গড়াপেটার জন্য এক বার শাস্তি পেয়েছেন। কিন্তু এ বার আর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নেবেন না, বলছেন হাঙ্গেরির দেব্রেসেন ক্লাবের গোলকিপার ভুকাসিন পোলেকসিচ। যাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে লিভারপুলকে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক ফুটবলে গড়াপেটা নিয়ে ইউরোপোলের চাঞ্চল্যকর তথ্যের পর এ বার ইংল্যান্ডের ফুটবলমহল তোলপাড় ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-দেব্রেসেন ম্যাচে গড়াপেটার অভিযোগ নিয়ে। গোলকিপার পোলেকসিচের দিকেই অভিযোগের তির। কারণ, জুয়াড়িরা যে তাঁর কাছে গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিল, তা জানা যায় কয়েক মাস পরেই। সেই খবর সঙ্গে সঙ্গে না জানানোয় পোলেকসিচকে দু’বছরের জন্য সাসপেন্ড করে উয়েফা। কিন্তু যে ম্যাচের কথা বলা হচ্ছে, সেই ম্যাচের আগে নয়।
বিতর্কের কেন্দ্রে থাকা ২০০৯-এর সেই ম্যাচ এক গোলে জিতেছিল লিভারপুল। পোলেকসিচের বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছে করে তিনি গোলটা খেয়েছিলেন। কিন্তু এ বার সরাসরি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলছেন, “ম্যাচটায় আমার পারফরম্যান্স যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝছেন, অভিযোগটা পুরো মিথ্যা। যথেষ্ট ভাল খেলেছিলাম সে দিন। প্রচুর সেভ করেছিলাম। অ্যালবার্ট রিয়েরা, ফের্নান্দো তোরেস, স্টিভন জেরারদের বিরুদ্ধে ওয়ান অন ওয়ান সেভও করেছিলাম। সব মনে আছে আমার। কী করে এই অভিযোগ উঠছে?” ইউরোপোলের তদন্ত অনুযায়ী আন্তর্জাতিক গড়াপেটা চক্রের উৎস সিঙ্গাপুরে। এই ব্যাপারে এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এএফসি জানিয়েছে, তারা এই তদন্তে সব রকম সাহায্য করবে ইউরোপোলকে। |