টুকরো খবর |
অনশন মঞ্চ থেকে ফের বন্দি চানু |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিয়ম মতোই কারামুক্ত হওয়ার একদিন পরে ফের জেল হাজতে নিয়ে যাওয়া হল ইরম শর্মিলা চানুকে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে, এক বছরের মেয়াদ শেষে চানু ১২ মার্চ মুক্তি পেয়েছিলেন। জওহরলাল নেহরু হাসপাতাল থেকে চানু সোজা সমর্থকদের সঙ্গে শর্মিলা কানবা লুপের অনশনমঞ্চে যান। আফস্পা প্রত্যাহারের দাবিতে ২০০০ সাল থেকে তাঁর অনশন চলছে। ৩০৯ ধারায়, প্রতিবার তাঁকে এক বছরের জন্য গ্রেফতার করা হয়। এ বারে মুক্তি পেয়েও চানু অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গত কাল রাত ৭টা নাগাদ পরমপত থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই নিয়ে ১২ বার গ্রেফতার হলেন তিনি। জওহরলাল নেহরু হাসপাতালের একতলার চেনা ওয়ার্ডেই ফের এক বছরের বন্দি জীবন শুরু। আজ চানুর জন্মদিন। ৪১ বছরে পা দেওয়া নেত্রীর জন্য গত কাল থেকে অনেকেই বিভিন্ন উপহার নিয়ে আসছেন। কিন্তু চানু বলেন, “যতদিন দাবি পূরণ না হচ্ছে আমি কোনও উপহার নিতে অপারগ।” চানুর ভাই সিংহজিৎ বলেন, “এতদিনের সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে কেন্দ্র ও রাজ্য অন্তত সাময়িকভাবে আফস্পা প্রত্যাহার করতে পারে।”
গতকালের খবর: ছাড়া পেয়েই ফের অনশনে শর্মিলা চানু
|
হায়দরাবাদ বিস্ফোরণে জেরা মুঙ্গেরের ৮ জনকে |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
হায়দরাবাদের দিলসুখ নগর বিস্ফোরণের জেরে গত কাল মুঙ্গের থেকে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। পরে তাদের দু’জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছ’জনকে এখনও জেরা করা হচ্ছে। যদিও বিহার পুলিশের দাবি ওই ছ’জনকে আটক বা গ্রেফতার এখনও পর্যন্ত করা হয়নি। বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার এক সন্দেহজনক সন্ত্রাসবাদী মুঙ্গের থেকে কেনা একটি সিমের সাহায্যে হায়দরাবাদ বিস্ফোরণের ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ রাখত। ওই ফোনের কথাবার্তার ভিত্তিতেই মুঙ্গেরের চৌরামা গ্রামের কয়েকজনের নাম এনআইএ-র হাতে আসে। তার ভিত্তিতেই গত কাল সন্ধ্যায় এনআইএ তদন্তকারীরা মুঙ্গেরের এই গ্রাম ও তার আশপাশ থেকে আটজনকে জেরা শুরু করে। মুঙ্গেরের ডিআইজি অনিল যাদব বলেন, কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
পুরনো খবর: ১৪ মিনিটে ৩ বার কাঁপল দিলসুখনগর, নিহত ১৩
|
বিধায়কের উপরে দুষ্কৃতী হামলা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিধায়কের উপর হামলা চালাল সশস্ত্র বন্দুকবাজের দল। দেহরক্ষীদের পাল্টা গুলিতে শেষ অবধি দুষ্কৃতীরা পিছু হঠে। বিধায়ক প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব গারো হিল জেলায়। পুলিশ জানায়, রংগারার নির্দল বিধায়ক রোফুল এস মারাক গত কাল সপরিবারে শিলং থেকে তুরা ফিরছিলেন। সঙ্গে ছিলেন দুই দেহরক্ষী। ডায়নাডুবি এলাকায় ৬২ নম্বর জাতীয় সড়কের উপরে জংলা পোশাক পরিহিত তিন বন্দুকবাজ বিধায়কের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বিধায়কের দুই দেহরক্ষী তৎপরতার সঙ্গে প্রতি আক্রমণ চালান। দু’পক্ষে কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর এক আক্রমণকারী জখম হলে জঙ্গিরা পিছু হঠে। বিধায়ক ও তাঁর পরিবার অক্ষত আছেন। আক্রমণকারীরা ডাকাত না গারো জঙ্গি— সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।
