|
|
|
|
উপনির্বাচন |
রাজ্য চাইছে, তাই প্রচারে আসছেন দিল্লির ২ মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মাত্র তিন আসনে বিধানসভা উপনির্বাচন। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে সেই ভোটযুদ্ধেও কেন্দ্রীয় মন্ত্রীদের চাইছেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। দিল্লির কাছে তাঁদের আর্জি, বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বা স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদকে পাঠানো হোক রাজ্যের প্রচারে। এর পরে দুই নেতাকেই পাঠাতে তৎপর হয়েছে হাইকম্যান্ড।
কিন্তু কেন আনন্দ শর্মা বা গুলাম নবি আজাদ?
কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, রাজ্য কংগ্রেসের এক এবং একমাত্র উদ্দেশ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দাগা। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে আনন্দ শর্মার সঙ্গে তৃণমূল নেত্রীর বিরোধের কথা সুবিদিত। তার পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ থেকে শিল্প সম্মেলন আগরায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মমতার তীব্র সমালোচনা করেছিলেন আনন্দ। রাজ্য কংগ্রেস নেতৃত্ব চান, বিধানসভার উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসে নেতিবাচক শিল্প বাতাবরণের জন্য তৃণমূলকে আক্রমণ করুন আনন্দ শর্মা। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির বিরোধিতা করে তৃণমূল যে রাজ্যের কৃষক স্বার্থ বিরোধী কাজ করেছে, তা-ও তুলে ধরুন তিনি।
যে তিন আসনে বিধানসভার উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদের রেজিনগর ও মালদহের ইংলিশবাজারের মতো উত্তরবঙ্গের দু’টি আসন রয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছেন, রায়গঞ্জে এইমস ধাঁচে হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য তৃণমূলের সমালোচনা করুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। উত্তরবঙ্গে এই হাসপাতাল হলে সেখানকার মানুষের কতটা উপকার হতেন, তা তুলে ধরুন। আজই ঠানের এক সভায় ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধী বলেন, রায়বরেলী ও রায়গঞ্জে দু’টি এইমস হাসপাতাল গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল অহমেদ জানিয়েছেন, শুধু আনন্দ শর্মা বা গুলাম নবিই নন, প্রচারে যেতে পারেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, কংগ্রেস সাংসদ আজহারউদ্দিন ও রাজ বব্বর। শাকিল এ-ও জানান, উপনির্বাচনের পরে রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়বে কংগ্রেস। রাজ্য সরকার এক দিনে পঞ্চায়েত ভোট করাতে চাইছে ঠিকই, কিন্তু কংগ্রেস চাইছে অন্তত তিন-চার দফায় ভোট হোক। প্রদেশ নেতৃত্ব এই দাবি নিয়ে যাতে রাজ্য নির্বাচন অফিসারের সঙ্গে দেখা করেন, সে ব্যাপারে হাইকম্যান্ডের তরফে নির্দেশও দেওয়া হয়েছে। |
|
|
|
|
|