রবীন্দ্রনাথের চশমা ও চাদর আসছে বিশ্বভারতীতে
ভিক্টোরিয়া ওকাম্পোর সংগ্রহ থেকে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালায় ফিরছে রবীন্দ্রনাথ ঠাকুরের চশমা ও চাদর। ১৯২৪-২৫ সালে আর্জেন্টিনা সফরে রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া ওকাম্পোকে (কবি যাঁকে ‘বিজয়া’ নামেই ডাকতেন) ওই সামগ্রী উপহার হিসাবে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ব্যবহৃত সামগ্রীগুলির সঙ্গেই রবীন্দ্রভবনের সংগ্রহশালার সমৃদ্ধি বাড়াবে বেশ কয়েকটি দুর্মূল্য গ্রন্থও। কবির স্বাক্ষর করা পূরবী-সহ বেশ কিছু কাব্যগ্রন্থ সেখানে জমা পড়তে চলছে। সামগ্রীগুলি দান করছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। কবির চাদর, চশমা ও স্বাক্ষরিত বইগুলি দীর্ঘদিন ধরে ছিল ওকাম্পোর সচিব মারিয়া কুরার কাছে। তাঁর কাছ থেকেই ওই দুর্মূল্য জিনিসগুলি সংগ্রহ করেন শ্যামাপ্রসাদবাবু।
রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পো।—ফাইল চিত্র।
আগামী ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে ওই সামগ্রী গ্রহণ করবে রবীন্দ্রভবন। রবীন্দ্র গবেষক ও অনুরাগীদের জন্য আরও ভাল খবর, একই দিনে অন্নদাশঙ্কর রায়কে লেখা কয়েকটি দুষ্প্রাপ্য চিঠিও পেতে চলেছে রবীন্দ্রভবন। সেই চিঠি সংগ্রহশালায় দান করবেন তাঁর পুত্র আনন্দরূপ রায়। বিশিষ্ট রবীন্দ্র গবেষক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “এ খুবই আনন্দের খবর। দেশ-বিদেশে গুরুদেবের যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তা যেন রবীন্দ্রভবনেই সংরক্ষিত থাকে। তবে এগুলির সুরক্ষার দায়িত্বও কর্তৃপক্ষকে নিতে হবে।” বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সিংহ জানিয়েছেন, রবীন্দ্রভবনের অধ্যক্ষ তপতী মুখোপাধ্যায়ের উদ্যোগে ওই দিন একটি অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদবাবু ও আনন্দরূপবাবুও উপস্থিত থাকবেন।
১৯২৪ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন আর্জেন্তিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। সঙ্গী ছিলেন এলম্হার্স্ট। তখনই বেশ কিছুদিন ওকোম্পোর বাড়িতে নিমন্ত্রিত ছিলেন কবি। আর্জেন্তিনায় লেখা পূরবীর কবিতাগুলি তিনি প্রিয় বিজয়াকেই উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ওকাম্পোর বাড়ির ব্যালকনিতে বসে অদূরে বয়ে যাওয়া নদীটি দেখতে খুব ভালবাসতেন। বসতেন একটি সুদৃশ্য চেয়ারে। পরে ওকাম্পো নিজেই সেই চেয়ার উপহার হিসাবে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন। সেই চেয়ার এখন রবীন্দ্রভবনের সংগ্রহশালাতেই শোভা পাচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.