|
|
|
|
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন মর্গ্যান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্তে অটল থাকবেন, না ফের সামনের মরসুমে কোচিং করাবেন চিডি-মেহতাবদের? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ট্রেভর জেমস মর্গ্যান। এক সপ্তাহ ধরে স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে ফের যোগ দেবেন দলের সঙ্গে।
ইস্টবেঙ্গল ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য মঙ্গলবার রাতে আলোচনায় বসেছিলেন সাহেব কোচের সঙ্গে। কোচের ‘পরিবার’ নিয়ে অনড় মনোভাব দেখে সন্তোষবাবুই দলের কোচকে প্রস্তাব দেন অস্ট্রেলিয়ায় গিয়ে কয়েক দিন ঘুরে আসতে। বুধবার তিনি বললেন, “কোচ বারবার বলছেন হোমসিক হয়ে পড়েছেন। সে জন্যই ছাড়তে চাইছেন আমাদের টিমের কোচের পদ। আমি বললাম ঠিক আছে। অস্ট্রেলিয়া ঘুরে আসুন। মনটা যদি বদলায়। কোচ যাচ্ছেন। দেখি তারপর কী হয়?”
রবিবার আই লিগে স্পোর্টিং ক্লুবের সঙ্গে চিডি-পেনদের ম্যাচ। যুবভারতীতে ওই ম্যাচ খেলেই পার্থে নিজের বাড়িতে চলে যাবেন লাল-হলুদ কোচ। সেখান থেকে সরাসরি মালয়েশিয়ায় যোগ দেবেন এ এফ সি কাপ খেলতে যাওয়া দলের সঙ্গে। সেলেঙ্গার এফ সি-র সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ ২৩ এপ্রিল। মর্গ্যানের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ২০ বা ২১ তারিখ। ক্লাব সূত্রের খবর, অনুশীলনে কী করাতে হবে তা রঞ্জন চৌধুরী-অতনু ভট্টাচাযর্দের বলে দিয়ে যাবেন তিনি। কিন্তু তাতে কি বদলাবে ব্রিট্রিশ কোচের মনোভাব? সন্তোষবাবু বললেন, “আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করব। আগের বারও তো ওঁকে রেখে দিয়েছিলাম। তবে এ বার উনি যে কথা বলছেন সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। কাজটা একটু কঠিনই মনে হচ্ছে। দেখি উনি অস্ট্রেলিয়া থেকে এসে কী বলেন?”
ফুটবল সচিব চেষ্টা করলেও ইস্টবেঙ্গলে কিন্তু জোর গুঞ্জন মর্গ্যানের সঙ্গে সিঙ্গাপুরের একটি ক্লাবের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্বে। মর্গ্যান অবশ্য এই গুঞ্জনকে গুরুত্বই দিচ্ছেন না। বারবার বলছেন, “টাকা-পয়সা কোনও ব্যাপার নয়। বহু দিন পরিবার থেকে দূরে আছি। সে জন্যই দেশে ফিরে যেতে চাই।”
ক্লাব কর্তাদের একটি বড় অংশ অবশ্য প্রকাশ্যে মিডিয়ার সামনে মর্গ্যান যেভাবে লাল-হলুদ কোচিং ছাড়ার কথা ঘোষণা করেছেন তা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। সচিব কল্যাণ মজুমদার বলছিলেন, “উনি যে সময় ক্লাব ছাড়ার কথা বলেছেন, সে সময় দু’টো টুর্নামেন্টে টিম ভাল জায়গায় আছে। এতে টিমের উপর প্রভাব পড়তে পারেই।” ক্লাব সূত্রের খবর, ফুটবল সচিবকে মাসখানেক আগেই ভিয়েতনামের হোটেলে বসে ইস্টবেঙ্গলে পরের বার কোচিং করাবেন না জানিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু টিমের ক্ষতি হবে তাই তা প্রকাশ্যে আনেননি ক্লাব কর্তারা। সন্তোষবাবু বললেন, “আমাকে উনি বলেছিলেন ঠিকই। ভেবেছিলাম মরসুমের শেষের দিকে আলোচনায় বসব।” ইস্টবেঙ্গলের অনুশীলন ফের শুক্রবার থেকে। চিডিদের সঙ্গে দু’দিন ছুটি নিয়েছেন মর্গ্যানও। কিন্তু তাঁর লাল-হলুদ ছেড়ে যাওয়া নিয়ে আলোচনা কিন্তু থেমে নেই।
|
পুরনো খবর: মর্গ্যানের পা ধরে ভক্তদের আর্তি, ছেড়ে যাবেন না |
|
|
|
|
|