টুকরো খবর
তেজপুরে মৃত্যু ছাত্রের
অসমের তেজপুরে মৃত্যু হয়েছে নবদ্বীপের এক ছাত্রের। নবদ্বীপের হরিসভা এলাকার বাসিন্দা নির্মাল্য সাহা নামে ওই ছাত্র কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রথম শ্রেণিতে কেমিস্ট্রি অনার্সে বিএসসি পাশ করে অসমের তেজপুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তেজপুরে বিশ্ববিদ্যালয়ের ‘পাটকাই’ ছাত্রাবাসের ১৩৫ নম্বর ঘরের দরজা ভেঙে তাঁর সংজ্ঞাহীন দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টের পর নির্মাল্যর মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর বন্ধুদের থেকে পুলিশ জেনেছে, নির্মাল্য ডেনড্রাইট সহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। হরিসভাপাড়ার বিষ্ণুভবনের বাসিন্দা নির্মাল্য শহরের বকুলতলা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। গত বছর এলেমেন্টারি ম্যাথেমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর পড়তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নির্মাল্যর বাবা বিমল সাহা প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। মা শেফালি সাহা বছর দু’য়েক আগে ক্যান্সারে মারা গিয়েছেন। তারপর থেকে নির্মাল্য মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার রাতে নির্মাল্যের বন্ধুরা নবদ্বীপের বাড়িতে তাঁর অসুস্থতার খবর দেন। বুধবার সকালেই বিমলবাবু তেজপুরে চলে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নির্মাল্য বিমলবাবুকে ফোন করে বলেছিলেন, বুধবার হস্টেলে একা থাকবেন। তাই সকালে ফোন করে ডেকে দিতে। কিন্তু মঙ্গলবার একাধিকবার ফোন করেও বিমলবাবু ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নির্মাল্যের মাস্টারমশায় সুকান্ত মণ্ডল বলেন, “অত্যন্ত মেধাবী ছেলে। সে কী করে মাদকাসক্ত হয়ে পড়ল আমরা অবাক। তবে ওকে অনেকবার বুঝিয়ে সে পথ থেকে আনার চেষ্টা করেছিলাম।”

ত্রিপুরায় স্তব্ধ জনজীবন
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনই সমগ্র ত্রিপুরা কার্যত স্তব্ধ হয়ে গেল। ব্যাহত হল স্বাভাবিক জনজীবন। ধর্মঘটের জেরে সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান-সহ স্কুল, কলেজ, বাজার-হাট, দোকান, অধিকাংশই খোলেনি। ট্রেন, বাস, অটো, এমনকী রিকশাও চলেনি। রাস্তাঘাট শুনশান। মাঝে মধ্যে কিছু বাইক, সাইকেল আরোহীর দেখা মিলেছে। জরুরি পরিষেবা অবশ্য বিঘ্নিত হয়নি। উল্লেখ্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিলগ্নিকরণ বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধে কড়া পদক্ষেপ-সহ ১০ দফা দাবিতে আজ এবং আগামী কাল ৪৮ ঘন্টার সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটে দেশের ৪৫-৪৮টি ফেডারেশনও সামিল হয়েছে। এগুলির মধ্যে রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন, শিল্প শ্রমিক ফেডারেশন, ব্যাঙ্ক, বিমা প্রভৃতি ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীরা। এ ছাড়া, পরিবহণ-সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও ধর্মঘটকে সমর্থন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ সচিবালয়ে পৌঁছলেও, অন্য সরকারি কর্মচারীদের উপস্থিতি ছিল নগন্য। মানিকবাবু বলেন, ‘‘ ধর্মঘটের প্রথম দিন শান্তিপূর্ণ ভাবেই কেটেছে।’’ তবে ধর্মঘটের প্রভাব পড়েনি বিমান পরিষেবায়। দু’একটি বেসরকারি বিমান না উড়লেও সামগ্রিক ভাবে সমস্ত বিমানই আজ ঠিকঠাক ওঠানামা করেছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। সিটুর রাজ্য সম্পাদক পীযূষ নাগ বলেন, ‘‘রাজ্যে আজকের ধর্মঘট একশো শতাংশ সফল।’’

