ভিক্টোরিয়া ওকাম্পোর সংগ্রহ থেকে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালায় ফিরছে রবীন্দ্রনাথ ঠাকুরের চশমা ও চাদর। ১৯২৪-২৫ সালে আর্জেন্টিনা সফরে রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া ওকাম্পোকে (কবি যাঁকে ‘বিজয়া’ নামেই ডাকতেন) ওই সামগ্রী উপহার হিসাবে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ব্যবহৃত সামগ্রীগুলির সঙ্গেই রবীন্দ্রভবনের সংগ্রহশালার সমৃদ্ধি বাড়াবে বেশ কয়েকটি দুর্মূল্য গ্রন্থও। কবির স্বাক্ষর করা পূরবী-সহ বেশ কিছু কাব্যগ্রন্থ সেখানে জমা পড়তে চলছে।
সামগ্রীগুলি দান করছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। কবির চাদর, চশমা ও স্বাক্ষরিত বইগুলি দীর্ঘদিন ধরে ছিল ওকাম্পোর সচিব মারিয়া কুরার কাছে। তাঁর কাছ থেকেই ওই দুর্মূল্য জিনিসগুলি সংগ্রহ করেন শ্যামাপ্রসাদবাবু। |