|
তিন দুর্ঘটনা, মৃত ৬ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তিনটি পৃথক দুর্ঘটনায় রাজ্যে ৬ ব্যক্তির মৃত্যু হল। জখমের সংখ্যা ১০। পুলিশ জানায়, গত কাল বিকেলে লখিমপুরের দিক থেকে আসা একটি বাস একটি অটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটোচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। জখম হন নয় বাসযাত্রী। ঘটনার পরে, যাত্রীদের নামিয়ে স্থানীয় বাসিন্দারা বাসটি ভাঙচুর করে। দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে। পাশাপাশি, ডিব্রুগড়ের রাজগড় নীলমণি এলাকায়, গত রাতে ট্রেলরের ধাক্কায় এক গাড়ি চালকের মৃত্যু হয়। অন্য আরোহীকে জখম অবস্থায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পাশাপাশি, বিশ্বনাথ চারিয়ালি জেলার বালিপুখুরি এলাকায় বাসের ধাক্কায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
|
আবার ভুল শিন্দের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ফের ডোবালেন শিন্দে। এত দিন বিতর্কিত মন্তব্য করে সরকারকে অস্বস্তিতে ফেলছিলেন। আজ লোকসভায় একই বিবৃতি দু’বার পড়ে হাসির খোরাক হলেন। এর আগে কখনও হিন্দু সন্ত্রাস, কখনও ধর্ষণ, কখনও মাওবাদী সমস্যা নিয়ে বেফাঁস কথা বলেছেন শিন্দে। কখনও সংসদে জয়া বচ্চনের উদ্দেশে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়েছে। আজ দুপুরে লোকসভায় প্রথমে শ্রীনগরে সিআরপি হত্যা নিয়ে বিবৃতি দেন শিন্দে। তার পর বিরোধীরা প্রশ্ন করতে শুরু করলে তিনি ওই বিবৃতিটাই আবার পড়তে থাকেন। আর এক প্রস্ত হইচই শুরু হয় তখন। থতমত খেয়ে চুপ করে যান শিন্দে। বিরোধীরা তাঁকে ক্ষমা চাইয়ে তবে ছাড়েন।
|
অপহৃত প্রধান শিক্ষিকা |
সংবাদসংস্থা • গুয়াহাটি |
অপহৃত হলেন এক প্রধান শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে গোলাঘাটের কোয়ানি পাহাড় লাইন এলাকায়। পুলিশ জানায়, কোয়ানি মধ্য ইংরাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লেডি টেটেকে গত রাতে দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান মিলছে না। পুলিশ অপহৃতের সন্ধানে তল্লাশি শুরু করেছে। অন্য দিকে, ২২ দিন নিখোঁজ থাকার পরে আজ কোকরাঝাড় জেলার গোঁসাইগাঁওতে এক বড়ো যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়ানোয় সতর্ক রয়েছে পুলিশ ও আধাসেনা।
|
পাশ হল যৌন নির্যাতন প্রতিরোধ বিল |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠিনতর শাস্তির উদ্দেশ্যে তৈরি হওয়া যৌন নির্যাতন প্রতিরোধ বিলটি বুধবার পাশ হল ক্যাবিনেটে। আগামী সোমবার সব রাজনৈতিক দলের নেতারা বিলটি নিয়ে আলোচনায় বসবেন। বুধবারই সংসদে সিদ্ধান্ত হয়, মহিলাদের বিরুদ্ধে যে কোনও অপরাধে মিলবে না জামিন। এ ছাড়াও যৌন সম্পর্কে সম্মতির বয়ঃসীমা ১৮ থেকে কমিয়ে ১৬তে আনা হবে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে। শিশু ও মহিলা সুরক্ষা মন্ত্রী কৃষ্ণা তীর্থ এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছেন, এতে শিশু নিগ্রহের ঘটনা বাড়বে।
গতকালের খবর: সহবাসে সম্মতির বয়স ১৬, রাতারাতি একমত মন্ত্রিগোষ্ঠী
|
