নিলামের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে ভোডাফোন, এয়ারটেল |
কেন্দ্রের ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামে চড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করল ভোডাফোন, এয়ারটেল। সংস্থা দু’টির অভিযোগ, যে স্পেকট্রাম নিলাম করার কথা বলা হচ্ছে তার একাংশ ব্যবহারের জন্য ইতিমধ্যেই তাদের ছাড়পত্র রয়েছে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত। শুধু তা-ই নয়, চুক্তি অনুযায়ী, ওই মেয়াদ শেষের পর লাইসেন্সের সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে। যার জন্য আগেই কেন্দ্রীয় টেলিকম দফতরে আবেদনও জানিয়ে রেখেছে তারা। তাদের দাবি, এই অবস্থায় নিলামের সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্র।
|
গুঁড়গাও শিল্পাঞ্চলে কাজ বন্ধ থাকছে আজ |
কর্মী ইউনিয়নগুলি ধর্মঘটে সামিল হওয়ায় বৃহস্পতিবার গুড়গাঁও-মানেসর শিল্পাঞ্চল কার্যত বন্ধ থাকবে। বুধবার কারখানা চালু থাকলেও ইউনিয়নগুলি সিদ্ধান্ত নেয়, দেশ জোড়া বন্ধে আজ তারা সামিল হবে। মারুতি-সুজুকি ও হিরো মোটোকর্প কারখানায় অবশ্য ছুটি ঘোষণা করা হয়েছে। মারুতি উদ্যোগ কামগার ইউনিয়নের সাধারণ সম্পাদক কুলদীপ ঝাঙ্গু বলেন, “কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরে ঠিক হয়েছে বৃহস্পতিবার গুড়গাঁও, মানেসরের কারখানা বন্ধ থাকবে। পরিবর্তে রবিবার তাঁরা কাজ করে ক্ষতি পুষিয়ে দেবেন।” তবে সংস্থার তরফে এ নিয়ে কোনও তথ্য মেলেনি। হিরো মোটোকর্প-এর ইউনিয়ন কর্তা কানোয়ালপ্রীত সিংহও ধর্মঘটে সামিল হওয়ার কথা জানিয়েছেন। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার কর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট অনিল কুমারের দাবি, শিল্পাঞ্চলের ২৭টি কর্মী ইউনিয়ন ধর্মঘটে যাবে আজ।
|
৫০ লক্ষ জরিমানা এসকেএস মাইক্রোর |
বেআইনি ভাবে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অভিযোগে ক্ষুদ্রঋণ সংস্থা এসকেএস মাইক্রোফিনান্সকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। তারা জানিয়েছে, বিমা সংস্থা বজাজ অ্যালায়েঞ্জের এজেন্ট সংস্থা হিসেবে প্রিমিয়াম নেওয়ার সময় লগ্নিকারীদের অজান্তে বাড়তি টাকা তোলে এসকেএস। এটা বেআইনি। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জরিমানা জমা দিতে বলা হয়েছে।
|
শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের বেতন সংশোধন নিয়ে আলোচনা। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও ইউএফবিইউ-র মধ্যে আলোচনা হবে। কর্মী সংগঠনের নেতা রাজেন নাগর জানান, পেনশন বাড়ানোর দাবিতেও জোর দেওয়া হবে।
|
অ্যাটর্নি জেনারেলের মতামত জানার পরই ভোডাফোনের কর ফাঁকি নিয়ে বিতর্ক মেটাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, ১১,২০০ কোটি টাকা কর ফাঁকি নিয়ে আয়কর দফতরের সঙ্গে বিবাদ মেটাতে ভোডাফোন ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছে। একই ভাবে অ্যাংলো-ডাচ তেল সংস্থা শেলের সঙ্গে কর নিয়ে বিরোধের বিষয়টিও অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হয়েছে।
|
প্রয়াত হলেন পি সি চন্দ্র গোষ্ঠীর চেয়ারম্যান জহর লাল চন্দ্র। বয়স হয়েছিল ৮৯ বছর। স্বল্প রোগভোগের মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। |