সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিং— আইপিএলে দুই মহাতারকা একই দলে। আইপিএলে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স কিনে নেওয়ার পরই সচিনকে এসএমএস করেছিলেন পন্টিং। নিজেই জানালেন সে কথা। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, “নিলামের পরই সচিনকে মেসেজ করে জানাই, ওর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি। মেসেজের জবাব দেয় সচিন। ওর বক্তব্যও প্রায় এক রকমই ছিল।” এর আগে পন্টিং-সচিন মানে ছিল যুযুধান দুই প্রতিপক্ষ। রেকর্ড বইয়ে সচিনকে তাড়া করেছেন তিনি। আর এ বার তিনি সচিনের দলে। যা নিয়ে পন্টিং বলছেন, “মাঠের বাইরে কিছু সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আশা করি, ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। এ-ও মনে করি, সচিনও আমার কাছ থেকে কিছু জিনিস অবশ্যই শিখবে।”
|
পেটের গন্ডগোলের জন্য ইরানি ট্রফি ম্যাচ থেকে সরে দাঁড়াতে হল অবশিষ্ট ভারতের অধিনায়ক বীরেন্দ্র সহবাগকে। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন হরভজন সিংহ। এ দিন টস জিতে ফিল্ডিং নেয় রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত ৩৩০-৫। সেঞ্চুরি করেছেন মুরলী বিজয় (১১৬)। রান পেয়েছেন শিখর ধওয়ান (৬৩) এবং অম্বাতি রায়ডু (৫১)। মনোজ তিওয়ারি ৩৭ এবং ঋদ্ধিমান সাহা ১৭ করেছেন।
|
নিজের দেশেই বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হল ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেলি। তা-ও আবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাইয়ের মুখ থেকে। ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে গত মাসে যে ক্লাবে এসেছেন বালোতেলি, সেই এসি মিলানের ভাইস প্রেসিডেন্ট পাওলো বার্লুস্কোনি তাঁকে ‘লিটল নিগার’ বলে ডেকেছেন। একটি রাজনৈতিক বৈঠকে করা সেই মন্তব্য ভিডিওতেও উঠে গিয়েছে। যা নিয়ে সরগরম ইতালি।
|
তৃতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ জিতে নিল অস্ট্রেলিয়া। ক্যানবেরায় টস জিতে প্রথমে ব্যাট করে ৩২৯-৭-এর বিশাল স্কোর তোলে অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমে ১১১ বলে ১২২ রান করেন শেন ওয়াটসন। ফিল হিউজ করেন ৮৬। জবাবে ৪৭.৩ ওভারেই ২৯০ অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ডারেন ব্রাভোর ৮৬ এবং ডোয়েন ব্রাভোর ৫১ ক্যারিবিয়ানদের জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
|
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার কটকে সপ্তম স্থানের লড়াইয়ে নামতে চলেছে দুটো দল। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ১৩৮ রানের বিশ্রী হারের জেরে পরের বিশ্বকাপে খেলতে গেলে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে ঝুলন গোস্বামীদের।
|
জাতীয় দলে প্রত্যাবর্তন আরও পিছিয়ে গেল সিনিয়র ড্র্যাগ-ফ্লিকার সন্দীপ সিংহের। আজলান শাহ ট্রফির জন্য জাতীয় হকি দলের আঠারো জনের স্কোয়াডে নেই তিনি। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফরোয়ার্ড দানিশ মুজতবা। তবে আট জনের ‘স্ট্যান্ডবাই’ তালিকায় রাখা হয়েছে সন্দীপকে। ৬-১৭ মার্চ মালয়েশিয়ায় হতে চলেছে আজলান।
|
মনসুর আলি খান পটৌডির স্মৃতিতে বার্ষিক বক্তৃতা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ ফেব্রুয়ারি চেন্নাইয়ে যার উদ্বোধন করতে চলেছেন ভারতীয় ক্রিকেটের আর এক কিংবদন্তি সুনীল গাওস্কর।
|