সম্পাদকীয় ২...
দায়ভাগ
প্রয়াগের কুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় শাহি স্নান উপলক্ষে সমাগত তীর্থযাত্রীদের ইলাহাবাদ রেল স্টেশনে পদপিষ্ট হইয়া মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি দেখাইয়া দিল, এই ধরনের গণ-জমায়েতের যথাযথ আয়োজন কতটাই জরুরি। শাহি স্নান উপলক্ষে যে বেশ কয়েক কোটি পুণ্যার্থী প্রয়াগসঙ্গমে আসিবেন, এ কথা প্রশাসনের আগাম জানা ছিল। কোন পথে, কী ভাবে তাঁহারা কুম্ভে পৌঁছাইবেন এবং স্নান শেষে কেমন করিয়াই বা বাড়ি ফিরিবেন, সেই বন্দোবস্তও অতএব আগাম ছকিয়া রাখা দরকার ছিল। স্পষ্টতই, তাহা হয় নাই। ঘাটতি ছিল। মর্র্মান্তিক ঘাটতি। দুর্ঘটনার পরে-পরেই দায়ভাগ লইয়া কাজিয়া শুরু হইয়াছে। পদপিষ্ট হইবার ঘটনা যেহেতু ইলাহাবাদ স্টেশনের, অতএব রেল মন্ত্রকের পক্ষে ঘটনার দায় অস্বীকার করা সম্ভব নহে। যে স্টেশনের পরিকাঠামো প্রতি দিন বড় জোর ১৫ হাজার যাত্রীর চাপ সামলাইতে অভ্যস্ত, সেখানে সহসা দেড় লক্ষ লোক আসিয়া পড়িলে কী রূপে সামাল দেওয়া যাইবে? অতঃপর কোন প্ল্যাটফর্ম হইতে ট্রেন ছাড়িবে, তাহা লইয়া স্টেশন-কর্তাদের বিভ্রান্তিকর ঘোষণা যাত্রীদের মধ্যে যে ব্যাপক হুড়াহুড়ি সৃষ্টি করে, রেলপুলিশের লাঠিচার্জে তাহাই নাকি পরিস্থিতিকে নাগালের বাহিরে ঠেলিয়া দেয়। প্রকৃত ঘটনা যাহাই হউক, রেল দফতর অতএব কিছুতেই দায় এড়াইতে পারে না। অথচ রেলমন্ত্রী পবন বনসল অকুস্থল পরিদর্শন করিয়া তাঁহার দফতরকে দিব্য দায়মুক্ত ঘোষণা করিয়া দিলেন। ইহার পর রেল যে তদন্ত করিবে, তাহাতে দোষীদের শনাক্ত করিবার বদলে আড়াল করিবার কিংবা অব্যাহতি দিবার প্রয়াসই লক্ষিত হইবে, এমন আশঙ্কা অমূলক নহে। ঘটনাস্থল পরিদর্শনের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশপ্রসাদ যাদবও সমান্তরাল তদন্ত চালাইবার ব্যবস্থা করিয়াছেন। তাঁহার সরকারও কিন্তু দুর্ভাগ্যজনক এই গণমৃত্যুর দায় সম্পূর্ণ এড়াইতে পারে না। ঘটনার নৈতিক দায় লইয়া রাজ্য মন্ত্রিসভার বর্ষীয়ান মন্ত্রী আজম খানের ‘পদত্যাগে’ তাহা প্রমাণিত।
কিন্তু কেবল নৈতিক দায় নয়, প্রয়াগে পূর্ণকুম্ভ আয়োজনের ত্রুটির জন্য প্রশাসনিক দায়ও রাজ্য সরকারকে লইতে হইবে। কুম্ভে এই বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ও প্রস্থানের বন্দোবস্তটি সুচারুরূপে নিষ্পন্ন করা নিঃসন্দেহে একটি হিমালয়সদৃশ কর্মকাণ্ড। কিন্তু যদি সরকার সুষ্ঠু ভাবে সেই বন্দোবস্ত করিতে না পারে, তাহা হইলে পুণ্যার্থী আগমনের উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করিতে হইবে। মেলায় পৌঁছাইবার ও নিষ্ক্রমণের, ঘরে ফিরিবার ট্রেন-বাস-যানবাহনের পর্যাপ্ত বন্দোবস্ত রাখাও দরকার। দীর্ঘ কাল ধরিয়া প্রখর যত্ন, প্রভূত পূর্বানুমান এবং গভীর বিচক্ষণতা সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সকল বিষয় পরিকল্পনা করিতে হয়, কর্তব্যপরায়ণ ও দক্ষ আধিকারিকদের মধ্যে দায়িত্ব বণ্টন করিয়া দিতে হয়। তাহা যে সম্ভব, প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ড সেটি দেখাইয়া দিয়াছে হরিদ্বারের কুম্ভ আয়োজনের সাফল্য মারফত। এ বারের কুম্ভ মেলার আয়োজকদের ক্ষেত্রে স্পষ্টতই সেই যত্ন ও দায়বদ্ধতার ঘাটতি রহিয়াছে। পুণ্যার্থীদের দুঃখদায়ক মৃত্যুর মূল্যে তাহা উপলব্ধ হইল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.