইয়ের পরিবর্তে ‘চিট ফান্ড-দুর্নীতি’তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রামনগরে নিজের হোটেলের একটি ঘর থেকে পৈলান এলাকার একটি লগ্নি সংস্থার কর্ণধার অজিতলাল শীলের (৬২) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাঁ হাতের শিরাও কাটা ছিল। ওই ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। তাতে লেখা, ‘সারদা কাণ্ডের জেরে ব্যবসায় লোকসান হয়ে গিয়েছে। মানুষ আমার উপরে বিশ্বাস হারিয়েছেন। তাই নিরুপায় হয়ে এই পথ বেছে নিলাম’। |
আলিপুরদুয়ারে সারদা গোষ্ঠীর অফিসে তল্লাশি।—নিজস্ব চিত্র |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর, রায়চক, বেহালা ছাড়াও কয়েকটি জায়গায় হোটেল ব্যবসা চালাতেন অজিতবাবু। তা ছাড়া, পৈলান এলাকায় তিনি ‘অপরূপা ক্যাপিটাল’ নামে একটি সংস্থা খুলে গ্রামবাসীদের থেকে আমানত সংগ্রহ করতেন। পুলিশের অনুমান, লগ্নি কারবারের পাশাপাশি হোটেল ব্যবসাতেও লোকসান হচ্ছিল অজিতবাবুর। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজোরিয়া বলেন, “মৃত ব্যবসায়ী একটি চিটফান্ড চালাতেন। সারদা কাণ্ডের জেরে সেই ব্যবসা ভাল চলছিল না। এ জন্য তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।” এ নিয়ে অজিতবাবুর পরিবারের লোকজন কোনও কথা বলতে চাননি।
এ দিন ওই জেলারই জয়নগরের ঠাকুরচক এলাকার বাসিন্দা রঞ্জিত প্রামানিকেরও (২৬) ঝুলন্ত দেহ মেলে তাঁর ঘরে। তিনি একটি সেলুনে কাজ করে রোজ ৫০ টাকা পেতেন। এক মাত্র বোনের বিয়ে দেওয়ার জন্য ‘সারদা রিয়েলটি ইন্ডিয়া লিমিটেড’-এ তিন হাজার টাকা জমা রেখেছিলেন। কিন্তু সারদার অফিস বন্ধ হয়ে যাওয়ায় এবং এজেন্টের খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রঞ্জিত আত্মঘাতী হয়েছেন।
এ দিকে, নানা জেলায় প্রতারিত মানুষদের ক্ষোভ-বিক্ষোভ চলছেই। আমানত ফেরত এবং সংস্থার কর্তাদের কঠোর শাস্তির দাবিতে এ দিন কাটোয়ার মহকুমাশাসক এবং এসডিপিও-র দ্বারস্থ হন ‘সুরাহা মাইক্রো ফিনান্স’ নামে একটি লগ্নি সংস্থার এজেন্ট ও আমানতকারীদের একাংশ। ওই সংস্থার কাটোয়া শাখার অফিস পুজোর পর থেকে তালাবন্ধ। মহকুমাশাসক আর অর্জুন বলেন, “পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।” প্রায় একই দাবিতে স্বরূপনগরের চারঘাটে ‘সানমার্গ’ সংস্থায় ভাঙচুর চালায় এজেন্টরা। হলদিয়ার চৈতন্যপুরে ‘এটিএম গ্রুপ অব কোম্পানিজ’ সংস্থাটির তালাবন্ধ অফিসে ঢুকে ভাঙচুর-লুঠপাট চালান আমানতকারী ও এজেন্টরা। ঝাড়গ্রাম শহরে আবার এক আমানতকারীর অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার শাখা ম্যানেজার বিদ্যুৎ মাইতি-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক কোটি টাকা প্রতারণার অভিযোগে কুমারগ্রাম থানার কাম্যাখ্যাগুড়ি থেকে একটি লগ্নি সংস্থার শাখা ম্যানেজার পিঙ্কি সাহা রায়কে গ্রেফতার করা হয়। তিনি এক সময়ে সিপিএমের যুব সংগঠনের নেতৃত্বে ছিলেন। এ দিন আলিপুরদুয়ারে সারদা গোষ্ঠীর অফিস ‘সিল’ করে দেয় পুলিশ।
|