|
|
|
|
|
খেলার খবর |
জমে উঠেছে ক্রিকেট লিগ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
|
ক্রিকেটে মেতেছে করিমপুর। রেগুলেটেড মার্কেট, দাঁড়েরমাঠ, মহিষবাথান মাঠে রমরমিয়ে চলছে লিগ। খেলা দেখতে দর্শকের ভিড়ও হচ্ছে বেশ। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১২-১৩ মরসুমের লিগ শুরু হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। ৬ টি দল নিয়ে শুরু হওয়া সিনিয়র প্রথম ডিভিসনে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে আছে যমশেরপুর ক্রিকেট ক্লাব। করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার, করিমপুর ক্লাব ও করিমপুর জামতলা নবারুণ সংঘ ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
সিনিয়র দ্বিতীয় ডিভিসন শুরু হয়েছিল ৫টি দল নিয়ে। ৪টির মধ্যে ৩টিতে জয়ী হয়ে ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে দাঁড়েরমাঠ ইয়ুথ ফোরাম, করিমপুর গেট-টুগেদার ও কেচুয়াডাঙা ক্লাব। সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিনটে দলেরই পয়েন্ট সমান হওয়ায় রান রেটের উপর ভিত্তি করে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে বেছে নেওয়া হবে। জুনিয়র ক্রিকেট লিগও শেষের দিকে। এই লিগে ৮টি দলকে দু’টো গ্রুপে খেলানো হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে যমশেরপুর ও কুচাইডাঙা তকিপুর নবজাগরণী ক্লাব এবং ‘বি’ গ্রুপ থেকে করিমপুর জামতলা নবারুণ ও অভয়পুর ভারততীর্থ সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে যমশেরপুর ক্রিকেট ক্লাব অভয়পুর ভারততীর্থ ক্লাবকে এবং করিমপুর জামতলা নবারুণ সংঘ কুচাইডাঙা তকিপুর নবজাগরণী ক্লাবকে হারায়। শুক্রবার ফাইনালে ওই দুই জয়ী দল মহিষবাথান মাঠে মুখোমুখি হবে।
অন্য দিকে, ২৩-২৬ জানুয়ারি করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে টি-টোয়েন্টি ডিউজ ক্রিকেটের আয়োজন করেছিল করিমপুর জামতলা নবারুণ সংঘ। চ্যাম্পিয়ন কলকাতা ইলেভেনস স্টার ক্লাব ও রানার্স শান্তিপুর সুভাষ সংঘ। |
|
|
|
|
|