টুকরো খবর |
মেট্রো চ্যানেল তৃণমূলকে দিলে মামলা করবে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা |
ভবিষ্যতে মেট্রো চ্যানেলে শাসক দলকে সভা করার অনুমতি দেওয়া হলে কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা করার হুমকি দিল রাজ্য বিজেপি। তাদের দাবি, মঙ্গলবার মেট্রো চ্যানেলে তৃণমূল পুলিশের অনুমতি ছাড়াই সভা করে। বিজেপি-র অভিযোগ, তারা ১৮ এপ্রিল মেট্রো চ্যানেলে সভা করার জন্য পুলিশের অনুমতি চেয়েও পায়নি। অথচ মঙ্গলবার শাসক দল তৃণমূল সেখানেই সভা করেছে। এই প্রেক্ষিতে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ শুক্রবার বলেন, “মঙ্গলবার এবং আগেও তৃণমূল মেট্রো চ্যানেলে বহু সভা করেছে। কোনও বিরোধী দল সেখানে সভা করতে পারে না। ভবিষ্যতে এই ঘটনা ফের ঘটলে আমরা কলকাতা পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে মামলা করব।” গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত কলকাতা সফর নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, ৯ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোদীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু প্রথমে স্টেডিয়াম কর্তৃপক্ষ ওই দিন স্টেডিয়াম ফাঁকা আছে বললেও পরে উল্টো কথা বলেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেও লাভ হয়নি। রাহুলবাবুর কথায়, “আসলে গুজরাত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যথা দিচ্ছে। গুজরাতের মুখ্যমন্ত্রী বড় কোনও হলে নাগরিক সংবর্ধনা পেলে পশ্চিমবঙ্গ যে প্রদীপের আলোর নীচে অন্ধকারেও নেই, স্পষ্ট হয়ে যাবে। তাই মুখ্যমন্ত্রীর এই অসৌজন্য।” মহাজাতি সদনে মোদী দলের কার্যকর্তা সম্মেলন করবেন। রাজ্য বিজেপি-র তরফে মোদীকে স্বামী বিবেকানন্দের ছবি বা মূর্তি ও ধুতি-পাঞ্জাবি উপহার দেওয়া হবে।
|
ধাপায় বস্তি পুড়ে ছাই, যুবক জখম |
মহেশতলার পরে আবার আগুনের গ্রাসে বস্তি। এ বার ধাপা মাঠপুকুরে। শুক্রবার রাতে ওই এলাকার মথুরবাবু লেনের একটি বস্তিতে আগুন লাগে। দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। দাউ দাউ করে নিজেদের ঘর জ্বলতে দেখে হাহুতাশ করা ছাড়া কার্যত আর কিছুই করার ছিল না সুশীলাদেবী, রামবরণ রামেদের। দমকল আসার আগে বাসিন্দারা পাশের খাল থেকে বালতি ভরে জল এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নেভাতে গিয়ে অজয় ভুঁইয়া নামে এক যুবক জখম হন। বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার অনেক পরে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। রাতেই ওই বস্তিতে যান দমকলমন্ত্রী জাভেদ খান, মেয়র শোভন চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক পরেশ পাল-সহ তৃণমূল নেতারা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে আজ, শনিবার দমকল ও পুলিশের যৌথ তদন্তকারী দল গড়া হবে বলে জানান দমকলমন্ত্রী। তিনি বলেন, “আগুনে ৩৪টি ঘর পুড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, গৃহহারাদের অবিলম্বে খাবার ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ত্রিপল, খাবার ও জলের ব্যবস্থা হয়েছে। ঘরের ব্যবস্থাও হবে।” ঘিঞ্জি ঘরে রান্না করতে গিয়ে আগুন লেগে থাকতে পারে বলে জানান জাভেদ। তবে এর পিছনে কোনও ষড়যন্ত্র কাজ করেছে কি না, তা জানতে তদন্তের কথা বলেছেন মেয়র। মন্ত্রী ও মেয়র ৩৪টি বাড়ি পুড়েছে বলে জানালেও দমকল ও প্রশাসনের দাবি, পোড়া বাড়ির সংখ্যা ২৮।
