রাজ্য মানবাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক সদ্য প্রয়াত দীপঙ্কর চক্রবর্তীর স্মরণ অনুষ্ঠান হল গত শনিবার। বহরমপুর রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপককে স্মরণ করেন বিশিষ্টজনেরা। দীপঙ্করবাবু ছিলেন মুর্শিদাবাদ থেকে প্রকাশিত পত্রিকা ‘অনীক’ ও ‘মুর্শিদাবাদ বীক্ষণ’, সাংস্কৃতিক সংস্থা ‘সংস্কৃতি পরিষদ’, বহরমরপুর ফিল্ম সোসাইটি’ এবং মানবাধিকার সংগঠন এপিডিআর-এর মুর্শিদাবাদ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি প্রায় দু’দশক মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
|
শনিবার বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হবে ৪৮তম আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। বহরমপুর ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসব চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সংস্থার সম্পাদক সমীরণ বিশ্বাস বলেন, “উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে বেদব্রত পাইন পরিচালিত ‘চিটাগং’। থাকবেন বেদব্রত। সেমিনারের পর প্রদর্শিত হবে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শান্তিনিকেতন’। এ ছাড়া দেখানো হবে ‘কসমিক সেক্স’, ‘ইংলিশ ভিংলিশ’ এবং সমাপ্তি সন্ধ্যায় দেখানো হবে গিরীশ কাসারাভাল্লী পরিচালিত ‘কূর্মাবতার’।
|
গত ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ৩২তম মুর্শিদাবাদ জেলা বইমেলা শেষ হবে আজ বুধবার। এ বার স্টলের সংখ্যা দেড়শো। আমন্ত্রন জানিয়েও নির্বাচনী বিধিভঙ্গের আশঙ্কায় কবিদের স্বরচিত কবিতা পাঠের উপরে এ বার ফতোয়া জারি করেছিল কর্তৃপক্ষ। আগামী ২৩ ফেব্রুয়ারি রেজিনগর বিধানভার উপনির্বাচন। ফলে এ বারের বইমেলা তাই কবিতা-হীন।
|
|
রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে কচিকাচাদের অনুষ্ঠান। নিজস্ব চিত্র। |
|
গত রবিবার বহরমপুরের খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে হয় ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর ৩৪ তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানে বঙ্গীয় সঙ্গীতকলাকেন্দ্রের পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জনকে শংসাপত্র দেওয়া হয়।
|
সরস্বতী পুজো উপলক্ষে আগামী শুক্রবার জিয়াগঞ্জ বীরেন্দ্র সিংহ সিংঘী উচ্চ বিদ্যালয়ে শুরু হবে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রী ও শিক্ষকশিক্ষিকা পরিচালিত ওই মেলা চলবে চার দিন। বসে আঁকা ও ক্যুইজ প্রতিযোগিতাও রয়েছে। রয়েছে প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যয় ও মুস্তাফা সিরাজ স্মরণ। |