টুকরো খবর
নিগৃহীতার প্রহার
বাবাকে বাঁচাতে গিয়ে জনসমক্ষে নিগৃহীতা হয়েছিলেন পঞ্জাবের দুই পুলিশের হাতে। প্রহৃত হয়েছিলেন তিনি এবং তাঁর বাবা। ওই দুই পুলিশের কাছে কয়েক জন লরি চালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করতে গেলে পুলিশ চালকদেরই পক্ষ নেয়। তার পরে রাস্তাতেই জনসমক্ষে প্রহৃত হন মহিলা ও তাঁর বাবা। বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। উপযুক্ত বিচারের দাবিতেই পঞ্জাবের বিধানসভা ভবনে সেই মহিলা ও তাঁর বাবা ঢুকতে গেলে বাধে গণ্ডগোল। মহিলার কাছে কোনও প্রবেশ পত্র ছিল না। ফলে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে ছিলেন তাঁর বাবা ও কংগ্রেস নেতা সুনীল জাখর। কিন্তু ঢুকতে না পারায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাধে বচসা। তার জেরে সেই মহিলা ও তাঁর বাবার হাতেই প্রহৃত হন নিরাপত্তা রক্ষীরা।

কপ্টার-কাণ্ডে অভিযুক্ত ত্যাগী
কপ্টার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বুধবার ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। তাঁর বিরুদ্ধে জালিয়াতির পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। ত্যাগীর কয়েক জন আত্মীয়ও রয়েছেন সিবিআইয়ের সন্দেহভাজনের তালিকায়। তাঁদেরও জেরা করেছে সিবিআই। সম্প্রতি জানা যায়, ২০১০ সালে অগস্টাওয়েস্টল্যান্ড সংস্থার কাছ থেকে ১২টি হেলিকপ্টার কেনার চুক্তি করার জন্য ৩,৬০০ কোটি ঘুষ নেওয়া হয়েছে। বিমান বাহিনীর প্রাক্তন প্রধান ত্যাগী এই চুক্তির জন্য ঘুষের বিনিময়ে প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ। তবে ত্যাগীর দাবি, ২০০৭ সালেই ওই পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। কাজেই এই চুক্তিতে তাঁর কোনও হাতে নেই।

অস্ত্র-সহ ধৃত ৩
দুষ্কৃতীদের অস্ত্র ও গোলাবারুদ জোগান দেওয়ার অভিযোগে ৩ জন গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের পলামুতে। পুলিশ জানায়, কাল রাতে সুদানা এলাকায় দু’টি গাড়ি থেকে উদ্ধার হয় কিছু পিস্তল, রিভলবার, কার্তুজ, একটি ম্যাগাজিন ও ৩টি মোবাইল ফোন। গ্রেফতার হয় ওই দুটি গাড়ির মালিক-কবি মেহতা ও রিয়াজ আনসারি। পুলিশ ওই দুই ব্যক্তিকে জেরা করে গ্রেফতার করে তৃতীয় জনকেও। তারা বারাণসী ও মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ নিয়মিত পাচার করে থাকে দুষ্কৃতীদের।

নামনি অসমে ট্রেন অবরোধ
পৃথক কামতাপুর রাজ্য এবং তফশিল উপজাতি হিসাবে কোচ-রাজবংশীদের নাম ঘোষণার দাবিতে নামনি অসমে বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ চালাল আক্রাসু। পুলিশ সূত্রে খবর, অবরোধের জেরে দিল্লিগামী ডাউন রাজধানী এক্সপ্রেস বরপেটা জেলার পাঠশালায়, দৈনিক সম্পর্ক-ক্রান্তি এক্সপ্রেস বঙ্গাইগাঁও স্টেশনে ও আপ গয়া-কামাখ্যা এক্সপ্রেস ফকিরগ্রাম স্টেশনে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে। আটকে পড়ে আরও বেশ কয়েকটি যাত্রী ও পণ্যবাহী ট্রেন।

ডিভাইডারে ধাক্কা, যাত্রীর মৃত্যু
ঘুম চোখে ডিভাইডারে ধাক্কা মারলেন চালক। উল্টে গিয়ে অপর দিকে পড়ল বাস। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির খানাপাড়ায়। পুলিশ জানায়, শিবসাগর থেকে গুয়াহাটি অভিমুখে আসা নাইটসুপার বাসটি, ভোর সাড়ে চারটে নাগাদ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে পড়ে। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। জখম হন ২০ জন। এদের মধ্যে একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, চালক ঘুমে ঢুলে পড়াতেই এমন ঘটনা ঘটেছে।

তিন ঘণ্টা রেল রুখল আক্রাসু
পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কোচ-রাজবংশীকে তফসিলি জাতিতে অন্তর্ভুক্ত করার দাবিতে ৩ ঘণ্টা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল আক্রাসু। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোকরাঝাড়ে সালাকাঠি স্টেশন, চিরাং জেলার বাসুগাঁও স্টেশন এবং ধুবুরির গোলকগঞ্জ রতিয়াদহে রেল অবরোধ করা হয়। ওই ঘটনায় রেল অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে রেল চলাচল বন্ধ থাকে। ৯টি দূরপাল্লার ট্রেন আটকে পড়ে অসম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে।

খনি দুর্ঘটনায় মৃত তিন শ্রমিক
লিফ্ট ছিঁড়ে খাদানে পড়ে তিন কয়লা শ্রমিকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মেঘালয়ে দক্ষিণ গারো হিল জেলার এরা আনিং জেলায়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় খাদানে অস্থায়ী লিফ্টের সাহায্যে,ছয় শ্রমিককে খাদানে নামাবার সময়ই দড়ি ছিঁড়ে যায়। খাদানের গর্ভে আছড়ে পড়ে লিফ্টের পাটাতন। ঘটনাস্থলেই নূর মহম্মদ, মোমিনুল ইসলাম ও মুকুল হুসেন নামে তিন শ্রমিকের মৃত্যু হয়। জখম হন অন্য তিনজন। এই বছর এটি তৃতীয় খনি দুর্ঘটনা।

সেনা গাড়ি থেকে অপহৃত চালক
জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বের হয়েছিলেন সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের সামনে থেকেই জঙ্গিরা জওয়ানদের গাড়ির চালক সুকুমার দাসকে(বয়স-৩২) অপহরণ করে নিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গত কাল। তবে, সেনাবাহিনীর তরফে এখনও পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এর পেছনে বড়ো জঙ্গিদের হাত আছে বলে সন্দেহ।

উদ্ধার ৯টি খালি মাইনের খোল
উদ্ধার হল ৯টি খালি মাইনের খোল। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ওড়িশার কোরাপুট জেলার মাওবাদী অধ্যুষিত নারায়ণপটনা এলাকার। বুধবার সকাল ৭টা নাগাদ বিএসএফের কিছু জওয়ান তালারঙ্গা এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করে ওই ৯টি খোল। যদিও খোলের মধ্যে থেকে কোনও বিস্ফোরক পায়নি বলে জানায় জওয়ানরা।

উদ্ধার ২ কন্যা
শহর থেকে নিখোঁজ দুই কন্যার সন্ধান মিলল রাজস্থান ও হরিয়ানায়। রাজ্য পুলিশের দল মেয়ে দুটিকে উদ্ধার করে এনেছে। পুলিশ সূত্রে খবর, ফাটাশিল আমবাড়ি থেকে তিন মাস আগে ১৪ ও ২০ বছরের দু’টি মেয়ে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। তারপর বেশ কিছুদিন তাদের খোঁজ পাচ্ছিল না পরিবার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.