রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে দ্বারস্থ হবে বিজেপি। বুধবার ওই কথা জানান বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। এ দিন উত্তর দিনাজপুরের করণদিঘির কৌটি এলাকায় দলের কর্মিসভায় যোগ দেন রাহুলবাবু। রাহুলবাবু বলেন, “কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার চায় না রায়গঞ্জে হাসপাতাল হোক। রাজ্যেরও জমি অধিগ্রহণের ব্যাপারে কোনও উদ্যোগ নেই।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “রাহুলবাবু ভোটের পাখি হয়ে এসেছেন। তাই আমরা তাঁর কথায় কোনও গুরুত্ব দিচ্ছি না।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য জানান, রাজ্য সরকার জোর করে কৃষি জমি নষ্ট করে হাসপাতাল তৈরির বিরোধী। সরকারি জমি পেলে রাজ্য কেন্দ্রকে জমি দেবে।
|
দক্ষিণ দিনাজপুরে অনুমোদিত রেল উন্নয়ন প্রকল্পের কাজ চালু করার দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার দিনভর বালুরঘাট রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ করেন দলের কর্মী সমর্থকরা। বেহাল রেল পরিষেবার অভিযোগ তুলে কেন্দ্রীয় রেলমন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। প্রস্তাবিত রেল প্রকল্পগুলির কাজ দ্রুত চালু করার দাবিতে এদিন সকাল ১১টা নাগাদ তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায়ের নেতৃত্বে শতাধিক কর্মী ও সমর্থক শহরে মিছিল করেন। বালুরঘাটের গোবিন্দপুর এলাকায় রেল স্টেশনে পৌঁছে বিক্ষোভ দেখান।
|
হলদিবাড়ি পুরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন হল বুধবার। ফিতে কেটে ওই ভবনের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ। তিনি জানান, নতুন ভবনটি তৈরি করতে ৪০ লক্ষ টাকা খরচ হয়েছে। বামফ্রন্টের সময় রাজ্য সরকারের থেকে ওই টাকা মিলেছে। হলদিবাড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের আড়াই কোটি টাকা খরচ করে মাছ বাজার তৈরি করা হবে। এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে দুটি জলপ্রকল্পের কাজ হবে। |