নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
স্ত্রীর গয়না, দিনমজুরি দিয়ে জুয়া খেলত স্বামী। প্রতিবাদ করলেই বছর পঁচিশের সোহাগী বিবিকে মারধর করা হত বলে অভিযোগ। গত দু’দিনে অশান্তি চরমে ওঠে। আর তার জেরেই কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি সুতির সাহাজাদপুর গ্রামের। এই ঘটনায় জামাই মিঠুন শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোহাগীর বাবা। মিঠুন এবং তার পরিবারের অন্য সদস্যরা পলাতক। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোহাগী। হাসপাতালে না নিয়ে গিয়ে দিনভর তাঁকে বাড়িতে ফেলে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সোহাগীর ভাইয়েরা তাঁকে রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার ভোরে সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর।
|
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নির্বাচনে জিতেও স্কুলের পরিচালন সমিতি গড়তে না দেওয়ার অভিযোগে মঙ্গলবার কংগ্রেসকর্মীরা শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। নওদার অন্নদামনী বালিকা বিদ্যালয়ের ঘটনা। নেতৃত্ব দেন বিধায়ক আবু তাহের খান। গত ২৩ ডিসেম্বর স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের ৫টিতে জেতে কংগ্রেস। স্কুল কর্তৃপক্ষের দাবি, জনপ্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি মিলিয়ে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ নয়। তাই তারা পরিচালন সমিতি গড়তে পারবে না। নওদার ভারপ্রাপ্ত বিডিও সম্রাট বাগচী বলেন, “বিক্ষোভ চলছে। পুলিশও আছে।”
|
|
কৃষ্ণনগরে ধর্মরাজের মেলা। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |
|
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
সোমবার রাতে অভিযান চালিয়ে রেজিনগর ও বেলডাঙা থানার পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। রেজিনগরের নাজিরপুর থেকে ২৫টি সকেট বোমা উদ্ধার হয়েছে। ওই থানা এলাকারই তকিপুর থেকে ২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি মিলেছে। পুলিশ হাসিবুর শেখ নামে এক জনকে গ্রেফতার করেছে। অন্য দিকে, বেলডাঙার কাপাসডাঙা থেকে দু’টি পাইপগান উদ্ধার হয়েছে।
|
নেতাকে আনতে গিয়ে পথে বিপত্তি |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কিশোরী খুনের দায়ে জেলহাজত হয়েছিল তাঁর। বছর কয়েক পর জামিন পেয়ে মঙ্গলবার গ্রামে ফিরছিলেন তৃণমূলের ধর্মদা অঞ্চলের প্রাক্তন সভাপতি শ্যামল ভট্টাচার্য। সমর্থকেরা তাঁর জন্য জোগাড় করেছিলেন ফুল দিয়ে সাজানো গাড়ি। বিপত্তি ঘটল সেই সুসজ্জিত গাড়ি জেলখানায় নিয়ে যাওয়ার সময়। ধুবুলিয়া বটতলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়িটি একটি ভ্যানে ধাক্কা দেয়। জখম হয় এক শিশু। গাড়িটিকে আটক করে পুলিশ।
|
|
দশম শ্রেণির ছাত্র মহম্মদ আমির। কৃষ্ণনগর এভি স্কুলে এ বার
সরস্বতী গড়ছে সেই-ই। ছবি তুলেছেন সুদীপ ভট্টাচার্য। |
|
পরিবেশ ফেরাতে বৈঠক বিডিওর |
স্কুলে পঠনপাঠনের পরিবেশ ফেরাতে অভিভাবক, সব দলের নেতা ও শিক্ষকদের নিয়ে বৈঠক করলেন ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র। মঙ্গলবার হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ স্কুলে বৈঠকের পর বিডিও বলেন, “মিডডে মিলের চাল চুরি নিয়ে স্কুলে প্রধান শিক্ষক-সহ আক্রান্ত হন পুলিশকর্মী। তারপর থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যেত না। ঠিক হয়েছে, পরিচালন সমিতির লোক, শিক্ষকেরা ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অনুরোধ করবেন।”
|
গবেষকদের হাজিরা খাতা চালু না করা ও রান্নার গ্যাসে ভর্তূকির দাবিতে মঙ্গলবার দুপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্যকে ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ ও গবেষকেরা। |