নিশানা এ বার মার্কিন প্রেসিডেন্ট। বস্টন ম্যারাথনে বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যেই বারাক ওবামাকে পাঠানো চিঠির খামে মিলল ‘রাইসিন’ বিষ।
হোয়াইট হাউসের ঠিকানায় আসা যাবতীয় চিঠি ও পার্সেল আগে পরীক্ষা করে সিক্রেট সার্ভিস। যে সব চিঠিপত্র আরও এক দফা পরীক্ষা করা দরকার বলে মনে করা হয়, সেগুলি পাঠানো হয় হোয়াইট হাউস থেকে দূরে বিশেষ অফিসে। এফবিআই জানাচ্ছে, দানাদার পদার্থ ভরা খামটিকেও ওই অফিসে পাঠানো হয়েছিল। আজ সকালে প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, সন্দেহজনক পদার্থটি আসলে রাইসিন। সঙ্গে সঙ্গেই খামটিকে আলাদা করে দেওয়া হয়। গোটা বিষয়টি প্রেসিডেন্টকে জানানো হয়েছে।
বস্টন বিস্ফোরণে আজই কিছু সূত্র পেয়েছে এফবিআই। ম্যারাথনের সময় তোলা ভিডিও থেকে চিহ্নিত হয়েছে এক সন্দেহভাজন। ঘটনাস্থলে পাওয়া ভাঙা প্রেসার কুকারের টুকরো থেকেও চলছে সূত্র-সন্ধান। তবে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, বিষ-চিঠির সঙ্গে বস্টন বিস্ফোরণের যোগ নেই। বিস্ফোরণের পর এমনিতেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল হোয়াইট হাউসের। চিঠি-কাণ্ডে সূত্র খুঁজতে মার্কিন ক্যাপিটল পুলিশ এবং এফবিআইয়ের সঙ্গে তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।
প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন সেনেটর রজার উইকার একই রকম বিষ-ভরা চিঠি পেয়েছেন। গোয়েন্দারা বলছেন, সেই চিঠিটি এসেছে টেনেসি থেকে। কিন্তু প্রেরকের খোঁজ মেলেনি। আর এক সেনেটর কার্ল লেভিন জানান, তাঁর মিশিগানের অফিসেও একটি সন্দেহজনক চিঠি এসেছে। তাঁর অফিসের কর্মীরা সেটি নিরাপত্তা অফিসারদের জানিয়েছেন। ওই চিঠিতে কী রয়েছে, জানা যায়নি। তবে সব সেনেট সদস্যকেই সাবধানে থাকতে বলেছে হোয়াইট হাউস। |