বাড়ির কাছে বসে কিছু যুবককে মদ খেতে দেখে প্রতিবাদ করেছিলেন এক প্রাক্তন সেনা জওয়ান, বর্তমানে প্রাথমিক স্কুলের শিক্ষক সুজিত দে। অভিযোগ, তাঁকে মারধর করে ওই যুবকেরা। ইট ছুড়ে তাঁর বাড়ির জানলা ভাঙচুর করা হয়, ভেঙে দেওয়া হয় তাঁর মোটরবাইকও। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের তুঁতবাড়ি এলাকায়। মাথায় চোট নিয়ে সুজিতবাবু বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
এলাকার চার যুবক অমিত সিং, অমিত দুলে, মহাদেব দুলে ও শিবসরণ তিওয়ারির নামে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সুজিতবাবুর জামাইবাবু বাবলু মেদ্দা। তাঁর অভিযোগ, “এলাকার ওই চার জনকে আমরা চিনতে পেরেছি। ওদের সঙ্গে আরও অনেকে ছিল।” পুলিশ জানায়, রাতেই শিবসরণকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। বাকি অভিযুক্তদের ধরার দাবিতে স্থানীয় মানুষ বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর থানায় বিক্ষোভ দেখান। |
এলাকাবাসীর অভিযোগ, রাতে রাস্তা-ঘাটে যত্রতত্র কিছু যুবককে মদ খেতে দেখা যায়। ইভটিজিংও বাড়ছে। কোন ক্ষেত্রেই পুলিশের দেখা মেলে না। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে শুয়ে বুধবার সুজিতবাবু বলেন, “বাড়ির প্রায় দরজার কাছে কিছু যুবককে মদ খেতে দেখে বাধা দিতে গিয়ে মার খেলাম। ওদের ভয়ে প্রতিবেশীরাও কেঊ এগিয়ে আসতে সাহস পাননি।” সুজিতবাবুর স্ত্রী কাকলিদেবী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। তাঁর কথায়, “ছেলেগুলো যেভাবে স্বামীকে মারধরের পরে এলোপাথাড়ি ইট ছুড়ল, তাতে সত্যি ভয় পাচ্ছি।” এসডিপিও (বিষ্ণুপুর) পরাগ ঘোষ বলেন, “ওই বাড়ির সামনে অনেক দিনই মদের আসর বসছে বলে ঘটনাস্থলে গিয়ে খবর পেলাম। বাসিন্দারা আগে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হবে।” |