টুকরো খবর
বনধেও চলল প্রচার
—নিজস্ব চিত্র।
বনধেও অব্যাহত রইল উপনির্বাচনের প্রচার। বুধবার বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশ জোড়া সাধারণ ধর্মঘটের মধ্যেই প্রচারে মন দিলেনবামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল নেতারা। বন্ধ উপেক্ষা করে তৃণমূলের যুবনেতা সাংসদ শুভেন্দু অধিকারী সারলেন তাঁর পথসভা। রেজিনগর মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় পা মেলান তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী হুমায়ুন কবীর। অন্য দিকে, একটু বেলার দিকে কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। তাঁর কথায়, “এমন দিন কী নষ্ট করা যায়! বনধের দিনে অধিকাংশ লোক বাড়িতে আছেন। তাই গুটিকয়েক কর্মী-সমর্থকদের নিয়ে গ্রামে ঘুরে প্রচার করলাম।” এ দিন সকালে আরএসপি প্রার্থী সিরাজুল ইসলাম ছিলেন বেলডাঙার কাপাসডাঙা গ্রামে। তিনি বেলার দিকে বেড়িয়ে পড়লেন ভোটের প্রচারে। তাঁর কথায়, “বনধের দিনে মানুষজন বাড়িতেই রয়েছেন। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাই যে ক’জন কর্মী-সমর্থককে পাওয়া গেল, তাঁদের নিয়ে এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করলাম।” এ ছাড়াও সুনশান রাস্তার মোড়ে গাড়িতে চেপে দলীয় পতাকা নেড়ে প্রচার চলল সব দলের। দলীয় নেতারা ঘুরে ঘুরে দেখলেন কোথায় বাকি রয়েছে পতাকা, ব্যানার বা ফ্লেক্স লাগানোর কাজ।

অস্ত্র-সহ ধৃত ছাত্র
আগ্নেয়াস্ত্র সহ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুব্রত বিশ্বাস বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগরের ভীমপুরের ওই যুবক পাড়ার তৃণমূলের কার্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে লোকজনকে ভয় দেখালে পুলিশ তাঁকে ধরে। ওই সময় ঘটনাস্থলে আসাননগর পঞ্চায়েতের সিপিএম সদস্য শম্ভু ঘোষ গোলমাল পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ তাঁকেও ধরেছে। সিপিএমের কৃষ্ণনগর পূর্ব লোকাল কমিটির সম্পাদক সত্যনারায়ন মজুমদার বলেন, “মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে শম্ভুবাবুকে।”

সম্পত্তি-বিবাদে খুন
চরের জমির দখলকে ঘিরে খুন হলেন এক যুবক। নাম অধীন মণ্ডল (২৭)। বাড়ি পারলালপুর চরে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে চরে ঘাস কাটছিলেন অধীনবাবু। অভিযোগ, সেই সময় জাহাঙ্গীর শেখ তার দলবল নিয়ে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। গুলিও করে। অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। মৃতের দাদা কৃষ্ণকুমার মণ্ডল থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, “জমির দখল নিয়ে অনেক দিন ধরেই অভিযুক্তদের সঙ্গে ভাইয়ের বিবাদ চলছিল। তার জেরেই এই খুন।” পুলিশ জানায়, অভিযুক্তেরা ফেরার।

গ্রেফতার যুবক
এক ভ্যান চালকের কাছ থেকে দু’টি গ্যাস সিলিন্ডার ছিনতাইয়ের অভিযোগে বুধবার জয়ন্ত বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের মা জয়শ্রী বিশ্বাসের রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী মীনাক্ষি বিশ্বাসের রান্নার গ্যাস সরবরাহ সংস্থার অংশীদারিত্ব রয়েছে। জয়শ্রীদেবী বলেন, “কারবারের একচেটিয়া দখল নিতে মন্ত্রী আমাদের ছেলেকে ফাঁসানোর চক্রান্ত করছেন।” অভিযোগ উড়িয়ে উজ্জ্বলবাবু বলেন, “এর সঙ্গে আমার যোগ নেই।”

ধর্ষণের চেষ্টা, ধৃত
সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে কৃষ্ণগঞ্জের স্বর্ণখালির দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, বুধবার বাপি দাস শিশুটিকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তার মা-কে সব বলে। তার মা ওই ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন।

সিটুর অফিসে তৃণমূলের পতাকা
বন্ধের দিনে, বুধবার চাকদহে সিটু অফিসে তালা ঝুলিয়ে নিজেদের পতাকা লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অমল ভৌমিক বলেন, “তৃণমূল আমাদের ট্রেকার ইউনিয়নের অফিসে তালা ঝুলিয়ে নিজেদের ঝান্ডা লাগিয়েছে।” যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়ে চাকদহের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র চাকী বলেন, “নিজেরাই তালা লাগিয়ে আমাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ আনছে সিপিএম।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর বাইক চালকের। নাম অমিয় বৈদ্য (৩৫)। বাড়ি চাকদহের বিষ্ণুপুর এলাকায়। জখম হয়েছেন ওই বাইকের দুই আরোহী। বুধবার দুপুরে ওই ঘটনায় জনতা কিছুক্ষণের জন্য চাকদহ-বনগা রাস্তা অবরোধ করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.