|
|
|
|
পরীক্ষা চলল, বাজল মাইকও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সামনেই ছাত্র সংসদ নির্বাচন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। চলছে জোরদার প্রচার। গত সোমবার মেদিনীপুর শহরে মিছিল করেছিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মঙ্গলবার ‘বিশ্ববিদ্যালয় চলো’ কর্মসূচির মধ্য তার প্রস্তুতি শুরু করল এসএফআইও। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়, সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সভানেত্রী বলেন, “এসএফআইকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যাবে না। আগামী দিনে প্রমাণ হয় যাবে, ছাত্রছাত্রীরা এসএফআইয়ের পাশে ছিল, পাশেই আছে।” |
|
তখন চলছে পরীক্ষা।—নিজস্ব চিত্র। |
সভা শেষে সংগঠনের কর্মী-সমর্থকরা গার্ডেনরিচের ঘটনার প্রতিবাদে কালেক্টরেট মোড় অবরোধ করে। এর জেরে সমস্যায় পড়েন পথ চলতি মানুষেরা। এদিন উপাচার্য এবং জেলাশাসকের দফতরে স্মারকলিপিও দেওয়া হয়। সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা, ছাত্রীদের সম্মান সুরক্ষিত রাখা, শিক্ষাক্ষেত্রে অবাধ বেসরকারিকরণের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয় উপাচার্যের কাছে। জেলা সম্পাদক সৌগত পণ্ডার অভিযোগ, “টিএমসিপি-র মদতে বহিরাগত লোকজন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরাও আক্রান্ত। চরম নৈরাজ্যের পরিস্থিতি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই।”
এ দিকে, সভাস্থলের কিছু দূরে এমবিএ থার্ড সেমিস্টারের ভাইভা পরীক্ষার কেন্দ্র ছিল। মাইকের আওয়াজে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েন বলে অভিযোগ। টিএমসিপি-র পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সংগঠনের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “পরীক্ষাকেন্দ্রের পাশে মাইক লাগিয়ে সভা করা অনুচিত।” সমস্যার কথা মেনে নিয়ে এসএফআই-এর জেলা সম্পাদক বলেন, “কর্মসূচি পূর্ব ঘোষিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েই সভা হয়েছে। কর্তৃপক্ষ চাইলে অন্য ঘরে পরীক্ষার ব্যবস্থা করতে পারতেন।” |
|
|
|
|
|