|
|
|
|
সারদা কাণ্ডের জেরে দু’জন আত্মঘাতী, আত্মহত্যার চেষ্টা |
নিজস্ব প্রতিবেদন |
সারদা কাণ্ডের জেরে বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্ট ও আমানতকারীদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক এখনও কমেনি। মঙ্গল ও বুধবার দু’জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যার চেষ্টা করেছেন আরও এক জন।
মুর্শিদাবাদের টেঁয়াতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন প্রতিমা দাস (৪২) নামে একটি লগ্নি সংস্থার এক এজেন্ট। মঙ্গলবার রাতে ওই জেলারই আজিমগঞ্জ স্টেশনের কাছে একটি লগ্নি সংস্থার আমানতকারী রবীনচন্দ্র মাহাতোর (৪৫) দেহ পাওয়া গিয়েছে। রবীনবাবুর স্ত্রী সুমিত্রাদেবীর দাবি, “ক’দিন ধরেই খুব উদ্বেগে ছিলেন। ওই দিন রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।” সুমিত্রাদেবী ১০ দিন আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
প্রতিমাদেবী ছিলেন এটিএম লগ্নি সংস্থার এজেন্ট। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ড জানাজানি হওয়ার পর থেকেই তাঁদের বাড়িতে এসে লগ্নি করা টাকা ফেরত চেয়েছিলেন অনেক আমানতকারী। প্রতিমাদেবী সেই চাপে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ১ মে এটিএম-এর কাটোয়া শাখা দফতরে গিয়ে তা বন্ধ দেখে আরও ভেঙে পড়েন প্রতিমাদেবী। ওই দিন রাতেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “লগ্নি সংস্থাগুলির বিপর্যয়ের কারণেই রবীনবাবু এবং প্রতিমাদেবী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে
মনে হচ্ছে।” এটিএম সংস্থার কাটোয়ার এক এজেন্ট দিলীপ মণ্ডল জানিয়েছেন, ১ মে বলেই ওই দিন কাটোয়ায় তাঁদের দফতর বন্ধ ছিল। বৃহস্পতিবার অবশ্য দফতর যথারীতি খোলা হয়েছিল। তিনি বলেন, “আমানতকারীরা চাইলে আমরা তাঁদের টাকা ফেরত দিয়ে দেব বলে জানিয়েছি। তাই প্রতিমাদেবী কেন ভয় পেয়ে আত্মহত্যা করবেন, তা বুঝতে পারছি না।” |
|
সারদা-কাণ্ডের প্রতিবাদে সিউড়িতে জেলা শাসকের দফতরের
সামনে কংগ্রেসের বিক্ষোভ। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র |
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়ায় অরুণ দাস নামে সারদা-র এক আমানতকারী আত্মহত্যার চেষ্টা করেন। পৈতৃক জমি বিক্রি করে ৪০ হাজার টাকা সারদা-য় জমা রেখেছিলেন পেশায় দিনমজুর অরুণবাবু। ভেবেছিলেন মেয়ের বিয়ে দেবেন ওই টাকায়। অরুণবাবুর স্ত্রী কল্পনা দাসের অভিযোগ, “স্থানীয় এক এজেন্টের আশ্বাসে টাকা রেখেছিলাম। তাঁর কাছে টাকা চাইতে গেলে তিনি হুমকি দেন।” এরপরেই হতাশায় বিষ খান অরুণবাবু। বৃহস্পতিবার কল্পনাদেবী সারদা-র কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ ওই এজেন্টের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় অভিযোগ করেছেন।
এই দিন দুপুরে একদল আমানতকারী পূর্ব মেদিনীপুরের মেচেদায় এমপিএস-এর কার্যালয়ের সামনে ভাঙচুর করেন। কাঁথির শেরপুরে টাওয়ার ইনফোটেক লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার অফিসে আমানতকারীরা ভিড় করলে এক সঙ্গে এত জনকে টাকা ফেরত দেওয়া সম্ভব নয় জানিয়ে কর্মীরা অফিস বন্ধ করে দেন। তখন আমানতকারীরা ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহরমপুরে র্যামেল সংস্থার দফতরে তালা ঝুলতে দেখেও বিক্ষোভ শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
দুর্গাপুরে রোজ ভ্যালী অফিসের বাইরে বিক্ষোভ দেখান আমানতকারীরা। এজেন্টরা চড়াও হন সাংবাদিকদের উপর। পরে রোজ ভ্যালী-র আধিকারিকরা বাইরে বেরিয়ে আসেন। আসে পুলিশও। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার দুপুরে উত্তরবঙ্গের পুরুষোত্তম ফিনান্স লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার কর্তা কল্যাণীতে গোল্ডেন পরিবার নামে অন্য একটি লগ্নি সংস্থার কার্যালয়ে লুকিয়ে রয়েছেন বলে খবর ছড়ায়। পুরুষোত্তম ফিনান্সের আমানতকারীরা ওই কার্যালয় ভাঙচুর করেন। পুরুষোত্তম সংস্থার কর্তাকে মারধরও করা হয়। হেনস্থা করা হয় গোল্ডেন পরিবার সংস্থার কর্তাকেও। তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে।
সারদা কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার সিউড়িতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। টাকা ফেরত ও নিরাপত্তার দাবিতে রামপুরহাট মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন গ্রাহক ও এজেন্টরা। ক্যানিংয়ে সান্মার্গ দফতর থেকে নথিপত্র সরানো হচ্ছে অভিযোগে জুনিয়র এজেন্টরা কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এই দিন। |
|
|
|
|
|