টুকরো খবর
গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মাঠপুকুর
খুনের অভিযোগে তৃণমূল কাউন্সিলর শম্ভু কাও এখনও এলাকা ছাড়া। তা সত্ত্বেও দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মাঠপুকুর। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার থেকে ৫৮ নম্বর ওয়ার্ডের হাটগাছা ও ঢিপি এলাকার দখলদারি নিয়ে কাও অনুগামী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পিকেট বসে। বৃহস্পতিবারও হাটগাছায় সংঘর্ষ হয়। পুলিশ সূত্র জানাচ্ছে, শম্ভুর অনুপস্থিতিতে বিরোধী গোষ্ঠী ক্রমশ সক্রিয় হচ্ছে। অভিযোগ, বিরোধী গোষ্ঠীর কর্মীরা শম্ভুর তোলাবাজির ‘সাম্রাজ্য’ দখলের চেষ্টা করছে। পুলিশকর্তাদের দাবি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ওই সব এলাকায় কড়া পুলিশি নজরদারি চলছে। বৃহস্পতিবার রাতেও কালিকাপুরে শম্ভুর খোঁজে কিছু জায়গায় হানা দেয় পুলিশ। দিনে ওই এলাকায় শম্ভুকে দেখা গেলেও রাতে কোনও হদিস পায়নি পুলিশ।

বাড়িতে মহিলার ঝুলন্ত দেহ
ফুলবাগানের উমেশচন্দ্র ব্যানার্জি রোডের একটি বাড়িতে এক মহিলার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম সুমিত্রা সাহা (৪৫)। তাঁর স্বামী শঙ্কর সাহা দু’বছর আগে মারা যান। ছেলে সনতের সঙ্গে শিয়ালদহে বইয়ের দোকান চালাতেন সুমিত্রাদেবী। সনৎ শুক্রবার সকালে মায়ের ঝুলন্ত দেহ দেখে থানায় খবর দেন। কোনও ‘সুইসাইড নোট’ মেলেনি। বৃহস্পতিবার যাদবপুরের গাঁধী কলোনিতে পার্থ বিশ্বাস (৪০) নামে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পার্থবাবুর স্ত্রী রাত ৮টা নাগাদ বাপের বাড়ি থেকে ফিরে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। কারও সাড়া না-পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। পুলিশ গিয়ে বাড়ির ভিতর থেকে পার্থবাবুর মৃতদেহ উদ্ধার করে।

সম্পত্তি-বিবাদে ভাইয়ের হাতে খুন
গরফা থানা এলাকায় জমি-বাড়ি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ যাদবগড়ের একটি বাড়িতে জমি-বাড়ি ভাগাভাগি নিয়ে বিবাদ বাধে। ভাই ধারালো অস্ত্র দিয়ে দাদার গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দাদাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা যান। ঘটনার পরে তাঁর ভাই পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

লরি-স্কুটার সংঘর্ষে প্রৌঢ়ের মৃত্যু
ছেলের স্কুটারের পিছনে বসে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল বাবার। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম অসিতকুমার মণ্ডল (৫৫)। তিনি সালকিয়ার বাসিন্দা। তিনি ছেলের স্কুটারে কামারহাটির দিকে যাচ্ছিলেন। বেলঘরিয়ার ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি লরি পিছন থেকে স্কুটারে ধাক্কা মারে। অসিতবাবু ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছেলের অল্প চোট লাগে। অন্য দিকে পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুতে লরির সঙ্গে সব্জি বোঝাই গাড়ির সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

কার্ড জালিয়াতি, ধৃত
কিছু দিন ধরেই অন্য দেশের একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অর্ডার যাচ্ছিল। ক্রেডিট কার্ডের আসল গ্রাহক ব্যাঙ্কে অভিযোগ জানান। তার ভিত্তিতেই ওই বিদেশি ব্যাঙ্কের মধ্যস্থতাকারী একটি ভারতীয় ব্যাঙ্ক পুলিশে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে বরাহনগর থেকে গ্রেফতার হল তিন যুবক। ধৃতদের নাম অমিতকুমার পাণ্ডে, ওমপ্রকাশ পাণ্ডে ও আকাশ গৌতম। পুলিশ জানায়, ধৃতদের এক জন তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, ওই যুবকেরা এক বিদেশি নাগরিকের ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে অনলাইনে বিল মেটাত। নির্দিষ্ট বাড়ির বদলে বিভিন্ন রাস্তার মোড়ে খাবার নিত। এই চক্রে আরও কয়েক জন জড়িত বলে সন্দেহ।

ওসি চললেন এভারেস্ট
পেশায় থানার ওসি। নেশা পর্বতারোহণ। সেই নেশার টানেই এ বার এভারেস্ট-শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগোচ্ছেন শ্যামপুকুর থানার ওসি উজ্জ্বল রায়। এ মাসের শেষে শহর ছাড়ছেন উজ্জ্বলবাবু। সঙ্গে যাবেন পর্বতারোহী দেবদাস নন্দী, মণিদীপা দত্ত। উজ্জ্বলবাবু বলেন, “আবহাওয়া অনুকূল থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই এভারেস্টে পৌঁছে যেতে পারি। পর্বতশৃঙ্গের দক্ষিণের খাঁজ ধরে এগোবো। দিনে বরফ গলার আশঙ্কা থাকায় রাতেই অভিযান চলবে।” ছ’হাজার মিটারের বেশি উচ্চতার আরও বেশ কিছু শৃঙ্গে এর আগেও চড়েছেন তিনি।

খুনের চেষ্টা, ধৃত
বেনিয়াপুকুরের হাড্ডিবাগানে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ১৭ মার্চ হাড্ডিবাগানে এক যুবককে চপার দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরেই অভিযুক্তেরা চম্পট দেয়।

গাঁজা-সহ ধৃত তরুণী
গাঁজা-সহ এক তরুণী গ্রেফতার হল। বৃহস্পতিবার, শিয়ালদহের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে। পুলিশ জানায়, পিঙ্কি দাস নামে বছর উনিশের ওই তরুণী ঘুটিয়ারি শরিফের বাসিন্দা। তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা মিলেছে। ওই গাঁজার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহিলার অপমৃত্যু
গিরিশ পার্ক এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম অনুরাধা দাস (৪৫)। বাড়ি স্থানীয় তারক প্রামাণিক রোডে। শুক্রবার বিকেলে নিজেরই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.