গাড়ির সামনের ভাঙা কাচের সূত্র ধরেই ঘাতক ১০ চাকার ট্রাকের চালককে গ্রেফতার করল পুলিশ।
বুধবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায় ওই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ফরজানা আলমের স্বামী আব্দুল মোমিন। বৃহস্পতিবার গভীর রাতে ধূলাগড় ট্রাক টার্মিনালের কাছ থেকে সেটির চালক গ্রেফতার হয়। ধৃত সন্তোষ যাদবকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, আব্দুল মোমিনের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পরে পালানোর সময়ে পথে ফের আইন ভেঙে পুলিশের নজরে পড়ে ট্রাকটি। বুধবার সন্ধ্যায় বাইপাসে পরমা আইল্যান্ডের কাছে একটি দশ চাকার ট্রাকটি সিগন্যাল ভেঙে বেপরোয়া ভাবে পার্ক সার্কাসের দিকে যেতে দেখে পুলিশকর্মীরা সেটিকে আটকান এবং ট্রাফিক আইন অনুযায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। |
এর পরে বৃহস্পতিবার সকালে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি জানতে পারেন, বাসন্তী হাইওয়েতে একটি দশ চাকার ট্রাক ওই সন্ধ্যাতেই এক জনকে ধাক্কা মেরেছে। তিলজলা ট্রাফিক গার্ডের ওসি যোগাযোগ করেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার সঙ্গে। তিনি আইন ভাঙা ট্রাকটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানাকে। একটি তথ্য ছিল, ট্রাকটির সামনের কাচ ভাঙা। তখনই পুলিশ জানতে পারে, দু’টি ঘটনা ঘটিয়েছে একই ট্রাক এবং সেটি আছে ধূলাগড়ে। তার পরেই গ্রেফতার করা হয় চালককে। পুলিশের এক কর্তা জানান, বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা চড়াও হয় ওই ট্রাকটির উপরে। তখনই সেটির সামনের কাচ ভাঙা হয়।
এ দিকে, বৃহস্পতিবার রাতে ডেপুটি মেয়র থানায় গিয়ে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জানান। এটি নিছক দুর্ঘটনা, না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে— তা খতিয়ে দেখার জন্য তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা দায়ের করে পুলিশ। সন্তোষকে খুনের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|