ছাড়া পেয়েই ফের অনশনে শর্মিলা চানু
নশনরত সমাজকর্মী ইরম শর্মিলা চানুকে মুক্তির নির্দেশ দিল স্থানীয় একটি আদালত। ১২ বছরেরও বেশি সময় ধরে মণিপুর থেকে বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে অনশন চালিয়ে আসা শর্মিলা আত্মহত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার হন। পুলিশ জানায়, গত কাল ছাড়া পেয়ে ‘শর্মিলা কানবা লুপ’-এর অফিসে গিয়ে ফের অনশন শুরু করেন তিনি।
পূর্ব ইম্ফলের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত কাল শর্মিলার মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে জে এন আই মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল থেকে তাঁকে মুক্তি দিয়েছে পুলিশ। এই হাসপাতালে নাকে নল পরিয়ে খাওয়ানো হচ্ছিল তাঁকে।
সম্প্রতি নয়াদিল্লির পাটিয়ালা আদালতে একটি শুনানিতে তাঁর বিরুদ্ধে ওঠা আত্মহত্যার চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে হতাশ এই সমাজকর্মী আজ সংবাদমাধ্যমকে বলেন, “আমার লড়াই আফস্পা আইনে বলীয়ান সেনাবাহিনীর নির্মমতার বিরুদ্ধে। এই আইন তুলে দেওয়ার দাবিতেই প্রতিবাদ করছি। আর গাঁধীজির আদর্শে চলছি।” আরও বলেন, “রাজ্যে আফস্পা চালু করা হয় জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে। তার বদলে সেনা সাধারণ মানুষকেই হয়রান করছে।”
শর্মিলার অভিযোগ, মণিপুরের মানুষকে দমিয়ে রাখতেই আফস্পা চালু করেছে কেন্দ্র। “যত দিন পর্যন্ত এই আইন প্রত্যাহার করা না হচ্ছে, তত দিন অনশন চালিয়ে যাব, ” বলছেন তিনি।
তাঁর ‘আন্দোলনে’ মানুষকে পাশে থাকার আবেদনও জানাচ্ছেন শর্মিলা। ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, এই লড়াই চলাকালীন তাঁর মৃত্যু হলে আর মণিপুরে জন্ম নিতে চান না তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.