টুকরো খবর
এক দিন আগেই টিকাকরণ, বিতর্ক
নির্ধারিত দিনের আগেই টিককরণ কর্মসূচি পালন করে বিতর্কে জড়ালেন কাঁথি ৩ ব্লক স্বাস্থ্য আধিকারিক বিক্রম পাণ্ডা। ২০ ফেব্রুয়ারি, বুধবার শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের জন্য আগের দিন, মঙ্গলবারই ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ কর্মসূচি পালনের জন্য স্বাস্থ্যকর্মীদের মোবাইলে বার্তা পাঠান ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক। তার ফলেই এই বিপত্তি। নির্দেশ মতো এক দিন আগেই টিকাকরণ সারলেও, স্বাস্থ্যকর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। পাশাপাশি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সম্পাদক কার্তিকচন্দ্র হাজরা এক লিখিত বিবৃতিতে অভিযোগ করেন, “ব্লক স্বাস্থ্য আধিকারিকের হঠকারী এই সিদ্ধান্তের জেরে ব্লকের অধিকাংশ শিশুরা টিকাকরণ থেকে বঞ্চিত হয়েছেন। ফলে জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’’ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে এই ভুলের কারণ জানাতে চেয়েছেন জেলা সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তরুণকান্তি খাটুয়া। অভিযুক্ত ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, “আমি দু’দিন টিকাকরণ কর্মসূচি করার কথা বলেছিলাম। ভুল বোঝাবুঝির ফলেই এমনটা হয়েছে।”

দু’জোড়া বিরল যমজের জন্ম
সাত কোটিতে এক জনের এমন সৌভাগ্য হয়। দু’জোড়া যমজ সন্তানকে কোলে নিয়ে এ কথাই জানালেন গর্বিত মন্টালভো দম্পতি। হ্যাঁ, এ বারের ভ্যালেন্টাইনস ডে-তে স্বামীকে এই উপহারটাই দিয়েছেন টেক্সাসের বাসিন্দা টেরেসা মন্টালভো। বললেন, “ঠিক করেই রেখেছিলাম, ওদের নাম রাখব এ-বি-সি-ডি, এই ভাবে।” তেমনটাই করেছেন চার সন্তান এস, ব্লেইন, ক্যাশ, ডিলান। এস আর ব্লেইনকে হুবহু এক দেখতে। আবার ক্যাশ ও ডিলান এক রকম। তবে কৃত্রিম চিকিৎসা ব্যবস্থায় এ সব হয়নি। ডাক্তাররা জানালেন, নিষিক্ত ডিম্বাণু ভেঙে দু’টি ভ্রূণ জন্ম নেওয়ায় একই রকম দেখতে যমজ হয়। এর মধ্যে ৩০ শতাংশ সম্ভাবনা থাকে সদৃশ যমজের। হাসতে হাসতে টেরেসা বললেন, “পরিবার পরিকল্পনা করে অন্তঃসত্ত্বা হয়েছিলাম। চাওয়ার থেকে একটু বেশিই পেয়ে গিয়েছি।”

নয়া পরিষেবা
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বুধবার এমআর বাঙুর হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট চালু হল। উদ্বোধন করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। এ দিন সন্ধ্যার মধ্যেই সেখানে ২০টি সিটি স্ক্যান হয়ে যায়। বেসরকারি জায়গা থেকে প্রায় অর্ধেক মূল্যে এখানে অত্যাধুনিক প্রক্রিয়ায় হাসপাতালের রোগীদের সিটি স্ক্যান হচ্ছে। অন্য সরকারি হাসপাতালের রোগী এবং কোনও প্রাইভেট প্র্যাকটিশনারের রেফার করা রোগীও এখানে তুলনায় কম টাকায় সিটি স্ক্যান পরিষেবা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। দুর্ঘটনায় আহত, অজ্ঞান রোগীকে নিয়ে এলে এখানে তৎক্ষণাৎ নিখরচায় পরিষেবা দেওয়া হবে বলেও জানান তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.