কথা হবে কাবুল নিয়ে: ব্রহ্মপুত্র নিয়ে প্রস্তাব খারিজ করল চিন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মতপার্থক্যকে সরিয়ে চিনের সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনা শুরু করছে ভারত। তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে তিনটি বাঁধ তৈরি করছে চিন। এ নিয়ে আলোচনা ও তথ্য বিনিময়ের নয়া ব্যবস্থা গড়ার প্রস্তাব দেয় দিল্লি। বেজিং তা খারিজ করেছে বলে বুধবার বিদেশ মন্ত্রক জানায়। তবে কাবুল নিয়ে বেজিংয়ের নয়া নেতৃত্বের সঙ্গে আলোচনায় আঁচ পড়ছে না এতে। ২০ এপ্রিল দু’দেশের বিদেশসচিব পর্যায়ে বৈঠক হবে চিনে। ২০১৪ সালে মার্কিন সেনা সরে যাওয়ার পর কাবুলের পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গেই আলোচনা শুরু করেছে দিল্লি। বেজিংয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা এই প্রথম। সম্প্রতি আফগানিস্তানে তেল উত্তলনের ব্লক তৈরির পর বাণিজ্যিক ভাবে কাবুল লোভনীয় হয়ে উঠেছে বেজিংয়ের কাছেও। দেশটির পুনর্গঠনে দিল্লির বড় ভূমিকা থাকলেও বেজিং মনে করে, এ ক্ষেত্রে পাকিস্তানের বড় ভূমিকা থাকবে। তবে কেউই চাইছে না দেশটি ফের তালিবানি জমানায় ফিরুক। ফলে আফাগানিস্তান প্রশ্নে পরস্পরকে পাশে পাওয়া ভারত ও চিন, উভয়ের পক্ষেই জরুরি। আগামী মাসে চিনের নতুন প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার কথা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে শীর্ষ বৈঠকেও তাই গুরুত্ব পেতে চলেছে আঞ্চলিক বাণিজ্য এবং নিরাপত্তার প্রশ্নগুলি। |
গোলাম আজমের শাস্তি ঘোষণা যে কোনও দিন
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
মানবতাবিরোধী অপরাধের জন্য জামাতে ইসলামির আরও দুই শীর্ষ নেতার বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়েছে। যে কোনও দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। একাত্তরে পাক সেনার সাহায্যে গণহত্যা, লুঠপাট, ধর্ষণে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে জামাতের তৎকালীন আমির গোলাম আজমের বিরুদ্ধে। একই অভিযোগ দলের আর এক নেতা মুহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গোলাম আজম পাকিস্তানে আশ্রয় নেয়। মুজিবর রহমানের হত্যাকাণ্ডের পরে সেনাশাসক জিয়াউর রহমান তাঁকে দেশে ফেরান। ১৯৯১-এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেন। গত বছর ১১ এপ্রিল আজমকে গ্রেফতার করা হয়। এ দিন শুনানি শেষ হয়েছে ঐতিহাসিক জেল হত্যা মামলারও। ১৯৭৫-এর ১৫ অগস্ট রাষ্ট্রপতি মুজিবর রহমানকে হত্যার পরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ-সহ চার নেতাকে বন্দি করা হয়। ৩ নভেম্বর জেলের মধ্যেই তাঁদের গুলি করে মারা হয়। ২০০৪-এ মামলার রায়ে অনেকে রেহাই পান। বর্তমান সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়। ৩০ এপ্রিল রায়ের দিন ঘোষণা হবে। |
বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে ইরানের সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে নিজেদের উদ্বেগ প্রকাশ করলেন নয়াদিল্লিতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত আলোন উসপিজ। গতবছর ফেব্রুয়ারি মাসে ইজরায়েল দূতাবাসে হামলার ঘটনার প্রসঙ্গ তুলে রাজনাথের কাছে বিষয়টি সংসদে তোলার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি কৃষি এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে কীভাবে ভারতের পাশে থাকতে পারে ইজরায়েলতা নিয়েও কথা হয়েছে দু’তরফের মধ্যে। |