খেলার টুকরো খবর

জয়ী সোনামুখী
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত রামসুধীর চন্দ্র উইনার্স ট্রফি ও লেউল দত্ত রানার্স কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল মঙ্গলবার থেকে। পাত্রসায়র ক্রিকেট মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হল সোনামুখী রাইনো। তারা ৯ রানে বর্ধমানের রায়নার রুপসো ক্রিকেট সংস্থাকে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে রাইনো ১৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০১ রান করে। জবাবে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে রুপসো ৯৩ রান তোলে। ৮ টি দল যোগ দিয়েছে।

লক্ষ্মীসাগরে দৌড়
সিমলাপালের লক্ষ্মীসাগর বাসস্ট্যান্ড থেকে ভেলাইডিহা রাজবাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়ে গেল গত শনিবার সকালে। আয়োজন করেছিল লক্ষ্মীসাগর দ্য আইডিয়াল ক্লাব। দৌড়ে প্রথম হন জোড়সার কিঙ্কর দুলে, দ্বিতীয় হয়েছেন কাদাকুলি গ্রামের মণিশঙ্কর সিংহবাবু ও তৃতীয় হন কার্তিক সিংহ মহাপাত্র। প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন।

জেলা কলেজ ক্রীড়া
জেলা কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজ চ্যাম্পিয়ান হল। কলেজের অধ্যক্ষ চণ্ডীদাস মুখোপাধ্যায় বলেন, “ফুটবল ও অ্যাথলেটিক্সে সব থেকে বেশি পয়েন্ট পেয়ে আমাদের কলেজ জেলা চ্যাম্পিয়ান হয়েছে। গত ৭-৮ ফেব্রুয়ারি ফুটবল এবং ১২ ফেব্রুয়ারি অ্যাথলেটিক্স বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা হয়েছে। নিতুড়িয়া থানার পারবেলিয়া কলেজে প্রতিযোগিতাগুলি হয়। দু’দিনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না প্রমুখ।

আদ্রায় ফুটবল
রাজীব গাঁধী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জিতল কলকাতার খিদিরপুর স্পোর্টিং ক্লাব। চুড়ান্ত খেলায় তারা বর্ধমানের আরিয়ান একাদশ কালনাকে টাইব্রেকারে পরাজিত করে। সোমবার ওই ম্যাচটি হয় আদ্রার সেরসা ময়দানে। আয়োজন করেছিল রেলকর্মী সংগঠন মেনস কংগ্রেস। খেলার আগে সদ্য প্রয়াত মেনস কংগ্রেসের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখার সম্পাদক প্রণব রায়ের স্মৃতিতে নিরবতা পালন করা হয়। ৭-১৮ ফ্রেবুয়ারি প্রতিযোগিতা চলে। বিভিন্ন জেলার ১২টি দল যোগ দেয়।

কোতুলপুরে ক্রিকেট
এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল কোতুলপুরের বৃন্দাবনপুরে। উদ্যোক্তা বৃন্দাবনপুর মহাশক্তি যুব সঙ্ঘ। উদ্যোক্তরা জানান, ১৪টি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। জয়পুরের কুচাকোল স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

সংক্ষেপে
• দুবরাজপুর থ্রিস্টার ক্লাব পরিচালিত ২৪ দলীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় অগ্রগামী সঙ্ঘ। ১৪ ফেব্রুয়ারি পাওয়ার হাউস সংলগ্ন মাঠে এই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। জবাবে অগ্রগামী সঙ্ঘ ১৭.৪ ওভারে চার উইকেটে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন যথাক্রামে অগ্রগামী সঙ্ঘের গোপাল মণ্ডল ও আমূল দে। উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে প্রমুখ। ক্লাবের সদস্য তথা স্থানীয় কাউন্সিলর সৈকত আলি মির্জা জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে।

• ময়ূরেশ্বরের দক্ষিণগ্রাম তরুণ সঙ্ঘ পরিচালিত এক দিনের ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় বেগুনিয়া ওরিয়েন্ট ক্লাব। ১৮ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ক্লাব মাঠে ওই খেলা হয়। ফাইনালে আয়োজক সংস্থাকে ২৫-২০, ২৫-১৭ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেগুনিয়া ওরিয়েন্ট ক্লাব।

• ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘের পরিচালনায় স্থানীয় স্কুল মাঠে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এক দিনের জয়তী চট্টোপাধ্যায় স্মৃতি ভলিবল প্রতিযোগিতা। ৮টি দল প্রতিযোগিতায় যোগ দেবে।

• প্রাকৃতিক দুর্যোগের কারণে সাঁইথিয়া রেলমাঠ পরিচালিত ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা হবে আগামী ৩ মার্চ। গত ১৭ ফেব্রুয়ারি রেল ময়দানে ওই খেলা হওয়ার কথা ছিল।

• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিএবি একাদশ। মঙ্গলবার সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে সিএবি একাদশ ৪৫ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে বাংলাদেশ একাদশ ৪৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.