|
|
|
|
কাজ নিয়ে বৈঠক আজ |
মেদিনীপুর কলেজ মাঠের উন্নয়নে দশ লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে মেদিনীপুর কলেজ মাঠের উন্নয়নে। রাজ্যসভার এক তৃণমূল সাংসদের তহবিল থেকে এই অর্থ বরাদ্দ হয়েছে। বরাদ্দ অর্থে ঠিক কী কী কাজ হবে, তা ঠিক করতে আজ, বৃহস্পতিবার এক বৈঠক হবে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের দফতরে। উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত, পর্ষদের চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। উপস্থিত থাকার কথা মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সম্পাদকের। পর্ষদের চেয়ারম্যান বলেন, “জেলা প্রশাসন জানিয়েছে, কলেজ মাঠের উন্নয়নের কাজ পর্ষদই করবে। কী কাজ হবে, তা নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা হয়েছে।”
গত ৫ জানুয়ারি মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ মাঠের সভামঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, মেদিনীপুরের স্টেডিয়াম এবং এই মাঠের উন্নয়নে যথাক্রমে ৫০ এবং ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। স্টেডিয়ামের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা আগেই জেলায় চলে এসেছিল। সাংসদ তহবিল থেকে সেই অর্থ বরাদ্দ হয়। |
|
সংস্কারের অভাবে বেহাল মাঠ। —নিজস্ব চিত্র। |
সম্প্রতি, কলেজ মাঠের উন্নয়নের জন্যও ১০ লক্ষ টাকা জেলায় আসে। স্টেডিয়ামের উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, তার খসড়া প্রকল্প আগেই তৈরি করা হয়েছিল। তবে কলেজ মাঠের উন্নয়নে তেমন কোনও প্রকল্প চূড়ান্ত নেই। মেদিনীপুর শহরের সব থেকে বড় মাঠ এটিই। সকাল-বিকেল অনেকেই মাঠে খেলাধুলো করে। কলেজিয়েট স্কুলের মাঠ এবং কলেজ মাঠ একই সঙ্গে রয়েছে।
তবে শহরের এই বড় মাঠটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধুঁকছে। মেলা-সভা প্রভৃতির ফলে মাঠের চারদিকে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে যাঁরা খেলাধুলো করতে আসেন, তাঁরাও সমস্যায় পড়েন। মাঠটিতে নতুন করে মাটি ফেলা প্রয়োজন। মাঠের চারদিকে নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, নতুন করে ঘাস লাগানো প্রয়োজন। মেদিনীপুরের এক প্রবীণ ক্রীড়াবিদ বলছিলেন, “মাঠটি খেলাধুলোর জন্য ব্যবহার হবে না মেলা-সভার জন্য তাই আগে ঠিক করা উচিত।” মাঠের উন্নয়নে ঠিক কী কী কাজ হবে, তা নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের দফতরে বৈঠক রয়েছে। |
|
|
|
|
|