৬ ‘আমার—যাহা চায়
তুমি তাই’।
৭ সাধু ভাষার সঙ্গে চলতি
ভাষার মিশ্রণ।
৯ আধপাকা, আধকাঁচা।
১০ পুত্র।
১১ তরতাজা তরুণ বা যুবক।
১২ গোয়াল ঘর।
১৩ সুন্দরী নারীর কণ্ঠস্বর।
১৪ প্রমাদ-এর কোমল রূপ।
১৬ সংরক্ষণ করা হয়েছে।
১৮ নাপিত-এর স্ত্রীশব্দ।
২০ ফুলের মধু, পুষ্পরস।
২১ বিদ্রুপপূর্ণ, ব্যঙ্গাত্মক।
২৩ আনন্দের সীমা—নেই।
২৫ জন্মসূত্রে মনের টান।
২৭ কোনও সময়ে, কদাচিৎ।
২৯ প্রত্যর্পণ, ঋণ—করা
হয়েছে।
৩১ বিমানচারী, ভাগ্যহীন।
৩২ মেবারের শিশোদিয়া বংশীয়
রাজপুত রাজা যে-নামে
ইতিহাস-বিখ্যাত।
৩৪ রূপকনাট্য ‘রক্তকরবী’তে
নন্দিনীসখা।
৩৫ ব্যাসদেবের ব্রহ্মচারী পুত্র।
৩৬ চক্রবাল, দিগ্বলয়।
৩৭ দনু-র বংশধর। |
|
১ ‘দেশে অন্নজলের হল ঘোর—’।
২ এগিয়ে আছে এমন, অগ্রসর।
৩ কালীপুজোর স্থায়ী মণ্ডপের অঞ্চল।
৪ ‘—পূর্ণ হল আজি মম
পূর্ণ হল’, হৃদ্কামনা
৫ সামান্য, ছোটখাটো,
এই—করে সংসারটা চালাই।
৬ যে ব্যক্তি ভূসম্পত্তির
পত্তন নিয়েছে।
৮ দেখা যায় এমন, দৃষ্টির
বিষয়ীভূত।
১৫ ঘর ছাইতে লাগে, বেড়া
দেওয়াও যায়।
১৬ অভ্যর্থনা বা সম্মান প্রদর্শন।
১৭ তর্কবিদ্যা বা ন্যায়শাস্ত্র।
১৯ খুব সামান্য।
২০ ছোট কক্ষ।
২২ রাঁধুনি, পরিপাক
করায় এমন, হজমি।
২৪ এক প্রাচীন কবি,
‘গুণরাজ খাঁ’ যাঁর প্রাপ্ত উপাধি।
২৬ যা হলে লোকে অত্যন্ত
ক্রুদ্ধ ও উত্তেজিত হয়।
২৮ চোখের পাতা।
৩০ সূক্ষ্ম সেলাইয়ের কাজ।
৩১ স্বামীর বোন।
৩২ ‘—ও শ্রীকান্ত’।
৩৩ দানের বদলে দান। |