ইমকংকে ছাড় কমিশনের
অস্ত্র ও অর্থসহ ধরা পড়া নাগাল্যান্ডের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল ইমচেনকে জামিন দিল আদালত। নির্বাচন কমিশনও জানিয়ে দিল নির্বাচনে লড়তে পারবেন তিনি। মককচং জেলার নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা ইমকং নিজে করিডং কেন্দ্রের এনপিএফ প্রার্থী। গত ১৮ ফেব্রুয়ারি ভোরে অসম সীমানার নংসায় প্রচুর অর্থ, অস্ত্র-সহ তাঁকে গ্রেফতার করা হয়। ইমকং স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দেন। এর পরেই এনপিএফ-এর সাধারণ সম্পাদক কে জি কেন্যা বলেন, “যা ঘটল তার জেরে দল অত্যন্ত বিড়ম্বনার মধ্যে পড়েছে। তবে, আমরা নির্বাচন কমিশনের কাছে ইমকং-এর জন্য দয়াভিক্ষা করছি।” এই পরিস্থিতিতে ইমকং-এর প্রার্থীপদ নাকচ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং এনআইএ তদন্তের দাবি জানিয়ে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধী দল কংগ্রেস। কিন্তু আজ ওখার জেলা আদালত স্বাস্থ্যের কারণে ১৫ মার্চ অবধি ইমকং-এর জামিনের আবেদন মঞ্জুর করে। বেলা আড়াইটে নাগাদ তিনি নিজের কেন্দ্রের উদ্দেশে রওনা হয়ে যান। সেই সঙ্গে নির্বাচন কমিশনও জানিয়ে দেয়, ইমকং-এর প্রার্থীপদ নাকচ করা হচ্ছে না। এই সিদ্ধান্তে কেবল কংগ্রেস নয়, এনপিএফ-এর জোট শরিক সংযুক্ত জনতা দলও বিস্মিত। দুই দলেরই প্রশ্ন, কেবল নির্বাচন কমিশনের নিয়ম ভাঙাই নয়, ন’টি অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার পরেও কী ভাবে এমন সহজে পার পেতে পারেন ইমকং? কংগ্রেসের বক্তব্য, অস্ত্রসহ ধরা পড়া অন্যদের বিরুদ্ধে যখন জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়, তখন ইমকংকে কেন ছাড় দেওয়া হল?

গাফিলতিতে সাসপেন্ড দুই
অসমে পঞ্চায়েত ভোটে কর্তব্যে গাফিলতি, ভোট গণনার দিন তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া শুধু নয়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অভিযোগে ধুবুরি জেলার এক মহকুমা শাসক এবং এক সার্কেল অফিসারকে সাসপেন্ড করল অসম সরকার। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার অসম সরকারের সার্ভিস ডিসিপ্লিনারি আইনে দু’জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধুবুরির জেলাশাসক কুমুদচন্দ্র কলিতা জানান, সাসপেন্ড হওয়া ওই দুই অফিসারের নাম প্রবীণ সইকিয়া এবং অরূপকুমার ব্রহ্ম। প্রবীণবাবু হাটশিঙিমারির মহকুমাশাসক। অরূপবাবু মানকাচরের সার্কেল অফিসার। গত ১২ ফেব্রুয়ারি ধুবুরি জেলায় পঞ্চায়েত ভোট হয়। ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ভোট গণনার দিন ধার্য করা হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, ভোটের গণনার দ্বিতীয় দিন, গত ১৫ ফেব্রুয়ারি ধুবুরি জেলার দক্ষিণ শালমারা-মানকাচর মহকুমার হাটশিঙিমারিতে দুই দলের বচসার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিএসএফ-র গুলিতে মারা যান তিনজন গ্রামবাসী। জেলাশাসক কুমুদচন্দ্র কলিতা জানান, স্থগিত থাকা ভোট গণনা আগামী ২৬ ফেব্রুয়ারি হাটশিঙিমারিতে হবে।

