টুকরো খবর |
স্কুলকে বই সাহায্য ব্যাঙ্কের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জৈন বুক ব্যাঙ্কের পক্ষ থেকে গোদাপিয়াশাল হাইস্কুলের ছাত্রদের জন্য ১০ হাজার টাকার বই দেওয়া হল। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের হাতে এই বই তুলে দেওয়া হয়। এ দিনই ওই সংস্থার পক্ষ থেকে যোগ ব্যায়ামও শেখানো হয়। বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম দেখান সংস্থার সদস্য তথা তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এস আর রহমান। কোন ধরনের ব্যায়াম করলে স্মৃতি শক্তি বৃদ্ধি পায়, শরীর ও মন সুস্থ থাকে তাও ব্যাখ্যা করেন তিনি। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক সুকুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রণব সিংহ ও পরিচালন সমিতির সম্পাদক প্রতাপ যাশু।
|
কংগ্রেসের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহর কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার জগন্নাথমন্দির মোড় থেকে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হল। ৪২৫ জন প্রতিযোগী যোগ দেন। ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক শুভঙ্কর সরকার, মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলি প্রমুখ। পাশাপাশি, শহর কংগ্রেসের উদ্যোগে এ দিন ‘সর্বোদয় দিবস’ উদ্যাপন করা হয়। ১৯৪৮ সালের ৩১ জানুয়ারি মোহনদাস কর্মচন্দ গাঁধীর মৃত্যুর পর দেশের সমস্ত সাগর-নদীতে তাঁর চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল। ওই বছরের ১২ ফেব্রুয়ারি মেদিনীপুরের
কাঁসাই নদীতে চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়। দিনটিকে স্মরণে রেখেই এই কর্মসূচি।
|
প্রয়াত মারাশাদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় মৃত্যু হল পীরসাহেব সৈয়দ মারাশাদ আলি আল কাদেরির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুরে উরস উৎসব শুরু হবে। সেই উপলক্ষে তিনি মেদিনীপুরে এসেছিলেন। রওজা-এ-আকদাসের পীরসাহেব ছিলেন তিনি। পীরসাহেবের মৃত্যুর খবর পেয়ে বহু মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আসেন।
|
বিদ্যাসাগরে কবাডি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ আন্তঃ মহাবিদ্যালয় কবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হল কাঁথি প্রভাত কুমার কলেজ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মহিষাদল গার্লস কলেজ।
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার (মহিলা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার। |
|