টুকরো খবর |
প্রার্থী দিল না দুই সংগঠন |
নিজস্ব সংবাদদাতা • চাকদহ |
তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আর কোনও ছাত্র সংগঠন প্রার্থী দিল না চাকদহ কলেজে। বুধবার ছিল মনোনয়নত্র জমা দেওয়ার শেষ দিন। কলেজের অন্য দুই ছাত্র সংগঠন ছাত্র পরিষদ ও এসএফআইয়ের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাসের জেরে তারা প্রার্থী দিতে পারেনি। জেলা ছাত্র পরিষদের নিত্যগোপাল মণ্ডল বলেন, “ওদের গা-জোয়ারিতে ভয় পেয়ে আমরা প্রার্থী দিতে পারিনি।” একই অভিযোগ এসএফআইয়ের জেলা সভাপতি কৌশিক দত্তের। তিনি বলেন, “তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাসের জেরে আমরা নির্বাচনে যোগ দিতে পারলাম না।” অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “প্রার্থী জোগাড় করতে না পেরে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা।”
|
ছাত্রকে মারধরের অভিযোগ রানাঘাটে |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ট্রেন থেকে নামিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, বুধবার বগুলা শ্রীকৃষ্ণ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ভজন মণ্ডলকে কলেজে যাওয়ার পথে কয়েক জন রানাঘাট স্টেশনে ট্রেন থেকে নামিয়ে মারধর করে। জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি জয়ন্ত পাল বলেন, “মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল ভজন। তাই তাকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে ছাত্র পরিষদ।” অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্র পরিষদের সভাপতি নিত্যগোপাল মণ্ডল বলেন, “আমাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”
|
বিডিওকে মার, গ্রেফতার ৩৫ |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
|
—নিজস্ব চিত্র |
মিড-ডে মিলের চাল চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, শিক্ষক ও বিডিওকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “বাকি অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে। এলাকায় রয়েছে পুলিশি টহল।” স্কুলের পড়ুয়াদের অভিযোগ, শিক্ষকদের একাংশের যোগসাজশে স্কুলে চুরি হচ্ছে মিড-ডে মিলের চাল। তাই নিয়ে মঙ্গলবার ডোমকলের হরিশঙ্করপুর গ্রামের শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রদের হাতে আক্রান্ত হন স্কুলের প্রধান শিক্ষক। নিগৃহীত হয় পুলিশও। আহত পুলিশ ও শিক্ষকদের ভর্তি করানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে। হামলার চালানোর দায়ে বুধবার পুলিশ পরে ৩৫ জনকে গ্রেফতার করে।
|
কল্যাণীতে অস্থায়ী উপাচার্য |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক দিলীপকুমার মহন্ত। তিনি ছ’মাসের জন্য এই দায়িত্ব নেবেন। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, ৮ ফেব্রুয়ারি অবসর নিচ্ছেন বর্তমান উপাচার্য অলককুমার বন্দ্যোপাধ্যায়। ওই দিনই দিলীপবাবু দায়িত্ব নেবেন বলে বুধবার জানিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উৎপল ভট্টাচার্য।
|
বিয়ে রুখল প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • শান্তিপুর |
ফের প্রশাসনই রুখল নাবালিকার বিয়ে। বুধবার শান্তিপুরের বঙ্গপাড়ার ঘটনা। এ দিন খবর পেয়ে বর আসার আগেই কনের বাড়িতে জেলার সমাজকল্যান আধিকারিককে সঙ্গে নিয়ে পৌঁছে যান শান্তিপুরের জয়েন্ট বিডিও অমলেন্দু গোস্বামী। তিনি বলেন, “ওই নাবালিকার বাবা-মাকে গোটা বিষয়টি বুঝিয়ে বিয়ে বাতিল করা হয়েছে। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না বলে আমাদের মুচলেকাও দিয়েছেন ওই কিশোরীর বাবা।”
|
আক্রান্ত শিল্পী পত্নী |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাউল শিল্পী শ্যাম খ্যাপার স্ত্রী অঞ্জলীদেবীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ থানায় তিনি অভিযোগ করেছেন। পুলিশ জানায়, শিল্পীর পুকুর থেকে মাটি কেটে লরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, লরি যাতায়াতের ফলে প্রতিবেশী সাধন সিংহ রায়ের ঘরে ধুলো ঢুকছিল। তা নিয়ে দু’পক্ষে হাতাহাতি হয়।
|
দুর্ঘটনায় মৃত চালক |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে লরি চালকের। জখম তিন জন। মৃতের নাম তপেশ্বর মাহোতো (৩৫)। বাড়ি দিনাজপুরের রায়গঞ্জে। আহতেরা মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি। পুলিশ জানায়, বুধবার সকালে রেজিনগরের দাদপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ফলে এই বিপত্তি।
|
জখম বাইক চালক |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাসের ধাক্কায় জখম হয়েছেন বাইক চালক। বুধবার কৃষ্ণনগর স্টেশন রোড এলাকার ঘটনা। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালনোর পাশাপাশি বেশ কিছুক্ষণ কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
|
লরিতে আগুন |
বুধবার ধুবুলিয়ার সিংহাটিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে পাট বোঝাই একটি লরিতে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা লরিটিকে রাস্তার পাশের একটি জলাশয়ে ফেলে আগুন নেভান। |
|