বিস্ফোরণে হত ১
বিস্ফোরণে নাগাল্যান্ডের ডিমাপুরে এক ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ডিমাপুরের হংকং বাজারে। পুলিশ জানায়, আজ সকালে হংকং বাজার ও স্টেশনের সঙ্গে সংযোগকারী উড়ালপুলের নীচে বিস্ফোরণটি হয়। প্রদীপ থাপা নামে এক বাইক আরোহী ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে উড়ালপুলের সিঁড়ির কিছুটা অংশও ভেঙে গিয়েছে। বিস্ফোরকটি সেতুর নীচে রাখা ছিল, না কী বাইক আরোহী নিজেই বিস্ফোরক নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্ত হচ্ছে।

ডাইনি অপবাদে খুন
ডাইনি অপবাদে হত্যার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নামনি অসমের চিরাং। পুলিশ জানায়, গত কাল রাতে চামুগাঁওয়ের বাসিন্দা চিকন বসুমাতারি নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ, এক ওঝা ও কয়েকজন গ্রামবাসীর চক্রান্তে গ্রামে অসুখ বাড়ার দায় চিকনের উপরে চাপানো হয়েছিল। গত কাল রাতে এক দল অজ্ঞাতপরিচয় আততায়ীরা চিকনের ঘরে ঢুকে তাঁকে হত্যা করে।

ধর্ষণ করে খুন করা হল নাবালিকা তিন বোনকে
খাবারের লোভে পা দিয়ে ধর্ষিত হয়ে খুন হতে হল তিন বোনকে। পুলিশ সূত্রের খবর, তিন বোনের বয়স যথাক্রমে ১১, ৯ এবং ৬। নাগপুর থেকে ৬৫ কিলোমিটার দূরে ভান্ডারা জেলার এক ছোট শহরের বাসিন্দা ছিল তারা। ফেব্রুয়ারির ১৪ তারিখে শেষ স্কুলে গিয়েছিল। তার পর থেকে নিখোঁজ। কয়েক দিন পরে শহরের বাইরে একটি পরিত্যক্ত কুয়োর ভিতরে মৃতদেহগুলি খুঁজে পাওয়া যায়। ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল ওই নাবালিকাদের। তাদের বাড়ির লোকেরা জানিয়েছেন, বছর চারেক আগে বাবাকে হারায় ওই নাবালিকারা। পেশায় শ্রমিক মা তার পর থেকে তিন মেয়েকে নিয়ে একাই থাকতেন। পুলিশের অনুমান, খাবারের লোভ দেখিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে কেউ এই কাণ্ড ঘটিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তদন্তের জন্য ১২ জন পুলিশের বিশেষ একটি দলও তৈরি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে পুলিশ বিষয়টিকে আমল দেয়নি। দুর্ঘটনা বলেই এড়িয়ে যায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বুধবার বোকারোর চন্দনকেয়ারি ব্লকে বিজুরিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ কুমার (১৩)। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গায়ে বিদ্যুৎ-এর তার ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ক্ষতিপূরণের দাবিতে কয়েক ঘন্টা তারা পথ অবরোধও করে। পরে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হলে অবরোধ উঠিয়ে নেয় গ্রামবাসীরা।

গুলিবিদ্ধ তিনটি দেহ উদ্ধার
রেল লাইনের ধারে তিন যুবকের গুলিবিদ্ধ দেহ পাওয়া গেল। বুধবার সকালে পূর্ব রেলের কিউল-সাহেবগঞ্জ লুপ সেকশনের দশরথপুর স্টেশনের কাছে তিন জনের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরেই রেল পুলিশ ঘটনাস্থলে এসে দেহ তিনটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিহতদের মধ্যে গৌতম যাদব (২৫), জয়শঙ্কর যাদব (৩০)-কে শনাক্ত করা গেলেও তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, নিহতরা স্থানীয় ফারদা গ্রামের বাসিন্দা, তারা অপরাধ মূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.