আসন্ন ভোটে নলহাটি কংগ্রেসেরই হবে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টচার্য। সোমবার নলহাটির সোনারকুণ্ডু গ্রামে দলীয় প্রার্থী আব্দুর রহমানের প্রচারসভায় তিনি বলেন, “নলহাটির মানুষ দীর্ঘ দিন পরে বামেদের হারিয়ে অভিজিত্ মুখোপাধ্যায়কে জয়ী করেছিলেন। এ বারে আপনারা প্রমাণ করে দেবেন নলহাটি তৃণমূলের নয়, বামফ্রন্টের নয়, নলহাটি কংগ্রসেরই আছে।” পরে যোগ করেন, “নলহাটিতে আব্দুর রহমান জিতলে রাজ্যবাসীর কাছে বার্তা যাবে কংগ্রেসই হচ্ছে আগামী দিনে বাংলার প্রকৃত বিকল্প।” |
এ দিন কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ““তৃণমূল আর সিপিএমের মধ্যে কোনও তফাত নেই। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যে ভাবে রাজ্য চালিয়েছেন, তৃণমূলও সে ভাবেই রাজ্য চালাচ্ছে। জ্যোতি বসু কথায় কথায় দিল্লিকে দোষারোপ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিকে দোষারোপ করছেন।” সভায় উপস্থিত কংগ্রেসের আর এক নেতা নির্বেদ রায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “আপনাদের যে ১৯ জন সাংসদ রয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে তার এক জন জেতেন কিনা দেখুন!” সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের পশ্চিমবঙ্গে ভারপ্রাপ্ত নেতা শাকিল আহমেদ, জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিও। এ দিন এ দিন নলহাটির সরধাগ্রামেও দলীয় প্রার্থীর প্রচারে একটি সভা করেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়াও। মানসবাবু বলেন, “কলেজের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে যদি এমন হয়, তা হলে আগামী উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে কী হবে তার ইঙ্গিত পাচ্ছি। আমি মুখ্যমন্ত্রীকে বলব, লাগাম টেনে ধরুন।” |