|
শ্রমিক-মৃত্যুতে খুনের অভিযোগ |
|
কেশব সেন স্ট্রিটে বাড়ির ভগ্নস্তূপ থেকে শ্রমিকের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ উঠল। পুলিশ জানায়, ওই বাড়ি ভাঙার ঠিকাদার প্রবীর মণ্ডল বৃহস্পতিবার রাতে আমহার্স্ট স্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার পর থেকে পলাতক এক শ্রমিকের খোঁজ চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কেশব সেন স্ট্রিটের একটি ঘুপচি বাড়ির ভগ্নস্তূপ থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, মৃতের নাম নিয়ামত মোল্লা। বাড়ি মিনাখাঁয়। প্রাথমিক ভাবে বাড়ি ভাঙার সময়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মনে হলেও পরে নিয়ামতের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মেলে। তার প্রেক্ষিতেই খুনের অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। নিয়ামতের গলা থেকে তাঁর সোনার হার উধাও বলেও তিনি পুলিশকে জানান। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই কেশব সেন স্ট্রিটের ওই বাড়িটি ভাঙার কাজ চলছিল। মোট ছ’জন শ্রমিক বাড়ি ভাঙার কাজে নিযুক্ত ছিলেন। এঁদের মধ্যে নিয়ামত মোল্লা-সহ পলাতক শ্রমিক ওই বাড়ির একতলার একটি ঘরে থাকতেন বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, বাকি চার জন শ্রমিক দৈনিক মজুরিতে কাজ করতেন। তদন্তকারীদের দাবি, বুধবার ওই চার জন কাজ শেষ করে চলে গেলেও নিয়ামত ও আর এক জন শ্রমিক থেকে গিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান, বুধবার রাতেই খুন করা হয় নিয়ামতকে।
পুরনো খবর: দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের
|
ছাত্রী-মৃত্যুর তদন্ত দাবি |
রূপকলা কেন্দ্রের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে অভিযোগ দায়ের করল তাঁর পরিবার। শুক্রবার বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। ২৬ মার্চ রূপকলা কেন্দ্রে একটি শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় ত্রিপর্ণা নাগ নামে ওই ছাত্রীকে উদ্ধার করে সতীর্থরা হাসপাতালে ভর্তি করেছিল। বুধবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার তাঁর বাবা তপন নাগ বলেন, “কী ভাবে মেয়ে মারা গেল, জানতে পারলাম না। পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন।” কানাই ধর লেনের বাসিন্দা ত্রিপর্ণার প্রতিবেশিদের বক্তব্য, সকলে এই ঘটনাকে আত্মহত্যা বলছে। কিন্তু কেন? পুলিশ সূত্রে খবর, কয়েকটি সূত্র মিলেছে। এ দিকে, রূপকলা-কর্তৃপক্ষ বা ত্রিপর্ণার সতীর্থেরা মুখে কুলুপ এঁটেছেন। ত্রিপর্ণার বাবা তপনবাবু বলেন, “শুনলাম, রূপকলা-কর্তৃপক্ষের একজন জানিয়েছেন, আমার মেয়ে তিন দিন ধরে তুঁতে নিয়ে ঘুরছিল। জানা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের কেন খবর দিলেন না?” রূপকলা-কর্তৃপক্ষের তরফে অবশ্য তপনবাবুর অভিযোগের কোনও জবাব মেলেনি।
পুরনো খবর: রূপকলা কেন্দ্রের ছাত্রীর অপমৃত্যু ঘিরে রহস্য |
মুন্নার বরোয় চেয়ারম্যান প্রার্থী নতুন |
কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো ছাড়া তৃণমূল শাসিত বাকি ১৩টি বরোতে চেয়ারম্যান পদে প্রার্থী বদল হবে না। ওই সব বরোর বর্তমান চেয়ারম্যানরাই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার তৃণমূল বোর্ড সূত্রে এ খবর মিলেছে। পুরসভায় মোট ১৫টি বরো। এর মধ্যে তিন নম্বর বরো ছাড়া বাকি সবক’টি বরো তৃণমূলের দখলে। পুর সূত্রের খবর, এক বছর কার্যকালের বরোগুলির মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ। আগামী ৯ এপ্রিল থেকে বরোর চেয়ারম্যান পদে নির্বাচন শুরু হচ্ছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “একমাত্র ১৫ নম্বর বাদে বাকি ১৩টি বরোর বর্তমান চেয়ারম্যানরাই ফের প্রার্থী হবেন।” এ বারের বরো নির্বাচনে সকলের নজর ৭ নম্বর বরোতে। ওই বরোর চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য ফের নির্বাচিত হবেন কি না তা নিয়ে সংশয়ে পুরবোর্ড। ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও খুনের মামলায় পুলিশ হেফাজতে। পুরসভার এক পদস্থ অফিসার বলেন, “ওই বরোয় ৯টি ওয়ার্ড। তার মধ্যে ৫টি তৃণমূলের ও ৪টি বামেদের দখলে। শম্ভুনাথ কাও ভোট দিতে না পারলে টসের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবে।” তিনি জানান, ৯ এপ্রিল থেকে বরোর নির্বাচন শুরু হলে হিসেব মতো ২০ তারিখের আগেই ৭ নম্বর বরোর নির্বাচন হওয়া উচিত ছিল। কিন্তু শম্ভুনাথ কাওয়ের কথা ভেবেই ওই বরোর নির্বাচন একেবারে শেষ দিন অর্থাৎ ২৯ এপ্রিল করা হয়েছে।
পুরনো খবর: আমাকে জঙ্গি সেলে রেখেছে স্যার, আর্তনাদ মুন্নার
|
লক-আপে মার, নালিশ কমিশনে |
শিয়ালদহ আদালতের লক-আপে অভিষেক মুখোপাধ্যায়-সহ কয়েক জন মাওবাদী বন্দিকে তাঁদের অভিভাবকদের সামনেই পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। এর বিচার চেয়ে অভিভাবকদের নিয়ে শুক্রবার রাজ্য মানবাধিকার কমিশনে দরবার করে মানবাধিকার সংগঠন এপিডিআর। কমিশনের দুই সদস্য, বিচারপতি নারায়ণচন্দ্র শীল ও সৌরীন রায় তাঁদের অভিযোগ খতিয়ে দেখেন। পরে তাঁরা কলকাতার সিপি-কে নির্দেশ দেন, কোনও পুলিশকর্তাকে দিয়ে এই অভিযোগের তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে হবে।
|
বৃদ্ধা উদ্ধার |
গড়িয়াহাটের ফার্ন রোডে একটি ঘরের দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার নাম স্বপ্না চট্টোপাধ্যায়। বাড়িতে তিনি একাই থাকেন। শুক্রবার সকাল থেকে পড়শিরা দেখেন, স্বপ্নাদেবীর বাড়ির জানলা-দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না-পেয়ে তাঁরা গড়িয়াহাট থানায় খবর দেন। দমকল গিয়ে স্বপ্নাদেবীকে উদ্ধার করে। তিনি হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, বৃদ্ধার ছেলে চাকরি সূত্রে বাইরে থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।
|
অস্ত্র-সহ ধৃত |
দক্ষিণেশ্বরে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রাজা দত্ত। তার নামে বিভিন্ন থানায় একাধিক খুনের অভিযোগ আছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বরে মেট্রো রেলের এলাকায় একটি কালো গাড়িকে দ্রুত যেতে দেখে টহলদার পুলিশ আটকায়। গাড়িতে মেলে একটি ওয়ানশটার।
|
পোড়া টাকা |
মহেশতলা থানার ১৬বিঘা বস্তি এলাকায় একটি পুকুরে মিলল পোড়া টাকা। মাসখানেক আগে ওই এলাকার শ’তিনেক ঝুপড়ি আগুনে পুড়ে গিয়েছিল। শুক্রবার সেখানকার পুকুরে একটি লোহার ট্রাঙ্ক পান এক মহিলা। সেই ট্রাঙ্কেই পোড়া টাকা ছিল। |
|