টুকরো খবর |
লরি চলাচলে নিয়ন্ত্রণ ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ব্যস্ত সময়ে ঝাড়গ্রাম শহরের রাস্তা দিয়ে মালবাহী লরি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের জনবহুল রাস্তা দিয়ে মালবাহী লরি যাতায়াত করতে পারবে না। মঙ্গলবার এসডিও অফিসে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিল্প কারখানার প্রতিনিধি, পুরনো ঝাড়গ্রাম এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে এসডিপিও (ঝাড়গ্রাম) সন্তোষকুমার মণ্ডল ও ঝাড়গ্রাম থানার আইসি মণিময় সিংহরায়-ও ছিলেন। মালবাহী লরি চলাচলের জন্য শহরে বিকল্প পথ কী হতে পারে তা নিয়ে আগামী রবিবার পুর-কর্তৃপক্ষকে আলোচনায় ডেকেছেন মহকুমাশাসক। সোমবার দুপুরে আকরিক লোহা বোঝাই লরির ধাক্কায় চার সাইকেল আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে পুরনো ঝাড়গ্রাম এলাকার সাবিত্রী মন্দির মোড়ে তুমুল উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা আকরিক লোহা বোঝাই সাতটি লরিতে ব্যাপক ভাঙচুর চালায়। ওই ঘটনার জেরেই শহরের মধ্যে লরি চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন।
|
কুয়ো থেকে উদ্ধার ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • লালগড় |
স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় স্কুল চত্বরে থাকা একটি পাতকুয়োর মধ্যে পড়ে যায় এক ছাত্রী। স্থানীয় এক যুবকের সাহসিকতায় ওই ছাত্রীকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হল। মঙ্গলবার বিকেলে লালগড়ের সারদামণি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে স্কুল ছুটির পর সাইকেল নিয়ে বেরনোর সময় অসতর্ক মুহূর্তে পাতকুয়োয় পড়ে যায় দশম শ্রেণির ছাত্রী পল্লবী দে। পল্লবীর সহপাঠীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় যুবক পেশায় পান দোকানি চঞ্চল রায়। পল্লবীকে উদ্ধার করার জন্য কুয়োর ভিতরে নামেন বছর চব্বিশের চঞ্চল। এলাকাবাসী ও পুলিশকর্মীদের সহযোগিতায় দড়ি ধরে পল্লবী ও চঞ্চলকে কুয়ো থেকে টেনে তোলা হয়। কুয়োর ভিতর গ্যাস থেকে চঞ্চল ও পল্লবী দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লালগড় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রাচীর বিহীন ওই কুয়োটির মুখে লোহার গ্রিলের ঢাকনা দেওয়া ছিল। এদিন পল্লবীর পা লেগে ঢাকনাটি খুলে যাওয়ায় বিপত্তি ঘটে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ট্রাকের ধাক্কায় মঙ্গলবার দুপুরে দাসপুর থানার গোপীগঞ্জ বাজারে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম পঞ্চানন মাঝি (৫৯)। বাড়ি দাসপুর থানার পঞ্চাননতলায়। এ দিন দুপুরে সাইকেলে করে পঞ্চাননবাবু গোপীগঞ্জ হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন সুলতাননগর-গোপীগঞ্জ সড়কের গোপীগঞ্জ বাজারের কাছে সুলতাননগরগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘাটাল মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ ট্রাককে আটক করেছে। চালক পলাতক।
|
বিতর্কে বিডিও
নিজস্ব সংবাদদাতা • খেজুরি |
দলনেত্রী হিসেবে তাঁকে নানা বিশেষণে অভিহিত করেন অনেকেই। তাই বলে সরকারি আধিকারিকের মুখে মুখ্যমন্ত্রীর গুণকীর্তন! মঙ্গলবার খেজুরির প্রশাসনিক জনসভায় এমনটাই শোনা গেল। ঘোষকের ভূমিকায় ছিলেন রামনগর ১-এর বিডিও তমোজিৎ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, “স্বাধীন ভারতের সফলতম মুখ্যমন্ত্রী।” সরকারি আধিকারিক এমনটা বলতে পারেন কি না তা নিয়ে বিতর্ক বাধে। সাংসদ শুভেন্দু অধিকারীও এ দিন মমতাকে ‘দিদি, জননেত্রী’ বলে অভিহিত করেন। সব শুনে সিপিএম নেতা নিরঞ্জন সিহির কটাক্ষ, “দল আর সরকার মিলেমিশে যাচ্ছে। যাঁকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাঁরও তো লজ্জা থাকা উচিত।”
|
মমতার টানে
নিজস্ব সংবাদদাতা • খেজুরি |
জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। অলিখিত নির্দেশ মেনেই হাজির সব স্তরের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদেরা। এমনকী মমতার টানে এক মঞ্চে হাজির শুভেন্দু অধিকারী ও শিউলি সাহাও। তমলুকের তৃণমূল সাংসদ ও হলদিয়ার দলীয় বিধায়কের মধ্যে সঙ্ঘাত বারবারই প্রকাশ্যে এসেছে। এ দিন যদিও শিউলি ও দিব্যেন্দু অধিকারী পরপর মমতাকে প্রণাম করেন। পাশাপাশি দেখা যায় শুভেন্দু ও শিউলিকেও।
|
কোপে রিকশা
নিজস্ব সংবাদদাতা • দিঘা |
সৈকত শহরে মুখ্যমন্ত্রী। অতএব নিরাপত্তার কড়াকড়ি। সেই কোপেই মঙ্গলবার দিঘায় রিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। এ দিন খেজুরির সভা সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন দিঘার সৈকতাবাসে। সেখানে আছেন মুখ্যমন্ত্রীর বৌদি, এক দাদা এবং মুকুল রায়। |
|