বনধের কবলে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রলে সন্তোষ ট্রফি খেলতে গিয়ে বনধের দিন হেনস্থার শিকার মনোরঞ্জন ভট্টাচার্যের বাংলা। কোয়ার্টার ফাইনালে খেলতে এ দিন কুইলনে তো যেতে পারলেনই না দীপেন্দুরা, উল্টে কোচিতে আটকে থেকে তাঁদের অনুশীলনে যেতে হল পায়ে হেঁটে। প্রায় দু’কিলোমিটার দূরের মাঠে। গোটা দেশ জুড়ে যখন ধর্মঘট নিয়ে নানা জল্পনা, তর্ক-বিতর্ক চলছে, তখন কিন্তু এই বন্ধ উপেক্ষা করেই বুধবার সকালে অনুশীলন করলেন টোলগে-ওডাফারা। বনধের কারণে কোনও সমস্যাতেও পড়তে হয়নি তাঁদের। কিন্তু সুদূর কেরলে অনুশীলন করতে গিয়ে সমস্যায় জেরবার হতে হল বাংলা দলকে। সৈকত, সাগ্রামরা অনুশীলনের যাবতীয় সরঞ্জাম বয়ে নিয়ে হোটেল থেকে প্রায় দু’কিলোমিটার পথ হেঁটে প্র্যাকটিস মাঠে পৌঁছন। অনুশীলনের পর নিজেদের চেষ্টাতে কোনওমতে একটা অটোর ব্যবস্থা করে আবার হোটেলে ফেরেন। বাংলার অধিনায়ক দীপেন্দু যেমন বলছিলেন, “এখানে তো বন্ধের প্রভাব খুব বেশি। রাস্তায় একটা গাড়ী চলছে না। দোকান-বাজার সব বন্ধ। আমাদের অনুশীলনে যেতে খুব সমস্যা হয়েছে। আয়োজকদের তো উচিত ছিল কিছু ব্যবস্থা করার।” অনুশীলনে যেতে যে সমস্যা হয়েছে এমনটা নয়, বুধবার কুইলনে পৌঁছতে না পেরে আরও বড় সমস্যায় পড়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য। শনিবার কর্ণাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ বাংলার। অথচ ৪৮ ঘণ্টার বনধের কারণে শুক্রবারের আগে কুইলনে যেতে পারছে না বাংলা। বাংলার কোচ বলছিলেন, “ম্যাচের ঠিক আগের দিন দুপুরে কুইলনে পৌঁছে, বিকেলে অনুশীলন করে পরের দিন ম্যাচ খেলতে হবে। এটা বড় সমস্যা।”
|
জাতীয় দলে তাঁর উত্তরাধিকার ধরে রাখবে তাঁর সদ্যোজাত ছেলে দিয়েগো ফের্নান্দো। এমনটাই আশা করছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি মারাদোনা। দুবাইয়ের এক রেডিও সাক্ষাৎকারে মারাদোনা আরও বলেন যে, এক দিন মেসি-আগেরোদের সঙ্গে ফুটবল মাঠ দাপাবে তাঁর ছেলে। গত সপ্তাহেই মারাদোনার বান্ধবী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। “দুবাইয়ে জুন মাসে চুক্তির মেয়াদ শেষ হলেই আমি আর্জেন্তিনায় ছেলের কাছে চলে যাব। ছেলেকে ছেড়ে বেশি দিন থাকতে পারব না,” বলছেন মারাদোনা।
|
আইপিএল সিক্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক করা হল বিরাট কোহলি-কে। গত মরসুমে আরসিবি অধিনায়ক ছিলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি। নতুন অধিনায়কের নাম ঘোষণা করে টিম মালিক বিজয় মাল্য এ দিন বলেছেন, “কোহলির শেখার ইচ্ছে ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। ওকে অধিনায়ক করতে পেরে আমরা খুশি।”
|
কোচিংয়ে ফিরতে চলেছেন সুব্রত |
আবার ক্লাব কোচিংয়ে ফেরার সম্ভাবনা তৈরি হল সুব্রত ভট্টাচার্যের। সাবির আলির জায়গায় প্রিমিয়ার লিগের ক্লাব সাদার্ন সমিতির কোচ হতে পারেন তিনি। মোহনবাগানের কাছে বিশ্রী হারের পর সাব্বিরকে সরিয়ে দেওয়া হয়েছিল। বুধবার সাদার্নের কর্তারা সুব্রতর কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
|
হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওমানকে ৯-১ উড়িয়ে দিল ভারত। ওমানের গোলকিপার আরও ৬-৭ গোল বাঁচিয়েছেন নিজের কৃতিত্বে। এই রাউন্ড থেকে পুরুষদের একটি ও মহিলাদের একটি দল পরের রাউন্ডে উঠবে। দুটো করে ম্যাচ জিতে ভারতের পুরুষ ও মহিলা দল ভাল অবস্থায় রয়েছে। |