অভিযুক্তকে গ্রেফতার করতে এসে বাধা পেল পুলিশ। মঙ্গলবার কালনা মহকুমা আদালতের কালনা ফাস্ট ট্র্যাক কোর্টে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন সামাদ শেখ নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের হাঁপানিয়া গ্রামে। আদালতে উপস্থিত আইনজীবী ও ল ক্লার্কের সদস্যদের দাবি, দুপুর আড়াইটে নাগাদ কয়েকজন সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করতে আসেন। তাঁরা পুলিশকে আদালত চত্বরের ভিতরে ওই ব্যক্তিকে ধরতে নিষেধ করেন। আদালতের বাইরে গিয়ে গ্রেফতার করতে বলেন। গ্রেফতারের কারণ জানতে চাওয়া হলে পুলিশ জানায়, সামাদ শেখের বিরুদ্ধে পূর্বস্থলী থানায় অভিযোগ রয়েছে।
|
সাহিত্যসভা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গুসকরা রটন্তী কালী মেলায় আয়োজিত হল একটি সাহিত্যসভা। আয়োজন করে কামদুঘা পত্রিকা। অনুষ্ঠানে গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি পাঠ করা হয়। বীরভূম, বর্ধমান ও বাঁকুড়া জেলা থেকে প্রায় ৭০ জন এই সভায় যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়।
|