বধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে সাত বছর কারাদণ্ড হল স্বামীর। মঙ্গলবার রামপুরহাট ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের বিচারক কুমকুম সিংহ এই রায় দেন। সরকারি আইনজীবী প্রবাল বন্দ্যোপাধ্যায় বলেন, “২০০৮ সালে ৪ মার্চ ময়ূরেশ্বর থানার মাটমহুলা গ্রামের বাসিন্দা গৌতম লেটের স্ত্রী টুনটুনিদেবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। ওই থানারই প্রচন্দপুর গ্রামের বাসিন্দা বধূর বাবা জীবন লেট থানায় জামাই-সহ চার জনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন। উপযুক্ত প্রমাণের অভাবে বিচারক তিন জনকে বেকসুর খালাস দেন। গৌতমকে সোমবার দোষী সাব্যস্ত করেন। এ দিন বধূ নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার দায়ে কারাদণ্ডের নির্দেশ দেন।”
|