প্রাইমারি টিচার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল স্থানীয় উজ্জ্বল সঙ্ঘ। ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় গৌরাঙ্গ সায়র সংলগ্ন মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করে ১১৯ রান করে উজ্জ্বল সঙ্ঘ। জবাবে অগ্রগামী সঙ্ঘ ১০৯ রান করে। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্যস সিরিজ হয়েছেন যথাক্রমে জয়ী দলের আমূল দে ও ‘ভাইটি’। উপস্থিত ছিলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক বিনোদবিহারী দে প্রমুখ। |
জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বার্ষিক অ্যাথলেটিক মিটে পুরুষ বিভাগে বোলপুর টাউন ক্লাব এবং মহিলা বিভাগে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে। ৮৪টি ইভেন্টে ২৪টি ক্লাবের ১৫৬ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। গত ৯ ফেব্রুয়ারি সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হয়। উপস্থিত ছিলেন রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক প্রদীপ চট্টোপাধ্যায়। |
ময়ূরেশ্বরের মল্লারপুর ইয়ং স্টার ক্লাব পরিচালিত একদিনের আট দলীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হাওড়ার বালি ভলিবল দল। বীরভূমের হ্যাপি ইলেভেনকে তারা ২৪-১৮ ও ২৭-২৫ সেটে হারায়। বালির নৌসাদ সিদ্দিকি ম্যান অফ দ্য ম্যাচ ও হ্যাপি ইলেভেনের অয়ন মণ্ডল ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলায় হাজির ছিলেন স্থানীয় মল্লারপুর ১ পঞ্চায়েতের প্রধান ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। গত ৩ ফেব্রুয়ারি ক্লাব সংলগ্ন মাঠে ওই খেলা হয়। অন্যতম উদ্যোক্তা রঞ্জন দাস, লক্ষ্মীকান্ত চৌধুরী-রা বলেন, “উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৩ হাজার ও ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।” |
সিএবি’র অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেটে পুরুলিয়া পর্বে চ্যাম্পিয়ন হল পুরুলিয়া জেলা দল। এই পর্বে ছিল পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা। আয়োজন করেছিল মানভূম ক্রীড়া সংস্থা। প্রথম খেলায় পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরকে ৫১ রানে হারায়। মঙ্গলবারের খেলায় পুরুলিয়া ১৮ রানে বাঁকুড়াকে পরাজিত করে। সোমবার বাঁকুড়া ৩৮ রানে পশ্চিম মেদিনীপুরকে পরাজিত করে। |
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সম্প্রতি। ৩৩টি ইভেন্টে প্রায় ৪০০ জন প্রতিযোগী যোগ দেয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক কে পি সিংহ দেও, নেপাল মাহাতো প্রমুখ। পুরস্কার বিতরণী ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ, প্রধান শিক্ষক স্বামী শক্তিপ্রদানন্দ প্রমুখ। |
পাত্রসায়রের বীজপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্দাস জেসিটি। রবিবার বীজপুর ফুটবল মাঠে ফাইনাল ম্যাচে তারা পাত্রসায়রের নিউ স্টার ক্লাবকে ১৯৪ রানে হারিয়েছে। |
• গত ২৩ জানুয়ারি বোলপুরে হয়েছে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মহকুমার ৫টি ক্লাবের ১২০ জন যোগ দিয়েছিল। দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয় বোলপুর টাউন ক্লাব।
• রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ক্রীড়া সংস্থার মাঠেই ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মহকুমা আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। ১৭টি ক্লাব যোগ দিয়েছে।
• বুধ ও বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার সঙ্গে প্রতিন্দ্বন্দ্বিতায় নামছে বীরভূম জেলা দল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় খেলাটি হবে মুর্শিদাবাদের বহরমপুরে।
• গত বুধবার বোলপুর টাউন ক্লাবের পরিচালনায় প্রদর্শনী ম্যাচে পৈলান অ্যারোজ ২-১ গোলে বোলপুর টাউন ক্লাবকে পরাজিত করে।
• রামকৃষ্ণ মাহাতো স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবলে ফাইনালে উঠল হুড়ার টাঙিদা জন উন্নয়ন পল্লী ও শালগ্রাম গৌরীশঙ্কর ক্লাব। আয়োজক পুরুলিয়ার জয়পুরের শ্রীরামপুর শ্রীরামকৃষ্ণ ক্লাব।
• সাংবাদিকদের ২-১ সেটে ভলিবলে হারাল পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ লাইনে পুলিশের সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট ক্লাবের শনিবার খেলা হয়।
• বড়জোড়ার একটি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মঙ্গলবার। প্রায় ১১৫ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী যোগ দেয়।
• বাঁকুড়া গাঁধীবিচার পরিষদের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল সোমবার। বাঁকুড়া শহরের গোবিন্দনগর এলাকায় এই প্রতিযোগিতা হয়। |