টুকরো খবর |
চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সারা রাত খাটের তলায় ঘুমিয়ে কাটাল চোর। সোমবার রাতে ক্যানিংয়ের হাইস্কুলপাড়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, প্রদীপ মিত্রের বাড়িতে সোমবার রাতে ঢোকে দুই চোর। চুরির আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় প্রদীপবাবুর। তিনি চিৎকার করে উঠলে তারা প্রদীপবাবুকে ধরে মারধর করতে শুরু করে। প্রদীপবাবুকে মারতে দেখে চিৎকার করে ওঠেন প্রদীপবাবুর স্ত্রী ও ছেলে। তাঁদের চিৎকারে ছুটে লোকজন। পালিয়ে যায় একজন চোর। অন্যজন লুকিয়ে পড়ে প্রদীপবাবুর ঘরে খাটের তলায়। চোরেরা পালিয়েছে ভেবে গ্রামবাসীরা চলে যান। ঘরে তালা দিয়ে ফের শুয়ে পড়েন প্রদীপবাবু। মঙ্গলবার বাড়ির পরিচারিকা কাজ করতে গিয়ে দেখেন, খাটের তলায় ঘুমিয়ে অচেনা একজন। ঘর বন্ধ করে বাইরে বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন তিনি। ছুটে আসেন প্রদীপবাবু ও লোকজন। খাটের তলা থেকে টেনে বার করা হয় চোরকে। দেওয়া হয় গণধোলাই। পুলিশ জানিয়েছে, ধৃত চোরের নাম সামসুদ্দিন সেখ। বাড়ি জীবনতলার ঘুঁটিয়ারী শরিফ এলাকায়।
|
স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি পালন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
মঙ্গলবার ছবিটি তুলেছেন নির্মল বসু। |
স্বামী ব্রহ্মানন্দের ১৫১ তম জন্মতিথি উপলক্ষে বসিরহাটের শিকড়া কুলিন গ্রামে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে চারদিন ব্যাপী অনুষ্ঠান শেষ হল মঙ্গলবার। গত শনিবার ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে স্বাগত ভাষণ দেন শিকড়া মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ। অনুষ্ঠানে বিভিন্ন দিনে পরিবেশিত হয় ভক্তিগীতি, ভজন, ধর্মসভা, যাত্রানুষ্ঠান, বাউল গান। এ ছাড়াও ছিল যোগাসন, বসে আঁকো, নৃত্যনাট্য। ‘বিলে থেকে বিবেকানন্দ’ যাত্রাভিনয় সকলকে মুগ্ধ করে। সমাপ্তি অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রী মা সারদা, স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দের প্রতিকৃতি নিয়ে গ্রামবাসী, ছাত্রছাত্রী, ভক্তরা পথ পরিক্রমা করেন।
|
জমি নিয়ে বিবাদে ভাঙচুর, আগুন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জমির দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদে বাড়িতে ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সন্দেশখালির বয়রামারি চুঁচুড়া মোড়ে। মঙ্গলবার ওই ঘটনায় দু’পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত বঙ্কিম প্রধানের পাঁচ ছেলের একজন পরেশ থাকেন চুঁচুড়া মোড়ে। বাড়ির সামনে তাঁর মুদির দোকান। কাছকাছিই থাকেন তাঁর অন্য ভাইয়েরা। পুলিশের বক্তব্য, পরেশবাবুর বাড়ি ও দোকান যে জমিতে সেই জমির একাংশ নিজের বলে দাবি করেন তাঁর ভাই সন্তোষবাবু। এই নিয়ে দুই পরিবারে দীর্ঘদিন ধরেই তুমুল বিবাদ ছিল। গত বৃহস্পতিবার তারই জেরে এক প্রস্থ বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরেশবাবু বলেন, “ভাইকে জমি দিতে আপত্তি নেই। কিন্তু সে নিজের পছন্দমতো জায়গা চাইছে। যা সম্ভব নয়। এ জন্য সে লোকজন নিয়ে দোকান ও বাড়িতে ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয়।” তাঁর দাবি, থানায় অভিযোগ জানালে সেই রাগে ফের এ দিন লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায়। সন্তোষবাবুর অভিযোগ, “দাদা জোর করে জমি দখল করে রয়েছে। বলেও জমি না দেওয়াতেই ঝামেলা বেধেছে।”