ফের আত্মহত্যা তিহাড় জেলে |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বছর তিরিশের এক মহিলা কয়েদির ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল তিহাড় জেলে। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ওই কয়েদির কুঠুরিতে তাঁর সঙ্গে আরও দু’জন থাকতেন, কিন্তু ঘটনার সময় তাঁরা কেউ সেখানে ছিলেন না। দিল্লি গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত রাম সিংহের আত্মহত্যার তিন দিনের মাথায় ফের এই ঘটনায় আরও এক বার নগ্ন হয়ে গেল জেলের নিরাপত্তা ব্যবস্থা। ধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্তদের সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে।
|
মুছবে না ছবি |
সংবাদসংস্থা • লখনউ |
ল্যাপটপ থেকে মুলায়ম সিংহ যাদবের ছবি মুছে দেওয়ার চেষ্টা করেছিল লখনউয়ের বাসিন্দা ১৯ বছরের তাবরেজ খান। তাতে খারাপ হয়ে গেল ল্যাপটপ। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে ছাত্রদের ল্যাপটপ বিলি করেছেন মুলায়মের ছেলে মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। ল্যাপটপ খুললেই প্রথমে দেখা যাচ্ছে মুলায়ম ও অখিলেশের ছবি। সেই ছবি মুছতে গিয়েই সমস্যায় পড়েছে তাবরেজ ও অন্য ছাত্ররাও। ল্যাপটপ নির্মাতা সংস্থার উপদেশ, ওই ছবি মোছার চেষ্টা না করাই ভাল। ওই ল্যাপটপ সরকারি সম্পত্তি। তার ক্ষতি হলে আইনি ব্যবস্থা নেবে সরকার।
|
সনিয়ার ১৬ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেস প্রধানের পদ গ্রহণ সেই ৯৮ সালে। তার পর কেটে গিয়েছে ১৬ বছর। এক টানা এত দিন কংগ্রেস নেতৃত্বের পদ আঁকড়ে থাকার রহস্য নিজেই খুলে বললেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। জানালেন, ‘কাজটা মোটেই সোজা ছিল না। পার্টির তৃণমূল স্তরের সমর্থকদের ভালবাসা আর আনুগত্যের জন্যই এত দিন কংগ্রেসের শীর্ষে থাকতে পেরেছি আমি।’ প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছর পার্টি নেতৃত্বের পদ সামলে রীতিমতো নজির গড়েছেন সনিয়া। ভারতীয় জাতীয় কংগ্রেসের ১২৭ বছরের ইতিহাসে যা বিরলতম।
|
গিনেস বুকে মোদী |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিধানসভা ভোটের সময় থ্রিডি প্রযুক্তির হাত ধরে একই সঙ্গে গুজরাতের ৫৩টি জায়গায় প্রচারের জন্য এ বারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন নরেন্দ্র মোদী। এই শিরোপা অবশ্য সরাসরি মোদীকে দেওয়া হয়নি। দেওয়া হয়েছে এই প্রযুক্তির পিছনে কুশীলবদের। কিন্তু মোদী সরকার এটিকেও মুখ্যমন্ত্রীর সাফল্যের তালিকাভুক্ত করে প্রচার শুরু করেছে।
|
কার্বি জঙ্গির মৃত্যু |
সংবাদসংস্থা • গুয়াহাটি |
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কেপিএলটি জঙ্গির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কার্বি আংলং জেলার সুরিনাংসু এলাকায়। পুলিশ জানায়, কেপিএলটি জঙ্গিদের একটি ঘাঁটির সন্ধান পেয়ে যৌথবাহিনী সুরিনাংসুতে অভিযান চালায়। জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি চালাতে থাকে। দুই পক্ষে দীর্ঘ ক্ষণ গুলির লড়াই চলে। এক জঙ্গি গুলিবিদ্ধ হলেও বাকিরা পালায়।
|
শিশু ধর্ষণ |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
৫৯ দিনের মধ্যে ১১৫টি শিশু ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ওড়িশায়। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে জানা গিয়েছে এই তথ্য। রাজ্যের মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রী উষা দেবী সংসদে জানিয়েছেন, ৩৬টি জেলার মধ্যে ৩০টি জেলাতে এই অভিযোগগুলি জমা পড়েছে। |
|