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
ফের চুরি মন্দিরে। বাদুড়িয়ার পুঁড়ার হড়হাটি গ্রামে সোমবার রাতে স্থানীয় রাধা গোবিন্দের মন্দিরের দরজা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। মন্দির কর্র্তৃপক্ষের দাবি, খোয়া গিয়েছে প্রতিমার গায়ে থাকা তিন ভরি সোনা এবং চার ভরি রুপোর অলঙ্কার।
|
আইন অমান্য
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ডহারবার |
ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ, তৃণমূলের তোলাবাজি, গুণ্ডাবাজির প্রতিবাদ-সহ ১০ দফা দাবিতে আইন অমান্য আন্দোলন করল সিপিএম। মঙ্গলবার ডায়মন্ডহারবার এসডিও অফিসের সামনে আন্দোলনে বসেন তাঁরা।
|
জামিনের আর্জি খারিজ |
শারীরিক অসুস্থতার উল্লেখ করে তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিনের আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়েছেন আলিপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক সুদেব মিত্র। ১৫ দিনের মধ্যে এই নিয়ে তিন বার ওই আদালতেই আরাবুলের জামিনের আবেদন খারিজ হল। বামনঘাটায় সিপিএমের মিছিলে বোমা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ওই প্রাক্তন তৃণমূল বিধায়ককে জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। আজ, বুধবার অভিযুক্তকে ফের বারুইপুর আদালতে তোলা হবে। এসএসকেএম হাসপাতালে ভর্তি আরাবুলের মেডিক্যাল রিপোর্ট এ দিন আলিপুর আদালতে পেশ করেন তাঁর আইনজীবী প্রদোষ লাহিড়ী। বাদী পক্ষের আইনজীবী সুশীল চক্রবর্তী জামিনের বিরোধিতা করে বলেন, “আরাবুল ইসলামের সমবয়সি অধিকাংশ লোকেরই এমন অসুস্থতা রয়েছে।” সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করেননি। জামিন নামঞ্জুর হওয়ায় আদালত-চত্বরেই কেঁদে ফেলেন আরাবুলের অনেক অনুগামী।
|
মেঝে খুঁড়ে মিলল বধূর দেহ |
সোনারপুরের বিবেকানন্দপল্লিতে শ্বশুরবাড়ির ঘরে পুঁতে রাখা এক গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম মলি সর্দার (৩৪)। সোমবার সন্ধ্যায় মলিদেবীর স্বামীর ভাই থানায় গিয়ে জানান, তাঁর বৌদি আত্মহত্যা করেছেন। তাঁকে শোয়ার ঘরের মাটি খুঁড়ে পুঁতে দিয়েছেন মলিদেবীর স্বামী শিবরাম। মঙ্গলবার পুলিশ ওই বাড়ির তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃতার দেহে আঘাতের চিহ্ন মেলেনি। ওই গৃহবধূর স্বামী পলাতক।
|
শিক্ষকদের স্মারকলিপি |
বকেয়া বেতনের দাবি জানালেন উত্তর ২৪ পরগনার শিশুশ্রমিক কল্যাণ বিদ্যালয়ের শিক্ষকেরা। মঙ্গলবার জেলা শাসকের দফতরে শিশুশ্রমিক কল্যাণ বিদ্যালয়ের প্রকল্প আধিকারিক প্রদীপ মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেন তাঁরা। শিক্ষকদের অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৯টি শিশুশ্রমিক কল্যাণ বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলির শিক্ষকেরা ১ বছর ধরে বেতন পাচ্ছেন না। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, টাকা এসেছে। |
|